ম্যাট লিপস্টিক লাগানোর পর ঠোঁট শুকিয়ে যাচ্ছে? জানুন সমাধান।
লিপস্টিকের প্রতি মেয়েদের একটা আলাদা দুর্বলতা আছে। কোথাও যাওয়ার সময় মেকআপ না করলেও চলে , কিন্তু ঠোঁটে লিপস্টিক সোয়াচ না করলে নিজের কনফিডেন্স লেভেল যেন,কমে যায়। তবে একটুখানি ম্যাট লিপস্টিক ঠোঁটে এপ্লাই করলে, যেকোনো হালকা সাজ – বোল্ড বা গর্জিয়াস লুকে রূপান্তর হয়ে যায় ও কনফিডেন্সও বেড়ে যায়। এছাড়াও ম্যাট লিপস্টিক ঠোঁটে সোয়াচ করলে এর রং টা ঠোঁটে খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং ওভারঅল ফুল লুক চেঞ্জ হয়ে যায়। তাইতো মেয়েদের পছন্দের তালিকায় ম্যাট লিপস্টিক এখন সবার উপরে। তবে অনেকেই ম্যাট লিপস্টিক লাগানোর পরে ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে ও লিপস্টিক গুঁড়ো গুড়ো হয়ে উঠে যাচ্ছে এমন সমস্যায় ভুক্তভোগী আছেন। তাই ম্যাট লিপস্টিক এপ্লাইয়ের পর এমন সমস্যা যেন ফেস না করতে হয়, তারই সমাধান দিব আজকের ফিচারে।
ম্যাট লিপস্টিক লাগানোর পূর্বে ঠোঁটকে প্রিপেয়ার করা
ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটকে সঠিক নিয়মে ভালোভাবে প্রিপেয়ার করতে হয়। এতে লিপস্টিকের কালার ঠোঁটে ভালোভাবে ফুটে উঠবে, ঠোঁটের শুষ্কতা কমবে ও লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে। ঠোঁটে ম্যাট লিপস্টিক এপ্লাই করার আগে খেয়াল করতে হবে, ঠোঁটে শুকনো ,মরা চামড়া আছে কিনা। কারণ ঠোঁট যদি শুকনো ও অমসৃন হয় তাহলে লিপস্টিক ভালোভাবে বসবে না, লিপস্টিক গুড়ো গুড়ো দেখাবে। তাই চলুন জেনে নেই,কি করলে ঠোট নরম ও মসৃণ হবে সে সম্পর্কে।
এক্সফোলিয়েশন
নিয়মিত ঠোঁটের যত্ন না নিলে ঠোঁট শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এতে ঠোঁট শুকিয়ে, ফেটে যায় ও অমসৃন হয়ে যায়।লিকুইড ম্যাট লিপস্টিক অমসৃণ ঠোঁটে এপ্লাই করলে লিপস্টিকের রং ভালোভাবে ফুটে ওঠে না ও লিপস্টিক গুড়া গুড়া ও শুষ্ক দেখায়। তাই ঠোঁটকে মসৃণ করতে,সপ্তাহে দুই-তিনবার Cosrx Honey Sugar Lip Scrub এর লিপ স্ক্রাব দিয়ে বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি লিপ স্ক্রাব দিয়ে ঠোঁট এক্সফোলিয়েশন করতে হবে। এতে ঠোঁটের উপর জমে থাকা মরা চামড়া রিমুভ হবে ও ঠোঁটকে মসৃণ দেখাবে।
ঘরোয়া পদ্ধতিতে লিপ স্ক্রাব ও এক্সফোলিয়েশন
১.চিনি ও মধুর লিপ স্ক্রাব
হাতের কাছে লিপ স্ক্রাব এভেইলেবল না থাকলে ঘরে বসেই, ঘরোয়া কিছু উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন লিপ স্ক্রাব। এক্ষেত্রে একটি বাটিতে ১ চা চামচ চিনি,১/২ চা চামচ মধু ও ২-৩ ফোঁটা অলিভ অয়েল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এই লিপ স্ক্রাবটি ঠোঁটে হালকা হাতে ১-২ মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটি ব্যবহারে ঠোঁটের মরা চামড়া রিমুভ হবে ও নরম হবে।
২. কফি ও নারকেল তেলের লিপ স্ক্রাব
এই স্ক্রাবটি তৈরি করতে একটি বাটিতে ১ চা চামচ পাউডার কফি ও ১ চা চামচ নারকেল তেল নিয়ে একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার মিশ্রণটি ঠোঁটে ২-৩ মিনিট রেখে ধুয়ে ফেলুন।এই স্ক্রাবটি ঠোঁটকে ডিপলি ক্লিন করবে ,ঠোঁটের ডেড সেলস রিমুভ করবে ও ঠোঁট ময়েশ্চারাইজড রাখবে।
৩. ভেজা তোয়ালে দিয়ে
তোয়ালে দিয়েও ঠোঁট এক্সফোলিয়েশন করা যায়। এক্ষেত্রে একটি নরম তোয়ালে ব্যবহার করতে হবে। এবার তোয়ালেটি হালকা গরম পানিতে ভিজিয়ে এটা দিয়ে ঠোঁটের উপরের অংশে আলতোভাবে ঘষলেই মৃত চামড়া রিমুভ হয়ে যাবে।
৪.টুথব্রাশ দিয়ে
ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়ে নরম ব্রিসলযুক্ত টুথব্রাশ হালকা গরম পানিতে ভিজিয়ে এটা দিয়ে আস্তে আস্তে বৃত্তাকার ভাবে ২-৩ মিনিট ঘষুন।এভাবে করলে ঠোঁটের মরা চামড়া রিমুভ হবে ও ঠোঁট হবে নরম ও মসৃণ।
লিপস্টিক এপ্লাইয়ের পূর্বে লিপবাম ব্যবহার
এক্সফোলিয়েশন করার পর ঠোঁট শুষ্ক হয়ে যায় তাই ঠোঁটকে ময়েশ্চারাইজড করতে ব্যবহার করতে হবে ভালো ব্র্যান্ডের লিপ জেল বা লিপ বাম।এটি ঠোঁটকে নরম ও হাইড্রেটেড রাখবে। ঠোঁটে লিপ বাম ভালোভাবে শোষিত হতে পাঁচ মিনিট অপেক্ষা করুন।
লিপ প্রাইমার বা ফাউন্ডেশন
এটি ম্যাট লিপস্টিককে লং লাস্টিং রাখতে সাহায্য করে। প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা ঠোঁটে লিপ প্রাইমার বা ফাউন্ডেশন এপ্লাই করে কারণ এতে লিপস্টিকের আসল শেইড ফুটে ওঠে। তাই ঠোঁটে ম্যাট লিপস্টিক এপ্লাই এর আগে ঠোঁট ময়শ্চেরাইজড করার পর লিপ প্রাইমার বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে হবে । এটি ঠোঁটের ন্যাচারাল কালার হাইড করে লিপস্টিকের আসল শেইড ফুটিয়ে তোলে।
লিপ লাইনার ব্যবহার
ঠোঁটের আকার , ঠোঁটের এরিয়ায় স্মাজপ্রুফ ও ব্লিডিং এড়াতে ম্যাট লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার ব্যবহার করতে হবে। এতে ঠোটের আকার ও গঠন সুন্দর দেখাবে এবং লিপস্টিকও দীর্ঘস্থায়ী হবে।
হালকা হাতে ম্যাট লিপস্টিক এপ্লাই
লিপস্টিক সরাসরি না লাগিয়ে,একটি ব্রাশ ব্যবহার করে হালকা হাতে পাতলা করে ঠোঁটে এপ্লাই করুন। লিপস্টিকের শেইড আরো গাঢ় ভাবে পেতে চাইলে প্রথম লেয়ারআপের পর ঠোঁটের উপর একটি টিস্যু পেপার দিয়ে হালকা প্রেস করে , পুনরায় লিপস্টিক আস্তে আস্তে আরো লেয়ারআপ করূন। তবে আপনার ম্যাট লিপস্টিক যদি লিকুইড হয় তাহলে একাধিক লেয়ারআপ করা যাবে না। কারণ লিকুইড ম্যাট লিপস্টিক আস্তে আস্তে হালকা ভাবে একটানে লেয়ারআপ করতে হয়। এতে ঠোঁটে লিপস্টিক সুন্দর ভাবে বসবে ও গুরো গুরো হয়ে উঠে যাওয়ার চান্স থাকবেনা।
বর্তমান ট্রেন্ডে ম্যাট লিপস্টিকের ব্যবহার এখন হাইপে। সাধারণ থেকে শুরু করে সকল মেকআপ আর্টিস্টরা ঠোঁট সাজাতে ম্যাট লিপস্টিক ব্যবহার করে। তবে ম্যাট লিপস্টিক লাগানোর সঠিক নিয়ম না জানলে কিন্তু, পড়তে হবে বিপাকে।
আশা করি আজকের ব্লগের মাধ্যমে,ম্যাট লিপস্টিক লাগানোর পর ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা আর ফেস করতে হবে না। উপরে উল্লেখিত কিছু সহজ সমাধান মেনে চললে আপনি পাবেন লিপস্টিকের পারফেক্ট লুক।