চুলের যত্নে কোন তেল কী কাজ করে এবং সবচেয়ে উপকারী কোনটি?
প্রাচীন কাল থেকেই চুলের যত্নে নানা রকমের তেল ব্যবহার হয়ে আসছে। চুলকে স্বাস্থ্যজ্জ্বল ,ঘন ও শাইনি রাখতে তেল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের তেলের সঙ্গে জড়িয়ে আছে ছোটবেলার অনেক স্মৃতি । আমরা যখন চুলের যত্ন নিজে নিজে নিতে পারতাম না, তখন মা তার স্নেহের হাত দিয়ে চুলে তেল মাখিয়ে বেনি গেঁথে দিতো আর কত যে গল্প শোনাত। যা ভেবেই নস্টালজিক হয়ে যাই। তবে আগেকার দিনে সবাই, চুলের যত্ন বলতে শুধু, নারিকেল তেলকেই বুঝতো।
কিন্তু বর্তমানে আমরা হেয়ার কেয়ার নিয়ে সবাই খুব বেশি সচেতন, আর তাই আমরা নারিকেল তেলের পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক হেয়ার অয়েল সম্পর্কে সঠিক তথ্য জেনে, বুঝে ব্যবহার করি। কারণ সারা বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল ভেদে চুলের যত্নে প্রচলিত আছে, অনেক রকমের তেল। যেমন – নারিকেল তেল,টি ট্রি অয়েল,ক্যাস্টর অয়েল,আর্গান অয়েল,আলমন্ড অয়েল,অলিভ অয়েল ও অনিয়ন অয়েল এবং এই তেল গুলোর রয়েছে আলাদা আলাদা গুণ ও কার্যকারিতা। কোন তেলের কার্যকারিতা কী? এটা নিয়েও থাকে অনেক প্রশ্ন! তাই আজকের ফিচারে আমি চুলের যত্নে কোন তেল কীভাবে কাজ করে এবং চুলের জন্য সবচেয়ে উপকারী কোনটি? এটা নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে চলুন জেনে নেই।
নারিকেল তেল
চুলের যত্নে নারিকেল তেল খুবই কার্যকর। এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, ফ্যাটি অ্যাসিড,লরিক অ্যাসিড ও প্রোটিন। যা চুলকে গভীর থেকে পুষ্টি যোগায়, চুলের গোড়া মজবুত করে ও চুলকে স্বাস্থ্যজ্জ্বল রাখে। ড্যামেজড হেয়ার ময়েশ্চারাইজড ও শাইনি করে। এর ফলে চুলে সিল্কি, শাইনি ইফেক্ট দেখা যায়। হিট ও কেমিক্যালি ড্যামেজড চুলের যত্নে এটি অত্যন্ত মানানসই। এতে থাকা লরিক অ্যাসিড মাথার স্ক্যাল্প ইনফ্ল্যামেশন থেকে সুরক্ষা দেয়। খাঁটি নারিকেল তেলের টেক্সচার কিছুটা থিক, তাই এটি প্রি শ্যাম্পু অয়েল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। চুলের যত্নে সপ্তাহে দুই থেকে তিনবার খাটি নারিকেল তেল ব্যবহারে চুল হবে স্বাস্থ্যজ্জ্বল ,ঘন ও শাইনি।
নারিকেল তেল: RiBANA Organic Coconut Oil, Skin Cafe Coconut Oil
টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল এক ধরনের প্রাকৃতিক অ্যাসেনশিয়াল অয়েল। যা Melaleuca alternifolia নামক প্ল্যান্ট থেকে এক্সট্র্যাক্ট করা হয়। এটি চুলের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিসেপটিক,অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ। যা স্ক্যাল্পকে মাইক্রোবিয়াল ইনফেকশন আর ইচিনেস থেকে সুরক্ষিত রাখে। স্ক্যাল্প একনে, ড্যানড্রাফ ও হেয়ার ফল সমস্যা থেকে মুক্তি পেতে আপনার ব্যবহৃত যেকোনো অয়েলের সাথে ২/৩ ড্রপ টি ট্রি অয়েল মিক্স করে মাথায় এপ্লাই করবেন ।
টি ট্রি অয়েল: Skin Cafe 100% Natural Essential Oil Tea Tree, The Body Shop Tea Tree Oil
ক্যাস্টর অয়েল
এটি খুবই থিক টেক্সচারের একটি প্রাকৃতিক অয়েল। যা Ricinus communis নামক প্ল্যান্ট এর শীড থেকে তৈরি করা হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট,প্রোটিন,অ্যান্টি- ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল প্রপার্টিজ যা স্কেল্পের খুশকি ও ইনফেকশন প্রতিরোধ করে। ড্যামেজ চুল রিপেয়ার করে, চুল পড়া কমায় ,চুলকে লম্বা ও ঘন করে। চুলের ময়েশ্চার লক করে শাইনি, মসৃণ ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে এটি খুবই কার্যকর।
ক্যাস্টর অয়েল: Sunny Isle Extra Dark Jamaican Black Castor oil, RiBANA Organic Castor Oil
আলমন্ড অয়েল
চুলকে স্বাস্থ্যকর ও ঘন রাখতে এটি খুবই কার্যকরী একটি হেয়ার অয়েল। আলমন্ড অয়েল বা বাদাম তেল Sweet Almond থেকে তৈরি করা হয়, যা মাথার স্কেল্পের অতিরিক্ত হেয়ার ফল প্রতিরোধ করে নতুন বেবী হেয়ার গজাতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন ই, এ , ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ। এটি নিয়মিত ব্যবহারে স্কেল্পের ইচিনেস রিমুভ হবে ও চুলকে করবে নরম, মসৃণ ও উজ্জ্বল।
আলমন্ড অয়েল: Ribana Organic Almond Oil, Skin Cafe Cold Pressed Almond Oil
অলিভ অয়েল
এটি অলিভ বা জলপাই থেকে তৈরি করা হয়। চুলের যত্নে খাঁটি বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করলে অনেক বেশি উপকার পাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা চুলের গোড়া মজবুত করে এবং খুশকি দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে আপনার ড্যামেজ হেয়ার রিপেয়ার হবে,চুল দ্রুত লম্বা হবে ও উজ্জ্বলতা বাড়বে।
অলিভ অয়েল: RiBANA Organic Olive Oil, Skin Cafe Olive Oil
অনিয়ন অয়েল
অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল চুলের যত্নে খুবই উপকারী। এতে রয়েছে -সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই, মিনারেল,অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ যা স্কেল্পের ড্যানড্রাফ ,ইচিনেস ও ইনফেকশন দূর করে। পেঁয়াজের রসের মধ্যে রয়েছে সালফার , যা চুলের জন্য প্রয়োজনীয় কেরোটিনের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে এবং এতে চুলের গোড়া শক্ত হয় ও চুল দ্রুত বৃদ্ধি পায়। এছাড়াও এটি ব্যবহারে চুল সিল্কি হয়,নতুন চুল গজায়,চুলের আগা ফাটা রোধ হয় ও এটি চুলের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে অকালে চুল পাকা বন্ধ করে।
অনিয়ন অয়েল: Ribana Onion Seed Oil
চুলের যত্নে সবচেয়ে উপকারী কোনটি?
চুলের যত্নে – নারিকেল তেল, টি ট্রি অয়েল, ক্যাস্টর অয়েল, আর্গান অয়েল, আলমন্ড অয়েল, অলিভ অয়েল ও অনিয়ন অয়েল এই সবগুলোই কার্যকর। কারণ উপরে উল্লেখিত সব তেলই প্রাকৃতিক উৎস থেকে তৈরি। সবগুলোরই রয়েছে ভিন্ন কাজ ও উপকারিতা। আপনার জন্য কোন তেল ভালো কাজ করবে তা নির্ভর করে আপনার চুলের অবস্থা ও প্রয়োজনের ওপর। যেমন- আপনার যদি অনেক বেশি হেয়ার ফলের সমস্যা থাকে তাহলে, আপনি হেয়ার ফল কমাতে ব্যাবহার করবেন অনিয়ন অয়েল ,ক্যাস্টর অয়েল ও নারিকেল তেল। \
করন এগুলো আপনার চুলের গোড়া মজবুত করে হেয়ার ফল কমাতে সাহায্য করবে। চুল যদি ড্যামেজ ও নিষ্প্রাণ থাকে তাহলে ব্যবহার করতে হবে অলিভ অয়েল, আর্গান অয়েল ও আলমন্ড অয়েল। কারণ এগুলো চুলের ড্যামেজ রিপেয়ার করে ও চুলকে করে নরম,মসৃন ও শাইনি। এছাড়াও স্কেল্প ইনফেকশন, ড্যানড্রাফ ও ইচিনেসের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে হবে -টি ট্রি অয়েল ও অলিভ অয়েল।
চুলের যত্নে ব্যবহৃত প্রতিটি তেলেরই রয়েছে আলাদা উপকারিতা। তাই আপনার চুলের পারফেক্ট তেল কোনটি? তা সিলেক্ট করতে, জানতে হবে চুলের কারেন্ট কন্ডিশন সম্পর্কে। আশা করি আজকের ফিচারে উল্লেখিত তথ্য অনুসারে, আপনার চুলের যত্নে কোনটি বেশি উপকারী হবে,তা সিলেক্ট করতে পারবেন খুব সহজেই। চুলের যত্নে ব্যবহৃত বিভিন্ন অয়েল ও এসেন্সিয়াল অয়েলসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রোডাক্ট পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।