ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া নাইট কেয়ার রেমেডি।

Homemade night care remedies for glowing skin

উজ্জ্বল গ্লোয়িং স্কিন কে না চায়, বলুনতো! ত্বক উজ্জল ও গ্লোয়িং করতে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গ্লোয়িং সিরাম পাওয়া যায় , সেগুলো অনেক দামি যা অনেকেরই সাধ্যের বাইরে। তাই ইচ্ছা থাকলেও উজ্জ্বল গ্লোয়িং স্কিন পাওয়ার স্বপ্ন যেনো স্বপ্নই রয়ে যায়। এছাড়াও কেনা সিরামগুলোতে অনেক রকমের কেমিক্যাল (Chemical) থাকে যা সবার ত্বকে স্যুট করে না। এক্ষেত্রে এসব কিনে অযথা অর্থ নষ্ট না করে ঘরেই বানাতে পারেন নাইট কেয়ার রেমেডি। ঘরে তৈরি এই রেমেডিগুলো রাতে ঘুমানোর আগে সিরামের মতো ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ,নরম ও মসৃণ।

আজকের ফিচারে আমি হোমমেড ৫ টি নাইট কেয়ার রেমেডি তৈরি করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাহলে দেরী না করে,চলুন জেনে নিই –

নাইট কেয়ার রেমেডি তৈরি করার ১ম পদ্ধতি

আমাদের যেসব উপকরণ লাগবে:

১. অ্যালোভেরা জেল – ২ টেবিল চামচ
২. ভিটামিন সি পাউডার – ½ চা চামচ
৩. গ্লিসারিন – ১ চা চামচ
৪. গোলাপ জল – ১ টেবিল চামচ
৫. ভিটামিন ই ক্যাপসুল – ১টা
৬. লেবুর রস – ২/৩ ফোঁটা।

প্রথমে একটি পরিষ্কার পাত্রে উপরের সবকটি উপকরণ পরিমাণ অনুযায়ী একসঙ্গে মিশিয়ে নিন। সবগুলো উপকরণ একত্রে মিশালে দেখবেন এটি সিরামের মতো হালকা ঘন জেল প্রকৃতির হয়েছে । এবার এই মিশ্রণটি ব্যবহারের সুবিধার্থে একটি কাচের বোতলে সংরক্ষণ করে রাখুন। এতে এপ্লিকেশন প্রক্রিয়া সহজ হবে। এটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে – মুখ পরিষ্কার করে ২-৩ ফোঁটা পুরো মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। এই রেমেডিটি ৭-১০ দিন ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ । যাদের ত্বক সংবেদনশীল তারা এটি তৈরি করার সময় লেবুর রস স্কিপ করতে পারেন,কারন সংবেদনশীল ত্বকে লেবু জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।

নাইট কেয়ার রেমেডি তৈরি করার ২য় পদ্ধতি

এই রেমেডি তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগবে:

১. অ্যালোভেরা জেল- ২ টেবিল চামচ
২. জোজোবা অয়েল- ১ টেবিল চামচ
৩. ল্যাভেন্ডার অয়েল- ৪ ফোটা

উপরের সবকটি এসেনশিয়াল অয়েল ও অ্যালোভেরা জেল একটি পরিষ্কার কাচের বোতলে ফানেল দিয়ে সাবধানে ঢালুন। এবার বোতলটি এমনভাবে ঝাঁকান যেন অ্যালোভেরা জেলের সাথে সব উপকরণ ভালোভাবে মিশে যায়। এবার এটি ফ্রিজে সংরক্ষণ করে ৭-১০ দিন ব্যবহার করতে পারবেন।
ত্বক পরিষ্কার করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ২-৩ ফোঁটা ব্যবহার করুন। আর প্রতিবার ব্যবহারের পূর্বে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন। উপরে উল্লেখিত এসেনসিয়াল অয়েলগুলো সব জায়গায় পাওয়া যায় না। তাই এই উ‌পাদানগুলো পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।

নাইট কেয়ার রেমেডি তৈরি করার ৩য় পদ্ধতি

এই রেমিডি তৈরি করতে আমাদের লাগবে:

১. গোলাপজল- ৩ চা চামচ
২. অ্যালোভেরা জেল- ২ চা চামচ
৩. অলিভ অয়েল- ১/২ চা চামচ

উপরে উল্লেখিত সকল উপাদান সঠিক পরিমাণ অনুযায়ী একটি পরিষ্কার পাত্রে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি একটি এয়ারটাইট পাত্রে করে ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করুন। এটি ৭-৮ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজারের মতো পুরো মুখে লাগিয়ে ঘুমাবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনার পছন্দের ক্লিনজার বা ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিবেন। এই রেমেডিটি রেগুলার ব্যবহার করলে তফাত নিজেই বুঝতে পারবেন। এটি ত্বককে করবে ব্রাইট ও সফট।

নাইট কেয়ার রেমেডি তৈরি করার ৪র্থ পদ্ধতি

এই রেমিডি তৈরি করতে আমাদের যা লাগবে:

১. লেবুর রস – অর্ধেকটা
২. গ্লিসারিন – ১/২ চা চামচ
৩. অলিভ অয়েল – ২ চা চামচ
৪. অ্যালোভেরা জেল – ১.৫ চা চামচ
৫. ভিটামিন ই ক্যাপসুল – ১ টা
৬. গোলাপজল – ২ চা চামচ

এই সবগুলো উপাদান একটি পরিষ্কার পাত্রে ভালোভাবে নেড়ে মিশাতে হবে। সবগুলো উপাদান একত্রে মিশানোর পর এটি সিরামের মতো হালকা ঘন জেল বেসডের হবে।এই সিরাম-টি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এটি রেগুলার রাতে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে । আর ব্যবহারের পূর্বে অবশ্যই মুখ ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিবেন।

নাইট কেয়ার রেমেডি তৈরি করার ৫ম পদ্ধতি

এই রেমেডি তৈরি করতে আমাদের যা লাগবে:

১. ভিটামিন ই ক্যাপসুল- ১টি
২. অ্যালোভেরা জেল – ৪ চামচ

হাতের কাছে এই দুটি উপকরণ থাকলে খুব অল্প সময়ে ইন্সটেন্টলি বানিয়ে ফেলতে পারবেন এই রেমেডিটি। আমার মতে এই রেমেডিটি হলো সবচেয়ে সহজ হোমমেড সিরাম। এটা তৈরি করতে প্রথমেই একটি পরিষ্কার বোতলে ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে ঢেলে নিন। এবার এই তেলের সাথে অ্যালোভেরা জেল নিয়ে নেড়েচেরে ভালোভাবে মিশিয়ে নিন। এইতো রেডি হয়ে গেল আমাদের হোমমেড সিরাম। এটা রেগুলার রাতে ঘুমানোর আগে পুরো মুখে লাগিয়ে ঘুমাতে যাবেন। এটা আপনার ত্বককে করবে স্বাস্থ্যজ্জল‌ ও কোমল।

এইতো জেনে‌ গেলেন, কীভাবে নিজেই ঘরে তৈরি করতে পারবেন হোমমেড সিরাম বা নাইট কেয়ার রেমিডি। ত্বককে উজ্জ্বল ও গ্লোয়িং করতে এই রেমেডি গুলো বাসায় ট্রাই করতে পারেন। বিভিন্ন এসেন্সিয়াল অয়েল ও দেশি-বিদেশি সকল প্রোডাক্ট পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *