ভ্যাসলিন ইনটেনসিভ কেয়ার বডি অয়েল এর ব্যবহার ও উপকারিতা।
স্বাস্থ্যকর ও রেডিয়েন্ট স্কিন পাওয়ার স্বপ্ন সবারই আছে। ত্বককে স্বাস্থ্যকর ও রেডিয়েন্ট রাখতে আমরা কতো কিছুই না ব্যবহার করি। কিন্তু দিনশেষে ত্বক হয়ে যায় নিষ্প্রাণ ও মলিন। কারণ আবহাওয়া, পরিবেশ ও বয়স বাড়ার সাথে সাথে স্কিন তার ন্যাচারাল হাইড্রেশন হারিয়ে ফেলে এবং এই ডিহাইড্রেটেড স্কিনে দেখা যায়- ফাইন লাইনস, রিংকেলসের মতো এজিং সাইনস। তাই শুধু ত্বকের সৌন্দর্যের জন্যই নয়, ত্বক সুস্থ রাখার জন্যও হাইড্রেশন প্রয়োজন। যাদের ত্বক অনেক বেশি ড্রাই তাদের ত্বকের যত্নে দরকার এক্সট্রা কেয়ার।
ত্বককে স্বাস্থ্যকর ও রেডিয়েন্ট রাখতে – ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। তবে অনেকেই এর উপকারিতা ও ব্যবহার সম্পর্কে জানেন না। এটা একটা জাদুকরী বডি অয়েল যার রয়েছে অনেক উপকারিতা। তাই আজকের ফিচারে ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল এর উপকারীতা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব, চলুন জেনে নেই।
ভ্যাসলিন ইনটেনসিভ কেয়ার বডি অয়েল
vaseline intensive care cocoa radiant body oil হলো একটি এমোলিয়েন্ট টাইপের ময়েশ্চারাইজার। যা ত্বকের উপর একটি লেয়ার তৈরি করে ,ত্বককে রাখে কোমল ও মসৃণ। এটি ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায় ও সারাদিন ত্বককে ময়শ্চারাইজড রাখে। এটি অয়েল ফর্মুলার মশ্চারাইজার হওয়ায় ত্বকে দ্রুত এবসর্ভ হয় ও ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে রাখে নরম ও কোমল।
উপকারিতা
- এটি ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে।
- এতে রয়েছে ১০০% ন্যাচারেল কোকোয়া বাটার যা শুষ্ক ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজড করে এবং ত্বককে রাখে নরম ও কোমল।
- এটি ব্যবহারে ত্বক তেল চিটচিটে হয় না।
- এতে রয়েছে কোকোয়া বাটার যা ব্যবহারে ত্বক হবে চকচকে ,নরম ও সুন্দর।
- এটি ত্বকে দ্রুত শোষিত হয়।
- এটি নিস্তেজ ও মলিন ত্বককে রিপেয়ার করে ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।
মেইন ইনগ্ৰেডিয়েন্ট-
- কোকোয়া বাটার
- শিয়া বাটার ও
- মিনারেল অয়েল।
ব্যবহারের নিয়ম-
- গোসলের পরে ত্বক হালকা ভেজা অবস্থায় থাকাকালীন সময়ে এটি পুরো শরীরে আলতোভাবে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এতে ত্বকে এটি খুব দ্রুত শোষিত হবে এবং ত্বক দীর্ঘ-সময়ধরে ময়েশ্চারাইজড থাকবে।
- যাদের ত্বক অনেক বেশি ড্রাই ,তারা রাতে ঘুমানোর আগে বিশেষ করে – কনুই, গোড়ালি ও ফাটা অংশে ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল ম্যাসাজ করে ঘুমাতে যাবেন। এতে আপনার ড্যামেজড ত্বক রিপেয়ার হবে।
- এছাড়াও যে কোন সময়ে ত্বকে শুষ্কবোধ করলে এটি ত্বকে ইনস্ট্যান্ট ব্যবহার করবেন।
ভ্যাসলিন ইনটেনসিভ কেয়ার বডি অয়েল এর ভিন্ন ব্যবহার-
এই বডি অয়েলটি মূলত ত্বককে স্বাস্থ্যকর,নরম , কোমল ও রেডিয়েন্ট রাখতে ফর্মুলেশন করা হয়েছে। তবে এটি আরও ভিন্ন কাজেও ব্যবহার করা যায়। চলুন জেনে নেই-
১.বডি ম্যাসাজ-
শরীরের ব্যথা রিমুভ করে রিল্যাক্স,স্ট্রেস ফ্রি ও আরামদায়ক অনুভূতি পেতে বডি ম্যাসাজ করা হয়। এতে শরীরের নানাবিধ উপকারও হয় বটে। বডি ম্যাসাজ করতে ব্যবহার করতে পারেন ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল। কারণ এটি ত্বকে তেল চিটচিটে ভাব ছাড়াই ত্বককে রাখবে নরম ও কোমল।
২.স্ট্রেচ মার্ক কমানোর জন্য-
মা হওয়ার পরবর্তী পোস্টপারটাম পিরিয়ডে পেটে ও শরীরের অন্যান্য অংশে স্ট্রেচ মার্ক ভিসিবল হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে – মোটা থেকে চিকন হলেও ত্বকে স্ট্রেচ মার্ক দেখা যায়। এক্ষেত্রে ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল প্রতিদিন সকালে ও রাতে ড্যামেজ স্থানে হালকা ম্যাসাজ করে ব্যবহার করুন এতে ত্বকের ইলাস্টিসিটি বাড়তে পারে।
৩.শেভিং বা হেয়ার রিমুভ করার আগে ও পরে-
শেভ করার আগে ত্বকে সামান্য পরিমাণে ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল লাগিয়ে ব্যবহার করলে রেজার আটকে যাবে না এবং এটি স্মুথলি চলবে। শেভের পর ত্বক জ্বালাপোড়া করে এক্ষেত্রে শেভের পরবর্তী ধাপে ভ্যাসলিন বডি অয়েল ম্যাসাজ করলে ত্বকের জ্বালাপোড়া কমবে ও ত্বক থাকবে নরম ও কোমল।
৪.নখ ও কিউটিকেলের যত্নে-
ম্যানিকিউর করার সময় নখের চারপাশ অনেক শুষ্ক হয়ে যায়। তাই ম্যানিকিউর অথবা নখ কাটার পর নখের চারপাশের শুষ্ক অংশের কিউটিকলে – ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল ম্যাসাজ করুন। এতে কিউটিকল গুলো নরম থাকবে ও নখ মজবুত ও উজ্জ্বল হবে।
৫.স্কিন হাইলাইট করতে-
শীতের দিন কিংবা হালকা শুষ্ক আবহাওয়ায় মেকআপের পর গালে, হাতের কব্জিতে বা কলারবোনে হালকা ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল লাগাবেন। এতে ওই অংশ অনেক চকচকে দেখাবে এবং স্কিনকে অনেক হাইলাইটিং ও ন্যাচারাল গ্লোয়ি লাগবে।
এইতো জেনে নিলাম ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েল এর উপকারীতা ও ব্যবহার সম্পর্কে। ত্বকের যত্নে এটি একটি জাদুকরী প্রোডাক্ট। তাই এখনই অরিজিনাল ভ্যাসলিন ইন্টেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট বডি অয়েলসহ অন্যান্য স্কিন কেয়ার প্রডাক্ট পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।