ত্বকের যত্ন

সিম্পল ফেসিয়াল ওয়াশ ব্যবহারের নিয়ম ও উপকারিতা।

সিম্পল ফেসিয়াল ওয়াশ ব্যবহারের নিয়ম

ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রায়ই বিরম্বনায় ভুগি, যে আমরা কোন ফেসওয়াশ আমাদের ত্বকে ব্যবহার করব ?
বিশেষ করে যাদের স্কিন টাইপ সেনসিটিভ, সেক্ষেত্রে তো অনেক ভেবেচিন্তে ত্বকের জন্য উপযোগী ফেসিয়াল প্রোডাক্ট ব্যবহার করতে হবে।

সেক্ষেত্রে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ ব্যবহারে ত্বকের অনেক বেনিফিট হয়।

সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ কেন ব্যবহার করব:

যাদের স্কিন টাইপ সেনসিটিভ অর্থাৎ যাদের স্কিনে অল্পতেই রেস, চুলকানি আরো নানা ধরনের স্কিন সমস্যা দেখা দেয় তাদের জন্য সিম্পল রেফ্রেসিং ফেসিয়াল ওয়াশ ব্যবহার করা হয়। কারণ সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশে ক্ষতিকর উপাদান নেই, যা ত্বকের ক্ষতি করে। সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশটি সেনসিটিভ স্কিনের পাশাপাশি নরমাল স্কিনেও ব্যবহার করতে পারবেন।

সিম্পল রিফ্রেসিং ফেসিয়াল ওয়াশব্যবহারে কি বেনিফিট পাওয়া যায় :

simple face wash 2024
  • যাদের খুব বেশী একনি‌ সমস্যা আছে ,তাদের ক্ষেত্রে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ ব্যবহারে একনি সমস্যা দূর হবে।
  • সিম্পল রিফ্রেসিং ফেসিয়াল ওয়াসে আছে Pro- Vitamin B5 ,যা স্কিনকে ভেতর থেকে ডিপলি ক্লিন করে।
  • যাদের ত্বক অয়েলি, সেনসিটিভ ,ব্রণ আছে অর্থাৎ যাদের একনি প্রবলেম আছে ,এমন স্কিন টাইপে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ ব্যবহার উপযোগী।
  • এই ফেসিয়াল ওয়াশ ব্যবহারে ত্বকের ওয়েল রিমুভ হয়।
  • স্কিনকে সফট এবং ময়শ্চারাইসড করে।
  • এই ফেসিয়াল ওয়াশটি ১০০% সোপ ফ্রি, জেল ফর্মুলায়‌ তৈরি।
  • স্কিনকে সতেজ এবং মসৃণ করে ।
  • এই ফেসিয়াল ওয়াশটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী।
  • এতে কোন কৃত্রিম সুগন্ধি, রং এবং ত্বকের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই।
  • এটা ব্যাবহারে চর্মরোগ জাতীয় কোনো প্রতিক্রিয়া হয় না ।এটি ক্লিনিকেলি পরীক্ষিত।
  • এটা মুখের ময়লা, মেকআপ এবং ওয়েল রিমুভ করে ত্বককে আরো সতেজ রাখে।

ব্যবহারের নিয়ম:

Face Wash - Skin

পরিষ্কার পানি দিয়ে মুখ ভিজিয়ে নিন। সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ এর টিউব থেকে অল্প পরিমাণ ফেসওয়াস নিয়ে হাতের তালুতে ঘষে ফেনা তৈরি করুন। আঙ্গুলের সাহায্যে মুখ এবং গলায় ফেসওয়াস টি মেসেজ করুন কিছুক্ষণ। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন সকালে এবং রাতে দুইবার ব্যবহার করুন।

ব্যবহারের পূর্ব সতর্কতা:

  • এটি বাহ্যিক ব্যবহারের জন্য।
  • চোখের এরিয়াতে সতর্কতার সাথে ব্যবহার করবেন।
  • কাটা ছেড়া ত্বকে ব্যবহার করা যাবে না।
  • শিশুদের নাগালের বাইরে রাখুন।

প্যাচ টেস্ট:

ব্যবহারের পূর্বে আঙ্গুলে অল্প পরিমাণে ফেসিয়াল ওয়াশ ঘষে ধুয়ে ফেলুন।২৪ ঘন্টা অপেক্ষা করুন কোন প্রতিক্রিয়া হয় কিনা। যদি এলার্জিজনিত কোন প্রতিক্রিয়া না হয় তাহলে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।

আরো জানুন, তৈলাক্ত ত্বকে ব্রণ দূর করার বিভিন্ন কার্যকরী উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *