চোখের যত্ন

চোখের সাজ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার ৮টি সহজ উপায়।

Ways to keep eye makeup long lasting and smudge proof

আমেরিকান প্রাবন্ধিক হেনরি ডেভিড থোরো বলেছেন –

“চোখ শরীরের গহনা” ।

এই চোখ জোড়া আমাদের ওভারঅল লুকের উপর প্রভাব ফেলে এবং সুন্দর চোখ আমাদের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। তাইতো,মেকআপের সময় আমরা অন্যান্য অংশের তুলনায় চোখের সাজে একটু বেশি সময় নিয়ে ,যত্ন করে আইলুক ক্রিয়েট করি। কিন্তু দেখা যায়, মেকআপ সম্পূর্ণরূপে সেট করে বাইরে যাওয়ার কিছুক্ষণ পরই ,কাজল ছড়িয়ে যাচ্ছে বা আইলাইনার স্ম্যাজ করছে, আইশ্যাডো ক্রিজ হয়ে যাচ্ছে। ভাবতে পারছেন, কি একটা অবস্থা!

ফলে আমাদের এত কষ্ট করে ক্রিয়েট করা আই লুক এবং মন দুটোই নষ্ট হয়ে যায়।

তাই আজকের ফিচারে আমরা জানবো, আই মেকআপ লং লাস্টিং,ক্রিজ লেস ও স্ম্যাজপ্রুফ রাখার জন্য কিছু টিপস সম্পর্কে। চলুন জেনে নেই-

১.বেসিক স্কিন কেয়ারে আই ক্রিম ব্যবহার

eye cream

আমাদের চোখের এরিয়ার অংশ শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক পাতলা হয় এবং অনেক সেনসিটিভ । তাই শরীরের বা ত্বকের ময়েশ্চারাইজার দিয়ে চোখের এরিয়ার যত্ন সম্পূর্ণরূপে হয় না। তাই ব্যবহার করতে হয় আই ক্রিম। যা, বিশেষভাবে চোখের পাতলা এরিয়ার‌ প্রপার যত্নের জন্য তৈরি করা হয়েছে। আই ক্রিম ব্যবহারের ফলে, চোখের নিচের ডার্ক সার্কেল, ফোলা ভাব, রিংকেলস, ফাইন লাইন ও পিগমেন্টেশন রিমুভ হয়।

সূর্যের ক্ষতিকর ইউভি রশ্নির সান ড্যামেজের কারণে ত্বকের কোলাজেন প্রোডাকশন কমে যায়। ফলে ত্বকের উজ্জ্বলতা ও কমে যায় এবং আই ক্রিমে থাকা এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ কিছু উপাদান এই কোলাজেন বুস্ট আপ করে ফলে আই এরিয়ার উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

আমরা অনেকেই জানিনা আই ক্রিম কখন থেকে ব্যবহার করতে হয়?

আই ক্রিম ২০ বছর বয়সের পর থেকে ব্যবহার করা যায়। স্বাস্থ্যকর ও হেলদি আই লুক পেতে বেসিক স্কিন কেয়ারে চোখের যত্নে , সকাল এবং রাতে আই ক্রিম ব্যবহার করতে হবে।

এছাড়াও লং লাস্টিং আই লুক পেতে ,মেকআপের পূর্বে ফেইস ভালোভাবে ক্লিন করে নিবেন এবং আই এরিয়াতে যেন কোনো ময়লা বা অয়েল না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এবার আপনার পছন্দের আই ক্রিম দিয়ে কয়েক সেকেন্ড ম্যাসাজ করুন। এক্ষেত্রে আপনারা এই আই ক্রিম গুলো ব্যবহার করতে পারেন-

২.প্রাইমার /কনসিলার অ্যাপ্লাই

মেকআপ লং লাস্টিং করার জন্য প্রাইমার এর জুড়ি নেই।অনেক সময় মেকআপ করার পরেও আমাদের ত্বকের পোরস স্পষ্ট দেখা যায় কিংবা নাকের চারপাশের এরিয়া এবং চোখের এরিয়ায় মেকআপ বসেনা। কারণ আমাদের অনেকের পোরসের আকার বড় হয়। তাই মেকআপের আগে প্রাইমার ব্যবহার করলে পোরসের আকার ছোট হয়ে ত্বকের সাথে মিশে যাবে এবং ত্বককে মসৃন দেখাবে।

এছাড়াও প্রাইমার ত্বকের আই এরিয়ার তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে এবং আদ্র ত্বক হাইড্রেটেড রাখে। মেকআপের আগে প্রাইমার অ্যাপ্লাই করে নিলে আইশ্যাডোর পিগমেন্ট খুব সুন্দরভাবে ফুটে ওঠে ক্রিজিংয়ের চান্স থাকে না এবং ব্লেন্ড করতেও সুবিধা হয়। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই প্রাইমার গুলো-

তবে,যদি হাতের কাছে আই প্রাইমার এভেলেবেল না থাকে তাহলে,কনসিলার দিয়েও কাজটি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার স্কিনটোনের সাথে ম্যাচ করে একটি কনসিলারের শেইড চুজ করুন এবং মেকআপ ব্রাশ দিয়ে স্মুথলি ব্লেন্ড করে নিন। এক্ষেত্রে আপনারা এই কনসিলারগুলো ব্যবহার করতে পারেন-

৩.সেট-আপ উইথ ট্রান্সলুসেন্ট পাউডার

প্রাইমার বা কনসিলার ব্যবহারের পর ট্রান্সলুসেন্ট পাউডার এপ্লাই করে, ফ্লাফি মেকআপ ব্রাশ দিয়ে আই এরিয়ায় পাউডার সেট করার পর দেখবেন স্মুথ ও ড্রাই বেইজ ক্রিয়েট হয়েছে। এতে ত্বকের অতিরিক্ত অয়েল অ্যাবজর্ব হবে এবং লং লাস্টিং আইলুক পাওয়া যাবে । বিশেষ করে গরমের দিনে এই ট্রিকস অবশ্যই ফলো করবেন। এক্ষেত্রে, আপনার এই ট্রান্সলুসেন্ট পাউডার গুলো ব্যবহার করতে পারেন –

৪.আইশ্যাডো ব্লেন্ড করা

eye shadow

আইশ্যাডো অ্যাপ্লাই এর শুরুতে ন্যাচারাল ও লাইট কালারের আইশ্যাডো দিয়ে বেইজ তৈরি করুন। এরপর যেকোনো ব্রাউন অথবা ন্যুড কালারের আইশ্যাডো দিয়ে ক্রিজ এরিয়া ডিফাইন করে নিতে হবে। এবার চোখের আউটার কর্নারে পছন্দের ডার্ক শেইড দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন। আইশ্যাডো অ্যাপ্লাইয়ের সময় ভালোভাবে ব্লেন্ড করা ,খুবই ইম্পরট্যান্ট পার্ট।

কারন, শেইডের ট্রানজিশন যত স্মুথ হবে, আপনার আইলুক ততটাই পারফেক্ট হবে। এক্ষেত্রে আপনারা এই আইশ্যাডো প্যালেটগুলো ব্যবহার করতে পারেন-

৫.শিমারি শেইড ব্যবহারে সেটিং স্প্রে

আমরা অনেকেই রেগুলার হালকা সাজে ন্যুড কালারের আইশ্যাডো পছন্দ করি কিন্তু পার্টি বা গর্জিয়াস মেকাপের ক্ষেত্রে গ্লিটারি শেইড অ্যাপ্লাই করতে হয়,কারন এটা আপনার আই লুককে অনেক গর্জিয়াস করে তোলে।

সেক্ষেত্রে প্রথমেই একটি ছোট আই মেকআপ ব্রাশে সেটিং স্প্রে দিন , তারপর আইশ্যাডো প্যালেট থেকে আপনার পছন্দের শিমারি গ্লিটার শ্যাডো নিয়ে আইলিডে লাগিয়ে ফেলুন।

এতে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া স্মুথ হয় এবং আইশ্যাডো ফল আউট হওয়ার চান্স কম থাকে। মেকআপ লং লাস্টিং করতে আপনারা এই সেটিং স্প্রে গুলো ব্যবহার করতে পারেন-

৬.ওয়াটার প্রুফ ও স্ম্যাজপ্রুফ প্রোডাক্ট সিলেক্ট করা

আমাদের আই লিডে অনেক সময় তৈলাক্ত ভাব দেখা যায়, ফলে কাজল ও আইলাইনার স্ম্যাজ হওয়ার চান্স বেশি থাকে। তাই আইলাইনার অ্যাপ্লাইয়ের পর তার সঙ্গে হালকা সরু অ্যাঙ্গেল করা ব্রাশ দিয়ে ব্ল্যাক ম্যাট আইশ্যাডো অ্যাপ্লাই করা যেতে পারে।এতে স্ম্যাজপ্রুফ ফিনিশ পাওয়া যায় নিমিষেই।

আর অবশ্যই এমন কাজল, আইলাইনার এবং মাশকারা আপনাকে চুজ করতে হবে যেগুলো ওয়াটার প্রুফ ও স্ম্যাজ প্রুফ হবে। Rimmel Scandal Eyes Waterproof Kohl Kajal ও Maybelline – The Colossal Waterproof Kajal এই কাজল গুলো ওয়াটারপ্রুফ ও স্মাজ-প্রুফ। তাই এই কাজল নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

৭.আই শেইপ অনুযায়ী আইলাইনার অ্যাপ্লাই

আমরা অনেকেই মনে করি যে,ছোট চোখে মোটা করে আইলাইনার অ্যাপ্লাই করলে হয়তো চোখ বড় দেখাবে। কিন্তু না,এটা করলে উল্টো চোখের সাজ দেখতে বেমানান ও বিশ্রি লাগবে। তাই যাদের হুডেড আই, তারা চিকন করে উইংড লাইনার ট্রাই করুন। আমন্ড আইশেইপে শার্প উইংড আইলাইনার স্টাইল ভালো মানায়। আর অবশ্যই স্ম্যাজ প্রুফ, ম্যাট ফিনিশ দেয় এমন আইলাইনার সিলেক্ট করুন সব সময়। স্লিম অ্যাপ্লিকেটর দিয়ে যেকোনো আইলাইনার স্টাইল আপনি ইজিলি ট্রাই করতে পারবেন। এক্ষেত্রে আপনারা এই আইলাইনার গুলো ব্যবহার করতে পারেন-

এগুলো ওয়াটারপ্রুফ ও ম্যাট ফিনিশ দেয় যা আপনার আই লুককে করবে আরো আকর্ষণীয়।

৮.মাশকারা অ্যাপ্লাই এর সঠিক নিয়ম

mascara

মাশকারা লাগানোর সময় একটু খেয়াল রাখবেন যেন চোখের পাতার সামনের অংশে বেশি পরিমাণে মাশকারা না লাগে। কারন এতে চোখের পাতা অনেক বেশি ভারী দেখাবে, যা দেখতে বেমানান লাগে। তাই চোখের পাতার গোড়ার দিকে মাশকারা ভালোভাবে এপ্লাই করূন। ব্যাস আপনার আই লুক রেডি।

আবার অনেকেই ঘন পাপরি পছন্দ করে,এক্ষেত্রে এই ট্রিকস ফলো করতে পারেন – মাশকারা অ্যাপ্লাই এর আগে একটি স্পুলি দিয়ে লুজ পাউডার আপনার আইল্যাশে আলতোভাবে অ্যাপ্লাই করুন । এরপর মাশকারা এপ্লাই করুন।এতে স্ম্যাজ হওয়ার চান্স থাকে না, সেই সাথে আইল্যাশে ইনস্ট্যান্ট ভলিউম আসবে। এরপর মাশকারা ডাবল বা ট্রিপল কোট দিন।এক্ষেত্রে অবশ্যই মাশকারা কোটিং করার সময় অন্ততপক্ষে ১০-১৫ সেকেন্ড টাইম গ্যাপে কোটিং করুন।এতে চোখের পাতা ঘন ও সুন্দর লাগবে। ঘন ও সুন্দর আইলেশ পেতে এই মাশকারা গুলো ব্যবহার করতে পারেন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *