মেকআপ

W7 12 Hour HD ফাউন্ডেশন ব্যবহারের নিয়ম।

W7 12 Hour HD ফাউন্ডেশন

W7 12 Hour HD ফাউন্ডেশন হলো যুক্তরাজ্যের (W7) ব্র্যান্ডের একটি পপুলার প্রোডাক্ট । এটি প্রফেশনাল আর্টিস্ট থেকে শুরু করে প্রায় সকল বয়সীদের কাছে খুবই ফেভারিট। সবার পছন্দ তো এক না, অনেকেই আছেন যারা ফুল কভারেজের মেকআপ লুক পছন্দ করে, আবার অনেকেই আছে যারা ন্যাচারাল অথবা মিডিয়াম লুক পছন্দ করে। এই আলাদা আলাদা মেকাপ লুক ক্রিয়েট করার জন্য আলাদা আলাদা কভারেজের ফাউন্ডেশন না কিনে W7 এর এই একটি মাত্র ফাউন্ডেশন ব্যবহার করে ক্রিয়েট করতে পারবেন রেগুলার লাইফ স্টাইলে- স্কুল ,কলেজ কিংবা অফিসে যাওয়ার ন্যাচারাল মেকআপ লুক থেকে শুরু করে বিয়ে বাড়ি বা পার্টিতে এটেন্ড করার ভারী বা ফুল কভারেজের মেকআপ লুক। এটা দিয়ে যার যে লুক পছন্দ সেটাই ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। আর তাই তো এই ফাউন্ডেশনটি সবারই খুব পছন্দ।

W7 ফাউন্ডেশন এর বেনিফিট

  • এই ফাউন্ডেশনটি সব ধরনের স্কিনের জন্য উপযুক্ত, তবে অয়েলি স্কিনের জন্য এটি পারফেক্ট।
  • এটি ত্বকে ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করে।
  • এটি স্কিনে খুবই ইজিলি ব্লেন্ড হয়।
  • এটি ত্বকে দীর্ঘ সময় থাকে, এটি প্রায় ১২ ঘন্টা পর্যন্ত স্কিনে স্টেই করে।
  • এটা দিয়ে মিডিয়াম টু ফুল কভারেজের মেকআপ লুক ক্রিয়েট করা যায়।
  • এই ফাউন্ডেশনের টেক্সচার – ক্রিমি,স্মুথ ও ম্যাট প্রকৃতির।
  • মান অনুযায়ী খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়।

W7 ফাউন্ডেশন ব্যবহারের নিয়ম

  • প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে।
  • এবার পরিষ্কার ত্বকে হাতের তালুতে অল্প পরিমাণে প্রাইমার নিয়ে ফুল ফেইসে এপ্লাই করে নিতে হবে।
  • কিছুক্ষণ পর W7 এর ফাউন্ডেশনটি নিয়ে গালে, কপালে ও নাকে ডট আকারে লাগাতে হবে।
  • এবার একটি মেকআপ ব্রাশ কিংবা ব্লেন্ডার পাফ দিয়ে ভালো ভাবে ফাউন্ডেশন পুরো ফেইসে ব্লেন্ড করে নিতে হবে।
  • আপনার যদি মিডিয়াম কভারেজের মেকআপ লুক প্রয়োজন হয় তাহলে এক লেয়ার এপ্লাই করলে মিডিয়াম কভারেজ পাবেন।
  • আর যারা ফুল কভারেজের ভারি মেকআপ পছন্দ করেন তারা , এক লেয়ার মিডিয়াম কভারেজে এপ্লাই করার ২-৩ মিনিট পর আরেকটা লেয়ার দিবেন। এতে আপনার মেকআপ লুক ফুল কভারেজের হবে।

W7 ফাউন্ডেশন এর শেইড বাছাই করার সঠিক পদ্ধতি

W7 12 Hour HD Foundation

ত্বকের সাথে মানানসই, সঠিক শেইডের ফাউন্ডেশন ব্যবহার না করলে মেকআপ লুক ফুটে ওঠে না ও দেখতেও খারাপ লাগে। তাই সঠিক শেইড বাছাই করার নিয়ম জানতে হবে। চলুন জেনে নেই।

প্রথমে আপনার স্কিন টোন ও আন্ডারটোন সম্পর্কে জানতে হবে।

স্কিন টোন:

প্রথমে আপনাকে বুঝতে হবে, আপনার গায়ের রং কোনটি- ফর্সা, মাঝারি নাকি শ্যামলা।
এরপর আপনার আন্ডারটোন সম্পর্কে জানতে হবে।

আন্ডারটোন:

Cool (ঠান্ডা) – নীল বা গোলাপি আভা
Warm (উষ্ণ) – হলুদ বা সোনালি আভা
Neutral (নিউট্রাল) – ঠান্ডা ও উষ্ণ আন্ডারটোনের সংমিশ্রণ।

W7 12 Hour HD Foundation এর শেইড

W7 12 Hour HD Foundation এর Cream Brule,Suede,Golden ও Honey এই চারটি শেইড সবার কাছে খুবই পপুলার।

Cream Brule:

এটি ফর্সা স্কিন টোনের জন্য উপযুক্ত। যাদের গায়ের রং ফর্সা ও পিঙ্ক আন্ডারটোনের তাদের ত্বকের জন্য এই শেইড খুবই মানানসই।

Suede :

এই শেইডটি মাঝারি বা লাইট ব্রাউন স্কিন টোনের নিউট্রাল বা উষ্ণ আন্ডারটোনের ত্বকের জন্য উপযোগী।

Golden:

এটি মাঝারি স্কিন টোনের হলুদ আভা বা উষ্ণ আন্ডারটোনের ত্বকের জন্য পারফেক্ট শেইড।

Honey:

এই শেইডটি মাঝারি থেকে শ্যামলা স্কিন টোনের, নিউট্রাল আন্ডারটোন টাইপের ত্বকের জন্য উপযুক্ত।

স্কিনটোন ও আন্ডারটোন দেখে যদি না বুঝতে পারেন তাহলে, আপনার গলায় বা চোয়ালের কাছে সামান্য পরিমাণ ফাউন্ডেশন লাগিয়ে প্রাকৃতিক আলোর সংস্পর্শে গিয়ে টেস্ট করুন , ত্বকের সাথে মিলছে কিনা।

পরিশেষে একটা কথাই বলবো, মেকআপ ফ্ললেস রাখতে ব্লেন্ডিং এর কিন্তু বিকল্প নেই। কারণ যত বেশি ব্লেন্ড করবেন, মেক-আপ তত বেশি সুন্দর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *