ঠোঁটের যত্ন

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন?

বর্তমান হালফ্যাশনে মোটা ঠোঁট‌কে সৌন্দর্যের এক অনন্য বৈশিষ্ট্য মনে করা হয়। কারণ মোটা ঠোঁটে লিপস্টিক এপ্লাই করলে ঠোঁটকে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগে। তবে ঠোঁটকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে‌ লিপস্টিকের সঠিক শেইড নির্বাচন করাটাও কিন্তু জরুরী। কারণ লিপস্টিক মেকআপের ফুল লুক চেঞ্জ করতে সক্ষম। এছাড়াও মোটা ঠোঁটে সঠিক নিয়মে ,সঠিক শেইডের লিপস্টিক এপ্লাই না করলে ঠোট অনেক বেশি মোটা, বড় ও আনপ্রফেশনাল লাগবে।

লিপস্টিক এপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যে ভুলগুলো হয় – অতিরিক্ত লিপ গ্লোস এপ্লাই , ভুল শেইডের লিপ লাইনার ব্যবহার ও অসতর্কভাবে লিপস্টিক এপ্লাই ইত্যাদি। তাই ঠোঁটে যেমন তেমন করে লিপস্টিক দিলে হবে না। মোটা ঠোঁটকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ,জানতে হবে লিপস্টিক ব্যবহারের সঠিক নিয়ম ও ধাপ সম্পর্কে। তাই দেরি না করে চলুন জেনে নেই।

ঠোঁট প্রিপেয়ার করা

ঠোঁটে লিপস্টিক এপ্লাইয়ের পূর্বে ঠোঁটকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হয়। কারণ ঠোঁট যদি অমসৃণ ও খসখসে থাকে তাহলে ঠোঁটে লিপস্টিক ভালোভাবে বসবে না এবং এপ্লিকেশন প্রক্রিয়াও সহজ হবে না। তাই লিপস্টিক এপ্লাইয়ের পূর্বে ঠোঁট প্রিপেয়ার করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

এক্সফোলিয়েট করুন

ঠোঁটের উপর জমে থাকা ডেড সেলস রিমুভ করতে লিপ স্ক্রাবিং ব্যবহার করূন। হাতের কাছে কোন স্ক্রাবিং না থাকলে ঘরোয়া পদ্ধতিতে ঠোঁট এক্সফোলিয়েশন করতে পারেন।

  • একটি পাত্রে ১ চামচ ওটমিলের গুড়া ও ১ চামচ মধু একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরী করূন , এবার এটি ঠোঁটে দুই মিনিট স্ক্রাবিং করে ধুয়ে ফেলুন।
  • এক চামচ চিনির সাথে অল্প পরিমাণে অলিভ অয়েল ও মধু মিশিয়ে ঠোঁটে এক মিনিট স্ক্রাবিং করে ধুয়ে ফেলুন।
  • ভেজা তোয়ালে কিংবা টুথ ব্রাশ দিয়ে ঠোঁটের উপর আলতো ভাবে বৃত্তাকার ভাবে ঘষলেও ঠোঁটের মরা চামড়া রিমুভ হয় ও ঠোঁট মসৃণ হয়।

ময়েশ্চারাইজড করুন

ঠোট এক্সফোলিয়েশন করার পর ময়েশ্চারাইজড করতে ভুলবেন না যেন। কারন ঠোট ময়েশ্চারাইজড না করলে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। তাই ভালো মানের লিপবাম বা ভ্যাসলিন দিয়ে ঠোঁট ময়েশ্চারাইজড করূন।

লিপ প্রাইমার

অনেক সময় মেয়েদের, বিভিন্ন ইভেন্ট বা অকেশনে এটেন্ড করতে দীর্ঘ সময় মেকআপ ক্যারি করতে হয়। এক্ষেত্রে দেখা যায় লিপস্টিক ঠোঁটে বেশি সময় স্টেই করছে না। এই অবস্থায় ঠোঁটে বারে বারে লিপস্টিকের টাচ আপ দিতে হয়। তাই লিপস্টিককে দীর্ঘস্থায়ী রাখতে লিপস্টিক অ্যাপ্লাই এর পূর্বে লিপ প্রাইমার ব্যবহার করুন।আর ঠোঁটে ব্যবহারের জন্য অবশ্যই ভালো মানের লিপস্টিক ব্যবহার করবেন।

মোটা ঠোঁটের জন্য লিপস্টিকের শেইড নির্বাচন

মোটা ঠোঁটের জন্য স্কিন টোনের ওপর ডিপেন্ড করে লিপস্টিকের শেইড বাছাই করতে পারেন এক্ষেত্রে- ফর্সা ত্বকের জন্য সফট পিঙ্ক, পিচ,মভ ও ন্যুড কালার ব্যবহার করতে পারেন। শ্যামলা বা ব্রাউন স্কিন টোনে রোজি পিঙ্ক, বেরি ও ব্রাউনিশ ন্যুড ভালো মানায়। ডার্ক স্কিন টোনে – প্লাম, ডিপ রেড, চকোলেট ও ব্রাউন শেইডের লিপস্টিক ব্যবহার করতে পারেন। কারণ মোটা ঠোঁটে নিউট্রাল ও সফট শেইডের লিপস্টিক ভালোভাবে ফুটে ওঠে। এছাড়াও আপনি যদি আপনার মোটা ঠোঁটকে আরো সুন্দর ও গর্জিয়াস করে তুলতে চান তাহলে ,ওম্ব্রে ইফেক্ট ট্রাই করতে পারেন।

ওম্ব্রে ইফেক্ট

বর্তমানে মোটা বা ফ্লাফি ঠোঁটে ওম্ব্রে ইফেক্ট খুবই পপুলার। নামিদামি পপস্টার থেকে শুরু করে হলিউড বলিউডের নায়িকারা ঠোঁটের ওপর লিপস্টিকের ওম্ব্রে ইফেক্ট ক্রিয়েট করে। এই ইফেক্ট ক্রিয়েট করতে ঠোঁটের চারপাশে ডার্ক শেড ব্যবহার করতে হবে এবং ঠোঁটের মাঝখানে একটু হালকা শেইডের লিপস্টিক অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।

লিপ লাইনার দিয়ে ঠোঁটের শেইপ তৈরি করুন

ঠোঁটের ন্যাচারাল লুক বজায় রাখতে ঠোঁটের ন্যাচারাল কালারের থেকে একটু ডার্ক শেইডের লিপ লাইনার ব্যবহার করুন। লিপ লাইনার দিয়ে ঠোঁটের শেইপ আর্ট করার সময় ওভার লাইন এড়িয়ে চলুন। কারণ মোটা ঠোঁটে ওভারলাইন করলে ঠোঁটকে আরো বড় ও মোটা দেখাবে।

লিপস্টিক অ্যাপ্লাই

applying matte lipstick

মোটা ঠোঁটে ম্যাট লিপস্টিকের শেইডগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। কোন ইভেন্টের জন্য গর্জিয়াস লুক ক্রিয়েট করতে ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন এবং রেগুলার ক্যাজুয়াল লুকের জন্য ক্রিমি ফর্মুলার ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। ঠোঁটে লিপস্টিক এপ্লাই এর জন্য একটি ব্রাশ ব্যবহার করে ,পুরো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিন। আপনি যদি ঠোঁটের উপর লিপস্টিকের আরো লেয়ার দিতে চান তাহলে একটি সফট টিস্যু ঠোঁটের উপর হালকা ভাবে চেপে দ্বিতীয় লেয়ার দিন।

কনসিলার দিয়ে শেইপ ঠিক করূন

লিপস্টিক এপ্লাই এর সবগুলো ধাপ শেষ হওয়ার পর যদি দেখেন , আপনার লিপস্টিক ওভার লাইনে চলে গেছে তাহলে এটি সঠিক শেইপে আনতে ঠোঁটের বাইরের অংশে কনসিলার বা ফাউন্ডেশন ব্যবহার করে ঠোঁটের চারপাশ নিখুঁত করূন।

ফিনিশিং টাচ

মোটা ঠোঁটে লিপ গ্লোস ব্যবহার করলে ঠোঁট অনেক বেশি মোটা ও ভারী লাগবে। তাই লিপস্টিকের ফিনিশিং দিতে লিপ গ্লোস ব্যবহার না করে ঠোঁটের মাঝ বরাবর হালকা হাইলাইটার ব্যবহার করে‌ ডাইমেনশন করতে পারেন।

এইতো জেনে নিলেন, মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহারের সঠিক নিয়ম। আশা করি,এভাবে ঠোটে লিপস্টিক এপ্লাই করে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *