পারফিউম

মেয়েদের জন্য সেরা ৫ টি পারফিউম কালেকশন।

Top 5 perfume collections for girls

বর্তমানে কমবেশি সবাই, ফ্যাশনের বিষয়ে বেশ সচেতন।ফ্যাশনেবল সব লাক্সারিস প্রোডাক্ট এর পাশাপাশি পারফিউম এখন বেশ জনপ্রিয়। ভালোমানের সুমিষ্ট ঘ্রান সমৃদ্ধ পারফিউম নারীর ব্যক্তিত্ব ও রুচিবোধ প্রকাশ করে। ঘরে, কাজের জায়গায় কিংবা যেকোনো অকেশনে নিজেকে ফ্রেশ ও সতেজ রাখতে পারফিউম ব্যবহার করা হয়। এটা ব্যবহারে সেলফ কনফিডেন্স যেনো দ্বিগুণ ‌বেড়ে যায়। কিছু ক্ষেত্রে ,ব্যক্তির আগমনের পূর্বেই তার উপস্থিতির আভাস পাওয়া যায় ,পারফিউমের সুগন্ধের কারনে। পারফিউম ব্যবহার করতে নির্দিষ্ট মৌসুম বা ঋতুর প্রয়োজন পড়ে না। এটি প্রায় সারাবছরই ব্যবহার করা হয়। তবে গরমকালে এর ব্যবহার অন্যান্য মৌসুমের তুলনায় বেশি।

কারণ গরমের দাবদাহে শরীর ঘেমে একাকার হয়ে যায় ও শরীর থেকে দুর্গন্ধ বের হয়। এই নাজেহাল সময়ে নিজেকে ফ্রেশ ও সুগন্ধিময় রাখতে পারফিউমের জুরি নেই। অনেকে পারফিউম কিনতে গিয়ে পড়ে যায় বিপাকে। কারন কিছু কিছু পারফিউম দেখে বোঝা যায় না ,যে এটা ছেলেদের নাকি মেয়েদের? এতে মেয়েরা কনফিউশনে পড়ে যায়। তাই এই কনফিউশন দূর করতে আজকে আমি , ৫টি‌ মেয়েদের পারফিউম নিয়ে আলোচনা করব‌ যা সারাদিন আপনাকে রাখবে ফ্রেশ ও সুগন্ধিময়।

Gucci Bloom Eau De Parfum For Women

Gucci Bloom Eau De Parfum For Women 100ml, SKU: 8005610481005

এই পারফিউমটিতে রয়েছে মনোরম ফুলের সুগন্ধ, যা আপনার সৌন্দর্য ও ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলবে। এতে রয়েছে জেসমিন, রাঙ্গুন ক্রিপার ও টিউবরোজ এর স্নিগ্ধ, মিষ্টি ও প্রাকৃতিক সুবাস।

এটি আপনাকে সারাদিন সতেজ ও সুগন্ধিময় রাখবে।

এতে রয়েছে জেসমিন ফুলের স্নিগ্ধ সুবাস, যা আপনার সেলফ কনফিডেন্স আরো বাড়িয়ে দিবে।

এর সুবাস খুব বেশি কড়া নয় তাই বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি রেগুলার লাইফ স্টাইলে ব্যবহার করা যায়।

এর সুবাস দীর্ঘসময় ধরে স্টেই হয় তাই বারবার স্প্রে করার ঝামেলা নেই।

এটি একটি লাক্সারিয়াস স্টাইলিশ বোতলে ডিজাইন করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর।

Carolina Herrera Good Girl Eau De Parfum Natural Spray

Carolina Herrera Good Girl Eau De Parfum Natural Spray - 80ml, SKU: 8411061026342

এটি বর্তমান ট্রেন্ডের একটি লাক্সারিয়াস পারফিউম কালেকশন। এতে রয়েছে ফুলের স্নিগ্ধ ও মিষ্টি সুবাসের সাথে (মধ্যপ্রাচ্য ও এশিয়ান অঞ্চলের সুগন্ধময় এলিমেন্ট) ওরিয়েন্টাল ফ্লোরাল ক্যাটাগরির রহস্যময় ,মিষ্টি ঘ্রানের সংমিশ্রণ।

এতে রয়েছে রোমান্টিক ওয়ার্ম ফ্রেগরেন্স যা আপনার উপস্থিতির আভাস চারিদিকে ছড়িয়ে দিবে।

এটি দীর্ঘসময় ধরে স্টেই করে ।

এটি ক্লাসিক স্টাইলে হাই হিল আকারে, আকর্ষণীয় বোতলে ডিজাইন করা হয়েছে যা আপনাকে দেবে লাক্সারিয়াস ভাইব।

বিশেষ অনুষ্ঠান ও ইভেন্টে নিজের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস ফুটিয়ে তুলতে এটি একটি পারফেক্ট পারফিউম কালেকশন।

Victoria’s Secret Fragrance Mist Bombshell

Victoria's Secret Fragrance Mist Bomshell 250ml

এটি যুক্তরাষ্ট্রের (USA) Victoria’s Secret ব্র্যান্ডের Bomshell সিরিজের একটি জনপ্রিয় প্রডাক্ট। যা ফল ও ফুলের স্নিগ্ধ সুবাসের লাইটওয়েট ফর্মুলার ফ্রেগরেন্স মিস্ট।

এতে রয়েছে প্যাশনফ্রুট, পিওনি ফুল ও ভ্যানিলা, অর্কিড যা মিষ্টি ও সতেজ সুবাস স্প্রেড করে।

অফিস ও কলেজের পাশাপাশি রেগুলার ব্যবহার করা যায়।

গরমের দিনে নিজেকে ফ্রেশ ও সতেজ রাখতে এটি পারফেক্ট চয়েস।

এটি একটি ফ্রেগরেন্স মিস্ট তবুও এটি দীর্ঘসময় ধরে ত্বকে স্টেই করে।

Christian Dior Miss Dio Eau De Parfum

Christian Dior Miss Dio Eau De Parfum 100ml, SKU: 3348901571456

এতে রয়েছে ফুলের স্নিগ্ধ সুবাস যা নারীর কোমলতা ও নমনীয়তার রোমান্টিক সুগন্ধ স্প্রেড করে। এর সুন্দর ফ্লোরাল সুবাস নারীকে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় করে তোলে।

এতে রয়েছে রোজ, পিওনি ও আইরিস ফুলের স্নিগ্ধ সুবাস যা আপনাকে করে তুলবে রোমান্টিক ও আকর্ষণীয়।

এর মিষ্টি সুগন্ধ ,আপনাকে দিনভর ফ্রেশ অনুভূতি দিবে।

এটি স্কিন-ফ্রেন্ডলি উপাদানে তৈরি যা সংবেদনশীল ত্বকেও কোন রিয়াকশন দেয় না।

এটি ত্বকে ও পোশাকে দীর্ঘসময় ধরে থাকে।

এটি শাওয়ারের পর বা ময়শ্চারাইজার ব্যবহারের পর ব্যবহার করলে দীর্ঘসময় থাকে।

এটি ক্লাসি ও এলিগেন্ট বোতলে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীর রুচিশীলতা প্রকাশ পায়।

Hugo Boss XX Woman Eau De Toilett

Hugo Boss XX Woman Eau De Toilette 100ml SKU: 737052130729

এতে রয়েছে ফ্লোরাল ও ফ্রুটি নোটের পারফেক্ট ব্লেন্ড।যা এলিগেন্ট ও স্টাইলিশ মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এটি খুবই ক্লাসি সুগন্ধ স্প্রেড করে যা বিভিন্ন অকেসন, অফিস, কলেজ বা রেগুলার লাইফ স্টাইলে ব্যবহারের জন্য উপযুক্ত।

এটি আপনাকে দিবে সতেজ ও দীর্ঘস্থায়ী ফ্রেগরেন্স।

এতে রয়েছে ফুল, ফল ও মৃদু উডির সুগন্ধ যা এটার সুবাসকে এতো ইউনিক করেছে।

এটি ত্বকে ও পোশাকে দীর্ঘসময় ধরে স্টেই করে।

এর ইউনিক ও আকর্ষণীয় ফ্রেগরেন্স ফ্যাশনেবল মেয়েদের আত্মবিশ্বাস ও সৌন্দর্য বাড়িয়ে তুলতে সাহায্য করে।

এইতো জেনে নিলেন মেয়েদের কিছু সুন্দর পারফিউম কালেকশন সম্পর্কে। এখান থেকে আপনার প্রয়োজন ও এফোর্ট অনুযায়ী পছন্দের পারফিউম কালেক্ট করুন Hretu’s World এর ওয়েবসাইট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *