চোখের যত্ন

চোখের যত্নে সেরা ৫ টি আই ক্রিম।

The 5 best eye creams for eye care

চোখের কোণে কালি পড়লে চেহারার সৌন্দর্য যেন ফিকে দেখায় । চেহারার সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চোখের উপর। যান্ত্রিক জীবনে‌ রেগুলার কাজের ব্যস্ততায় ক্লান্ত শ্রান্ত চোখ জোড়ার চারপাশ যেন নির্জীব হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই চোখের নিচে ডার্ক সার্কেল ও আই পাফিনেস ভিজিবল হয়।

ভিজিবল ডার্ক সার্কেল ও আই পাফিনেসের কারণে ফেইসে যত কিছুই অ্যাপ্লাই করা হোক না কেন, দেখতে মোটেও ভালো লাগে না। তাই চোখের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত আই এরিয়া ও এর আশেপাশের এরিয়ারও যত্ন নিতে হবে। তবে অনেকেই আছেন যারা-আই এরিয়ার যত্ন নিতে, কোন আই ক্রিম ব্যবহার করবেন? কোথা থেকে এটি কিনবেন এ ব্যাপারে কিছুই জানেন না। তাই আজকের ফিচারে আমি সেরা ৫টি আই ক্রিম সম্পর্কে জানাবো। চলুন জেনে নেই-

Cerave Skin Renewing Eye Cream

Cerave Skin Renewing Eye Cream 14.2gm, SKU: 3606000595910

cerave skin renewing eye cream এ রয়েছে অ্যান্টি-এজিং পেপটাইড কমপ্লেক্স, হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড এবং সিরামাইডস। যা চোখের নিচে পড়া ডার্ক সার্কেল , আইপাফিনেস , বার্ধক্য জনিত এন্টি এজিং সাইন্স প্রিভেন্ট করতে দারুন কাজ করে। চলুন সেরাভে স্কিন রিনিউইং আই ক্রিমের উপকারিতা সম্পর্কে জেনে নেই –

  • এটি ডাক সার্কেল ,ফাইন লাইনস ও রিঙ্কেলস রিমুভ করে।
  • চোখের নিচের ফোলা ভাব কমাতে সাহায্য করে।
  • যারা কন্টাক্ট লেন্স পরেন তারা কন্টাক্ট লেন্স পরার ১০-১৫ মিনিট আগে চোখের চারপাশে সেরাভে স্কিন রিনিউইং আই ক্রিম ব্যবহার করবেন এতে চোখের চারপাশ হাইড্রেটেড থাকবে ,ফোলা ভাব কমবে ও চোখের চারপাশ সতেজ হবে।
  • এটি নন-কোমোডোজেনিক ও লাইট ওয়েট ফর্মুলায় তৈরি ‌ যা স্কিনের পোরস ক্লগ করে না।
  • এটি ত্বকের প্রাকৃতিক বেরিয়ার প্রোটেক্ট করে।
  • এটি ডার্মাটোলজিক্যাল টেস্টেড।
  • অ্যালকোহল ও প্যারাবেন ফ্রী যা সব ধরনের ত্বকে সুইটেবল।

COSRX Advanced Snail Peptide Eye Cream

COSRX Advanced Snail Peptide Eye Cream - 25 ml, SKU: 8809598451070

এটি বেশ জনপ্রিয় একটি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট । এতে রয়েছে ৭২% স্নেইল সিক্রেশন ফিল্ট্রেট , নিয়াসিনামাইড ও পাঁচটি বিভিন্ন ধরনের পেপটাইড কমপ্লেক্স। যা চোখের ডার্ক সার্কেল , আইপাফিনেস রিমুভ করে ও স্কিনে কোলাজেন প্রডিউস করে। চলুন এবার COSRX অ্যাডভান্সড স্নেইল পেপটাইড আই ক্রিমের উপকারিতা সম্পর্কে জেনে নেই –

  • ডার্ক সার্কেল দূর করে পাশাপাশি আই এরিয়ার স্কিনটোন ব্রাইট করে।
  • স্কিন নরম ও হাইড্রেটেড রাখে।
  • এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড।
  • এটি প্যারাবেন, সালফেট ও অ্যালকোহল ফ্রী।
  • এন্টি এজিং সাইন্স -বলি রেখা ,রিংকেলস , ফাইন লাইনস ও আইপাফিনেস রিমুভ করে।
  • এটি প্রায় সব ধরনের ত্বকে সুইটেবল।

Simple Kind To Skin Revitalizing Eye Roll-On

Simple Kind To Skin Revitalizing Eye Roll-On 15ml, SKU:8710447469378

এটি রিফ্রেশিং জেল ফর্মুলায় তৈরি যা স্কিনে এপ্লাই করার সঙ্গে সঙ্গে আই এরিয়ার টায়ার্ডনেস রিমুভ হয় ও স্কিন আরো সতেজ হয়ে ওঠে। এতে রয়েছে প্রো- ভিটামিন B5 ফর্মূলা , গ্লিসারিন, শসা ও লুপিন এক্সট্রাক্ট যা ডার্ক সার্কেল ,আইপাফিনেস রিমুভ করে ও স্কিনকে সতেজ করে তোলে। রেগুলার রাত জেগে স্ক্রিনে দীর্ঘ সময় ধরে যারা কাজ করেন তাদের চোখের টায়ার্ডনেস ইন্সটেন্টলি দূর করতে কিন্তু এই সিম্পল কাইন্ড টু স্কিন রেভিটালাইজিং আই রোল বেশ কাজে দেবে। চলুন এবার এর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই –

  • এতে রয়েছে রিফ্রেসিং ফর্মূলা যা চোখের চারপাশে রোল অন করার সাথে সাথেই আই এরিয়ায় ইন্সটেন্টলি সতেজ অনুভূতি প্রদান করে।
  • ডার্ক সার্কেল ,আইপাফিনেস রিমুভ করে।
  • ত্বককে নরম ও হাইড্রেটেড রাখে।
  • এটি প্যারাবেন, সালফেট ও অ্যালকোহল ফ্রী ।
  • এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড।
  • এটি স্কিনে খুব দ্রুত শোষিত হয় ।
  • এটি প্রায় সব ধরনের ত্বকে উপযোগী।

Bioderma Sensibio Eye Contour Gel

Bioderma Sensibio Eye Contour Gel - 15ml, SKU: 3401346673335

এই আই জেলটি মেইনলি সেনসিটিভ স্কিনের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে হায়ালুরোনিক এসিড ও ক্যাফেইন যা আই এরিয়ার ডার্ক সার্কেল ,আইপাফিনেস,রিংকেলস রিমুভ করে ও স্কিনকে হাইড্রেটেড রাখে।মেকআপ ও কন্টাক্ট লেন্স ব্যবহারের পূর্বে বায়োডার্মা সেনসিবায়ো আই কন্টোর জেল ব্যবহার করলে এটি স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে ও ইরিটেশন এবং আইপাফিনেস রিমুভ করে । এটি একটি ডক্টর রিকমেন্ডেড আইকেয়ার জেল। উপকারিতা-

  • আন্ডার আই এরিয়ার কালচে ভাব কমায়।
  • আই এরিয়ার স্কিন খুবই পাতলা হয় , তবে নিয়মিত বায়োডার্মা সেনসিবায়ো আই কন্টোর জেল ব্যবহারে আই এরিয়ার স্কিন টাইট হয়।
  • স্কিনের ড্রাইনেস দুর করে স্কিনকে নরম ও হাইড্রেটেড রাখে।
  • আইপাফিনেস ,রিংকেলস ও ফাইন লাইনস রিমুভ করে।
  • এটি নন-কোমোডোজেনিক ও লাইট ওয়েট ফর্মুলায় তৈরি ‌ যা স্কিনের পোরস ক্লগ করে না। তাই মেকআপের পূর্বে প্রাইমার হিসেবেও এটি ব্যবহার করা যায়।
  • এটি অ্যালকোহল ফ্রী ।
  • এটি ডার্মাটোলজিকেলি টেস্টেড যা সেনসিটিভ স্কিনে কোন প্রকার ইরিটেশন প্রোভাইড করে না।

Boots Essentials Cucumber Eye Gel

Boots Essentials Cucumber Eye Gel 15ml, SKU:5045098968967

এতে রয়েছে গ্লিসারিন, শসার নির্যাস ও ভিটামিন ই। যা চোখের নিচের কালো দাগ ও বলিরেখা রিমুভ করে। চোখের চারপাশ রিফ্রেস রাখে ও চোখের নিচের ফোলা ভাব কমায়। এটি একটি লাইটওয়েট ফর্মূলার আইজেল।এবার এই আই জেলটির কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই –

  • এটি চোখের নিচের কালো দাগ রিমুভ করে।
  • আইপাফিনেস ও বলিরেখা দূর করে।
  • স্কিনকে হাইড্রেটেড ,সফট ও ব্রাইট করে।
  • আই এরিয়ায় সতেজ ও রিফ্রেশিং অনুভূতি প্রোভাইড করে।
  • এটি লাইট ওয়েট,জেল বেসড ফর্মুলায় তৈরি যা ত্বকে দ্রুত শোষিত হয়।
  • এটি জেল বেসড হওয়ায় মেকআপের পূর্বে প্রাইমার হিসেবেও ব্যবহার করা যায়।
  • এটি সব ধরনের ত্বকেই সুইটেবল।

এই তো জানিয়ে দিলাম, চোখের যত্নে সেরা ৫টি আই ক্রিম সম্পর্কে। আশা করি, এখান থেকে আপনার স্কিনের কনসার্ন অনুযায়ী সঠিক আই ক্রিম বেছে নিতে অসুবিধা হবে না। বিভিন্ন ব্র্যান্ডের অথেনটিক আই ক্রিম পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *