ডার্ক স্পট সিরাম এর সঠিক ব্যবহার ও উপকারিতা জানুন।
নিজেকে সুন্দর রাখতে কে না চায়। তবে ফেইসে যদি থাকে ডার্ক স্পট তাহলে সৌন্দর্য যেন অনেকাংশে কমে যায়। আমরা কাজের তাগিদে কিংবা স্কুল-কলেজের প্রয়োজনে রেগুলার বাইরে যাই এবং বাইরের এই প্রখর রোদ ও ঘরে ,বাইরে থাকা ধূলোবালি আমাদের ত্বককে ড্যামেজ , নির্জীব ও নিষ্প্রাণ করে ফেলে । ফলে ত্বকে দেখা দেয় ব্রন,ছোপ ছোপ কাল দাগ ও পিগমেন্টেশনের মতো সমস্যা।
সাধারণ ফেসওয়াশ বা সোপ এক্ষেত্রে ভালো কাজে আসে না। এই অবস্থায় ত্বকের যত্নে কি করবেন, সেটাই তো ভাবছেন। এই সমস্যা সমাধানে (Axis-Y Dark Spot Serum)এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম ব্যবহার করে দেখতে পারেন। কারণ এটি স্কিনের ব্রণ, মেছতাসহ যেকোন দাগ দূর করবে, এবং চেহারাকে ভেতর থেকে গ্লোয়িং করে তুলবে। এই জাদুকরি প্রোডাক্ট সম্পর্কে অনেকেই হয়তো সঠিক তথ্য জানেন না। তাই আজকের ফিচারে আমরা জানবো এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম কি ধরনের পণ্য ও এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম ব্যবহারে উপকারিতা সম্পর্কে । চলুন জেনে নেই।
এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম কি ধরনের পণ্য ?
এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম একটি নিয়াসিনামাইড-ভিত্তিক ফেইস সিরাম। এটি ব্যবহারে ত্বকের যেকোনো প্রকারের কালো দাগ , মেছতা ও পিগমেন্টেশন স্থায়ীভাবে দূর হয়। এটি বর্তমান বাজারের সবচেয়ে সেরা কোরিয়ান প্রোডাক্ট।
স্কিনকেয়ারের জন্য কোরিয়ান প্রোডাক্টের কিন্তু আলাদা চাহিদা আছে কারন আমরাও চাই কোরিয়ানদের মতো ফর্সা, দাগহীন সুন্দর ফেইস।এতে আছে ৫% niacinamide যা ত্বকের ডার্ক স্পট, পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করে। এতে আরো রয়েছে স্কোয়ালেন, রাইস ব্র্যান এক্সট্র্যাক্ট,পাপায়া এক্সট্রাক্ট এবং রোজমেরী অয়েল যা ত্বকের সান ড্যামেজ ও পিগমেন্টেশন রিমুভ করে। স্কিনের ড্যামেজ রিপেয়ার করে ও স্কিনকে করে হেলদি ও ব্রাইট ।
ডার্ক স্পট সিরাম ব্যবহারে উপকারিতা
- এটি ত্বকের যেকোনো প্রকারের কালো দাগ ও পিগমেন্টেশন রিমুভ করে।
- এটি নন কোমডোজেনিক সিরাম ।যা সব ধরনের ত্বকেই সুইটেবল।
- এটি স্কিনের পোরস ক্লগ করে না।
- স্কিনকে ব্রাইট ও সফট করে ।
- ব্রণ , মেছতা, পিগমেন্টেশন ও পিম্পলের দাগ রিমুভ করতে সাহায্য করে।
- এটি হালকা ফর্মুলায় তৈরি যা ত্বকের গভীরে গিয়ে ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড ও ময়শ্চারাইজড রাখে।
- ত্বকের সান ট্যান বা সান ড্যামেজ রিপেয়ার করে।
- এটি অ্যালকোহল ও প্যারাবেন ফ্রি।
- চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল রিমুভ করে।
- ত্বকের ইনফ্লামেশন ইরিটেশন রিমুভ করে।
- ব্রণ, ব্রেক আউট, ডালনেস ও রেডনেস প্রিভেন্ট করে।
উপাদানসমূহ
এতে রয়েছে ৫% নিয়াসিনামাইড যা ত্বকের পিগমেন্টেশন দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও রয়েছে স্কোয়ালেন, গ্লিসারিন ও সোডিয়াম হায়ালুরোনেট যা ত্বককে রাখে হাইড্রেটেড,গ্লোয়িং ও সফট। আরো রয়েছে রাইস ব্র্যান এক্সট্র্যাক্ট , পেঁপে নির্যাস ও ক্যালেন্ডুলা ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট যা ত্বকের সান ড্যামেজড রিপেয়ার করে, চোখের নিচের কালো দাগ রিমুভ করে, পিগমেন্টেশন ও ব্রণের দাগ কমায় ও ত্বককে করে সফট ও ব্রাইট।
ডার্ক স্পট সিরাম ব্যবহারের নিয়ম
সঠিক ব্যবহারেই সঠিক ফলাফল পাওয়া সম্ভব। ব্যবহার পদ্ধতি যদি সঠিক না হয় তাহলে ভালো ফলাফল আশা করা যায় না। অনেকেই আছে, যারা সঠিক নিয়মে স্কিন কেয়ার করে না। ফলস্বরূপ স্কিনে আশানুরূপ বেনিফিট তো আসেই না উল্টো স্কিনের অনেক ড্যামেজ হয়। আশা করি ,যারা ত্বকের কালো দাগ, পিগমেন্টেশন,মেছতা বা ব্রনের দাগ থেকে মুক্তি পেতে এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম ব্যবহার করতে চাইছেন অথবা ব্যবহার করছেন তারা আজকের ফিচারটি দ্বারা উপকৃত হবেন। চলুন জেনে নেই অ্যাক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে ।
- প্রথমেই স্কিন ক্লিনজার দিয়ে পরিষ্কার করতে হবে ।তারপর ক্লিন ফেইসে আপনার পছন্দের টোনার এপ্লাই করে নিবেন।
- টোনিং করার কিছুক্ষণ পর হাতের তালুতে পর্যাপ্ত পরিমাণে এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম পাম্প করে নিন। এবার এটি আপনার শুষ্ক ত্বকে আলতো হাতে ম্যাসাজ করে ফুল ফেইসে এপ্লাই করে নিন।
- এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম যদি দিনের বেলায় ব্যবহার করেন তাহলে অবশ্যই এটি ব্যবহারের পর ত্বকে সানস্ক্রিন এপ্লাই করবেন।
- এটি সকালে স্পট ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করুন । আরো ভালো ফলাফলের জন্য রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করুন।
এই সিরামটির উপকারিতা কিন্তু রাতারাতি পাবেন না। এটি আস্তেধীরে সময় নিয়ে কাজ করে। নিয়মিত দুই থেকে তিন মাস ব্যবহারেই পাবেন দাগহীন, উজ্জল ত্বক। অরিজিনাল এক্সেস ওয়াই ডার্ক স্পট সিরাম পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।