জেল বনাম ক্রিম: কোনটি আপনার ত্বকের জন্য উপযুক্ত?
আমরা ত্বককে স্বাস্থ্যকর,নরম ও মসৃণ রাখতে নিয়মিত মশ্চারাইজার ব্যবহার করি। ত্বকের যত্নে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিন কেয়ার প্রোডাক্ট। বাজারে (জেল ও ক্রিম ) এই দুটি ফর্মের মশ্চারাইজার বেশি পাওয়া যায়। আমরা অনেকেই ময়শ্চারাইজারের টেক্সচার সম্পর্কে না বুঝেই, যেটা মন চাচ্ছে কিনে ত্বকে ব্যবহার শুরু করে দেই। যা ত্বকের জন্য ক্ষতিকর। কারণ ত্বকের ধরনের উপর নির্ভর করে মশ্চারাইজারের সঠিক (জেল,ক্রিম)ফর্ম সিলেক্ট করতে হয়।
জেল বনাম ক্রিমের মধ্যে পার্থক্য
ত্বকের প্রতিটি ধরন অনুযায়ী আলাদা আলাদা যত্ন নিতে হয়। ময়েশ্চারাইজারের (জেল ও ক্রিম ) এই দুটি ফর্মই ত্বকের যত্নে উপকারী। তবে অনেকেই জানিনা, ত্বকের ধরন অনুযায়ী কোনটি আপনার ত্বকের জন্য উপযুক্ত? কোন ধরনের ত্বকের জন্য কোনটা উপকারী? জেল বনাম ক্রিমের মধ্যে পার্থক্য? আশা করি আজকের ফিচারের মাধ্যমে , আপনি উপকৃত হবেন ও আপনার ত্বকের জন্য সেরা পছন্দটি করতে পারবেন।
জেল:
জেল ময়েশ্চারাইজার সাধারণত লাইটওয়েট ফর্মুলার , ওয়াটার বেসড এর হয়। যা ত্বকে দ্রুত শোষিত হয় এবং তেল চটচটে অনুভূতি তৈরি না করেই ত্বককে হাইড্রেটেড ও সতেজ রাখে।জেল বেসড ময়েশ্চারাইজার সাধারণত হায়ালুরোনিক অ্যাসিড ও অ্যালোভেরা জেল এর মত উপাদান দিয়ে তৈরি করা হয় , তাই জেল বেসড ময়েশ্চারাইজারগুলো ট্রান্সপারেন্ট বা হালকা রঙের হয়।
ক্রিম:
ক্রিম ময়েশ্চারাইজার সাধারণত ওয়েল বেসড ও ওয়াটার বেসড এর হয়। ক্রিমে খুবই অল্প পরিমাণে তেল থাকে তাই এগুলো ব্যবহারে ত্বক দীর্ঘসময় ধরে ময়েশ্চারাইজড থাকে। ক্রিম, জেলের চেয়ে তুলনামূলক ভারী হয় এবং ত্বকে শোষিত হতে বেশি সময় লাগে। ক্রিম ময়েশ্চারাইজার গুলোতে ইমোলিয়েন্ট উপাদান যেমন-শিয়া বাটার,কোকো বাটার,স্কোয়ালেন,সিলিকন ডেরিভেটিভ ও ন্যাচারাল ওয়েল ব্যবহার করা হয়। যা ত্বকের ওপর একটি প্রটেক্টিভ লেয়ার তৈরি করে এবং ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায় ও ত্বককে রাখে নরম, কোমল ও স্বাস্থ্যকর।
ত্বকের ধরন অনুযায়ী কোনটি আপনার ত্বকের জন্য উপযুক্ত
আমরা আগেই জেনেছি, ত্বকের ধরনের অনুযায়ী ময়শ্চারাইজারের -জেল বা ক্রিম ফর্ম সিলেক্ট করতে হয়। জেল ময়েশ্চারাইজার সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। জেল ময়েশ্চারাইজার যেহেতু ওয়াটার বেসড এর , তাই এটি তৈলাক্ত ও কম্বিনেশন ত্বকের জন্য ভালো। এটি ত্বককে তেলতেলে ভাব ছাড়াই ময়েশ্চারাইজড ও হাইড্রেটেড রাখে। জেল ময়েশ্চারাইজারে যেহেতু তেল নেই তাই এটি গ্রীষ্মকালীন সময়ে ব্যবহার করলে ত্বক তেল চিটচিটে হবে না।
জেল বেসড ময়েশ্চারাইজার :
Pond’s Super Light Gel with Hyaluronic acid and Vitamin E,
The Body Shop Seaweed Oil Control Gel Cream
অন্যদিকে ক্রিম ময়েশ্চারাইজার গুলো সেন্সিটিভ ও শুষ্ক ত্বকের যত্নে ভালো কাজ করে। যেহেতু এগুলো ত্বককে গভীরভাবে মশ্চারাইজড, মসৃণ ও নরম রাখে। তাই এগুলো শীতকালে ব্যবহার করলে ভালো হবে। কারন ক্রিমে থাকা ইমোলিয়েন্ট উপাদান ত্বকের ড্রাইনেস দূর করবে এবং ত্বককে রাখবে নরম ও কোমল।
ক্রিম বেসড ময়েশ্চারাইজার
Nivea Refreshingly Soft Moisturizing Cream, Bioderma Atoderm Creme Ultra Nourishing Moisturising Cream,
Pond’s Light Moisturizer For Soft Glowing Skin
ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে মশ্চারাইজারের বিকল্প নেই। তাই ত্বককে স্বাস্থ্যকর রাখতে ত্বকের ধরন অনুযায়ী নিয়মিত সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করূন।