মেহেদী

মেহেদী ডিজাইন ২০২৫। মেহেদী দেওয়ার আগে করণীয়?

mehedi designs

ঈদ কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এটেন্ড করার আগে হাতে মেহেদি লাগানোর প্রচলন প্রায় শত বছরের। আমাদের কালচারে মেহেদী নিয়ে রয়েছে নানা কৌতুক ও সংস্কার , আমাদের দাদী, নানীরা বলে থাকেন যার হাতের মেহেদীর রং যতো গাঢ় হবে তার জীবনসঙ্গী নাকি, তাকে ততো বেশি ভালোবাসবে।‌ এমন কৌতুক দাদী নানীদের মুখে অনেক শোনা যায়। মেয়েরা স্বভাবতই হাতে মেহেদী রাঙ্গাতে পছন্দ করে। ঈদের আগের দিন রাতে,মেয়েরা দলবেঁধে হাতে মেহেদি লাগায়। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে আবার কেউ নিজের হাতে নিজেই‌ সুন্দর ডিজাইন করে মেহেদী ফুটিয়ে তোলে। দুহাত রাঙানো মেহেদীর ডিজাইন দেখতেও বেশ সুন্দর লাগে।

মেহেদী ডিজাইন ২০২৫

কিন্তু বর্তমান বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা কেমিক্যালযুক্ত নকল মেহেদি বাজারজাত করে। যা ব্যবহার করে ত্বক পুড়ে যাওয়া থেকে শুরু করে অ্যালার্জি, র‌্যাস এমনকি ফোস্কা পরার ঘটনাও ঘটে। তাই মেহেদী কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। চলুন জেনে নিই –

কেমিক্যালযুক্ত মেহেদী এড়িয়ে চলুন

কেমিক্যালযুক্ত মেহেদীতে PPD (Para-Phenylenediamine)নামক ক্ষতিকর রাসায়নিক থাকে যা একজিমা ও তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে ত্বক লালচে হয়ে চুলকানি, ফুসকুরি ও ফোস্কা পড়ে। যদি এই ক্যামিক্যালযুক্ত মেহেদী ভুলবশত শরীরের ভেতর প্রবেশ করে তাহলে- চোখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট বা মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হয় এবং এটি পরবর্তীতে প্রাণঘাতী সমস্যায় রূপান্তর হতে পারে।

মেহেদী যেন জীবনের কাল না হয় তাই মেহেদী কেনার আগে অবশ্যই কেমিক্যাল মুক্ত মেহেদী কিনবেন। তবে কীভাবে বুঝবেন কোন মেহেদীতে কেমিক্যাল আছে বা নেই । তাই এই ফিচারে জেনে নিন কেমিক্যালযুক্ত ও প্রাকৃতিক বা হারবাল মেহেদী চেনার উপায় সম্পর্কে।

কেমিক্যাল যুক্ত মেহেদী চেনার উপায়

কেমিক্যালযুক্ত মেহেদীর রং সাধারণত কালো ও গাঢ় লাল রঙের হয় এবং হাতে দেওয়ার সাথে সাথে দ্রুত রং আসে। এগুলোতে PPD (Para-Phenylenediamine)এর মতো বিভিন্ন কেমিক্যাল রাসায়নিক মিক্স থাকে তাই এগুলো থেকে তীব্র গন্ধ আসে ও মেহেদী উঠলে ত্বকে লালচে বা কালচে দাগ থেকে যায়। কেমিক্যালযুক্ত মেহেদী ব্যবহারে অনেকের চুলকানি, জ্বালাপোড়া বা ত্বকে অ্যালার্জির মতো সমস্যা হয়। আশা করি এই তথ্য গুলোর উপর ভিত্তি করে কেমিক্যালযুক্ত মেহেদী সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এবং তা কেনা থেকে বিরত থাকবেন।

প্রাকৃতিক বা হারবাল মেহেদী

প্রাকৃতিক মেহেদী সাধারণত বাদামি বা হালকা সবুজ রঙের হয়। মেহেদীর প্যাকেটে যদি ন্যাচারাল হেনা লেখা থাকে তাহলে বুঝে নিবেন এটি প্রাকৃতিক বা হারবাল মেহেদী তবে এতে যে কোন কেমিক্যাল নেই তা কিন্তু নয়; এগুলোতে কেমিক্যাল খুবই কম পরিমাণে থাকে যা ত্বকের কোন ক্ষতি করে না। এছাড়াও প্রাকৃতিক মেহেদীর গন্ধ সাধারণত মাটির মতো হয় ও কালার অনেক দেরিতে আসে।

ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট দেখে কিনুন

সবকিছুই নির্দিষ্ট মেয়াদে তৈরি হয় ও মেয়াদ এক্সপায়ারড হয়ে গেলে সেটা যদি ব্যবহার করা হয় তাহলে ত্বকের অনেক ক্ষতি হয় ও মেহেদীর রং ভালো হয় না। মেহেদী কেনার আগে মেহেদীর ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট চেক করে কিনতে হবে।

বিশ্বস্ত ব্রান্ডের মেহেদী

বাজারে বিভিন্ন হারবাল মেহেদির ব্র্যান্ড রয়েছে। এগুলোর দাম কেমিক্যালযুক্ত মেহেদীর তুলনায় একটু বেশিই থাকে। কারণ ভালো মানের জিনিসের দাম একটু বেশিই হয়। দাম বেশি হলেও ভালো মানের ,বিশ্বস্ত ব্র্যান্ডের মেহেদী ব্যবহার করা উচিত। কারণ এগুলো ত্বকের কোন ক্ষতি করে না। এক্ষেত্র আমি আপনাদের সাজেস্ট করব – Kashee’s Signature Mehedi

এটি পাকিস্তানের বিখ্যাত বিউটি ব্র্যান্ড কাশী’স এর একটি পন্য। এর রং খুবই সুন্দর আসে ও এটা দিয়ে অনেক সুন্দর ভাবে মেহেদীর ডিজাইন করা যায়। এটা মেহেদি আর্টিস্টদের কাছে খুবই জনপ্রিয়।

মেহেদী দেওয়ার আগে যা করনীয়:

মেহেদীর রং সুন্দরভাবে বসাতে মেহেদি দেওয়ার আগে ত্বকের কিছু প্রাথমিক যত্ন নিতে হয় এতে মেহেদীর রং অনেক সুন্দর আসে। চলুন জেনে নিই –

  • মেহেদি দেওয়ার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
  • এবার ত্বকের মরা চামড়া তুলতে স্ক্রাবিং করতে হবে। হাতের কাছে যদি বডি স্ক্রাবিং এভেলেবেল না থাকে তাহলে ঘরোয়া পদ্ধতিতে- চিনি ও লেবুর রস মিশিয়ে ত্বকে হালকা ঘষে এটি দশ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • এবার ত্বক হালকাভাবে ময়শ্চারাইজ করুন। ত্বক যেন বেশি তেল চিটচিটে না হয় সেদিকে খেয়াল রাখুন।
  • হাতের নখ সুন্দর ভাবে কেটে লেবুর রস ও বেকিং সোডার মিশ্রণ দিয়ে হাতের নখ পরিষ্কার করুন।
  • মেহেদি দেওয়ার আগে খেয়াল রাখবেন হাত যেন পুরোপুরি শুকনো থাকে।

মেহেদী দেওয়ার আগে এভাবে ত্বকের পূর্ব প্রস্তুতি নিলে মেহেদীর রং অনেক সুন্দর আসে ও দেখতেও বেশ লাগে।

এইতো জেনে নিলাম, প্রাকৃতিক ও হারবার মেহেদী চেনার উপায় ও কিভাবে ত্বকের যত্ন নিলে মেহেদীর রং সুন্দর আসে সে সম্পর্কে। আশা করি সবাই কেমিক্যালযুক্ত মেহেদী পরিহার করবেন। এগুলো যে ত্বকের জন্য কতটা ক্ষতিকর তা তো এই ফিচারে জানলেন, তাই বিশ্বস্ত ব্রান্ডের ভালো মানের মেহেদী ব্যবহার করূন। বিশ্বস্ত ব্র্যান্ডের অথেনটিক মেহেদী সহ অন্যান্য স্কিন কেয়ার প্রডাক্ট পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *