শুষ্ক ঠোঁটের যত্নে কি করণীয়? জেনে নিন।
ঠোঁট শরীরের একটি সংবেদনশীল অংশ। শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁট তুলনামূলক বেশি পাতলা। কারণ যেখানে সাধারণ ত্বকে প্রায় ১৬ টি লেয়ার থাকে, সেখানে ঠোঁটে মাত্র ৩-৫ লেয়ার থাকে। ঠোঁটে কোনো সেবাসেস গ্লান্ড বা সোয়েট গ্লান্ড নেই তাই ঠোঁট অনেক দ্রুত শুষ্ক ও ফেটে যাওয়ার মত সমস্যা হয়।
শুষ্ক ঠোঁটের যত্নে আমরা কী ব্যাবহার করব
শীত বা গরমে, বছরের যেকোনো শুষ্ক সময়ে, কম বেশি সবাই ঠোঁটের শুষ্কতায় ভোগে। শুষ্ক ঠোঁটে হাইপারপিগমেন্টেশন ও ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ত্বকের যত্নের মতো ঠোঁটের যত্নেও সচেতন হতে হবে। সুস্থ ,সুন্দর ও হেলদি ঠোট আমাদের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয়।
লিপ স্ক্রাব
কাজের প্রেসারে বা অন্যান্য কারণবশত আমাদের মাঝে মাঝে ত্বকের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। তবুও, হেলদি ও সুন্দর ত্বক পেতে অবশ্যই আমাদের সপ্তাহে কমপক্ষে একদিন ত্বকের যত্ন নিতে হয়। সেরকম ঠোঁটের যত্ন ও নিতে হবে, ঠোঁট বলে অবহেলা করা যাবে না কারণ হেলদি ঠোঁট আপনার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে।তাই সপ্তাহে অন্তত ১ দিন লিপ স্ক্রাব করবেন । এক্ষেত্রে-লেবুর রস, মধু, সামান্য চিনি দিয়ে ঘরোয়াভাবেই এটা বানিয়ে নিতে পারেন। এছাড়া এখন লিপ স্ক্রাব কিনতে পাওয়া যায়।
যেমন- Cosrx Honey Sugar Lip Scrub Honey Sugar Lip Scrub Honey Sugar Lip Scrub Honey Sugar Lip Scrub Honey Sugar Lip Scrub। এই স্ক্রাবটি ঠোঁটের যত্নে জনপ্রিয় প্রোডাক্ট।
এটি ঠোঁটের ডেড স্কিন সেল রিমুভ করে ঠোঁটকে মসৃণ ও নরম করে। এছাড়াও এতে রয়েছে মধুর প্রাকৃতিক গুণ যা ঠোঁটকে হাইড্রেটিং ও ময়েশ্চারাইজড রাখে। এটি ঠোঁটের পিগমেন্টেশন কমায় ও ঠোঁটের প্রাকৃতিক রং উজ্জ্বল করে ঠোঁটকে সুন্দর ও হেলদি রাখে।
লিপ জেল বা লিপ বাম
স্কুল, কলেজ কিংবা কাজের জায়গা যেখানেই থাকুন না কেন সব সময় ঠোঁট মশ্চারাইজড রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে লিপ জেল বা লিপ বাম ব্যবহার করছেন তার গুনগত মান কেমন? সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের লিপ জেল বা লিপ বাম ব্যবহার করতে। এছাড়াও ক্ষতিকর কেমিক্যাল আছে এমন প্রোডাক্ট ব্যবহার থেকে বিরত থাকুন।
কিছু ভালো ব্রান্ডের লিপ বাম ও লিপ জেলের মধ্যে আমি আপনাদের সাজেস্ট করব –
- Vaseline Lip Therapy Rosy Lips
- Nivea 24H Meit-in Moisture Berry Shine Caring Lip Balm
- Nyx Butter Lip Balm BLB04 Macaron
- Seba Med Baby Lip Balm with Shea Butter
এছাড়াও শুষ্ক আবহাওয়ায় যারা ঠোঁটে হালকা পিঙ্কিশ ভাব চান, তাদের জন্য, Maybelline Baby Lips Color Lip Balm Pink Lolita ,Technic Fruity Peach Lip Balm এই লিপ বাম গুলো ব্যবহারে আপনার ঠোঁটে আসবে পিংকিশ আভা ও আপনার ঠোঁট ময়শ্চেরাইজড ও থাকবে।
লিপস্টিক রিমুভ করতে ওয়েল ক্লিনজার
ফাংশন কিংবা প্রফেশনাল কাজে ,পরিপাটি সাজে নিজেকে ডিসপ্লে করতে হয়, সেক্ষেত্রে নিজের লুককে আর আকর্ষণীয় করে তুলতে অবশ্যই হালকা মেকাপের প্রয়োজন হয় আর মেকআপের অংশে লিপস্টিক মাষ্ট দিতেই হবে, নয়তো মেকআপ লুক অপূর্ণ থেকে যাবে। এক্ষেত্রে অবশ্যই লিপস্টিক অ্যাপ্লাই এবং রি -অ্যাপ্লাইয়ে সচেতন হতে হবে। তাই বাইরে থেকে এসে মেকআপ রিমুভ করার পাশাপাশি, অয়েল ক্লেনজার দিয়ে ঠোঁট ও ভালোভাবে ক্লিন করবেন।
Cerave Hydrating Foaming Oil Cleanser For Normal To Very Dry Skin ও The Body Shop Oils Of Life Intensely Revitalising Cleansing Oil-in-Gel ।
এই ক্লিনজার গুলো ত্বকের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রেখে ত্বকের ময়লা পরিষ্কার করে ও ত্বককে হাইড্রেট, নরম ও মশ্চারাইজড রাখে। তাই শুষ্ক ত্বকের জন্য ক্লেনজার গুলো মাস্ট হ্যাভ।
অ্যালোভেরা জেল
শুষ্ক ঠোঁট ময়েশ্চারাইজড রাখতে রেগুলার অল্প পরিমাণে অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে এটি ২০-৩০ মিনিট ঠোঁটে রেখে ধুয়ে ফেলবেন। এতে ঠোঁটের শুস্কতা কমে যাবে, ঠোঁটের জ্বালা ভাব ও চামড়া উঠা রিমুভ হবে এবং ঠোঁট ময়শ্চেরাইজড থাকবে।
Skin Cafe Pure & Natural 98% Aloe Vera Gel এই আ্যলোভেরা জেলটি ব্যবহার করতে পারেন।
আমন্ড অয়েল
যাদের প্রায় সারাবছরই ঠোঁটে শুষ্ক ভাব বা ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা থাকে, তারা রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে আমন্ড অয়েল নিয়ে ঠোঁটে হালকা ম্যাসাজ করে নিতে পারেন। এটি ব্যবহারে ঠোঁটের শুষ্কতা কমে যাবে এবং ঠোঁট মসৃণ হবে।
Skin Cafe Cold Pressed Almond Oil ও Ribana Organic Almond Oil ব্যবহার করতে পারেন।