ত্বকের যত্ন

ওসুফি সিরাম ব্যবহারের নিয়ম ও উপকারিতা।

benefits of using Osufi serum

সুস্থ, সুন্দর ও উজ্জ্বল বেবি ফেইস পেতে অসুফি কোলাজেন ময়শ্চেরাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স এর জুরি নেই।এটি ব্যবহার করে আপনি পাবেন সুন্দর ও সতেজ ত্বক, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এটি একটি মল্টি-ফাংশনাল প্রোডাক্ট যা টোনার এবং এসেন্স উভয়ের কাজ একসঙ্গে করে। রেগুলার বেসিক স্কিন কেয়ার করতে যাদের অলসতা চলে আসে তাদের জন্য অসুফি কোলাজেন ময়শ্চেরাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স টোনার পারচেজ করা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, কারণ এটি মাল্টি ফাংশনাল। এছাড়াও এই টোনারটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজড করে, প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং দৃঢ়তা প্রদান করে। রেগুলার ব্যবহারে এটি ত্বকের শুষ্কতা দূর করবে, ত্বককে কোমল ও সতেজ রাখবে।

ওসুফি কোলাজেন ময়েশ্চারাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স কেন ব্যবহার করবেন?

Osufi - Collagen Moisturizing Brightening Firiming Essence Toner - 300ml, SKU: 6956996716477

যাদের ত্বক অনেক বেশি শুষ্ক, মলিন এবং রিঙ্কেলস বা বয়সজনিত বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে তাদের জন্য এটি ব্লেসিং প্রোডাক্ট। এছাড়াও যাদের ত্বকে আদ্রতা, উজ্জ্বলতা কমে গেছে ও ত্বক কুঁচকে যাওয়া বা স্থিতিস্থাপকতার ঘাটতি দেখা দিয়েছে তাদের জন্য এই অসুফি কোলাজেন ময়শ্চেরাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স টোনার ব্যবহার করলে এইসব সমস্যা দূর হবে এবং আপনি পাবেন হাইড্রেটিং,হেলদি ও ব্রাইটনিং বেবি ফেইস। এছাড়াও এর রয়েছে আরও গুনাগুন চলুন জেনে নেই,

  • এটি স্কিন মোটা করে ও পাতলা স্কিন রিপেয়ার করে।
  • মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।
  • আপনার ত্বককে টানটান,স্মুথ,গ্লাস স্কিন করবে।
  • স্কিনকে আরো ফর্সা এবং গ্লোয়ি করবে ।
  • এটি ত্বককে সেট করে যাতে অন্যান্য প্রোডাক্ট ত্বকে কার্যকর হয়।

এই এসেন্স টোনারটি আপনার স্কিনকে বাচ্চাদের মতো নরম , মসৃণ ও হেলদি ফিল দিবে। বিশেষ করে এটি যতো বেশি স্কিনে ব্যবহার করবেন স্কিন ততো বেশি সুন্দর থাকবে।

ওসুফি সিরাম এর উপকারিতা

অসুফি কোলাজেন ময়শ্চেরাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স টোনার সাধারণত ত্বকের কোলাজেন মাত্রা বাড়িয়ে ত্বকের স্বাস্থ্য উন্নত করে।
কোলাজেন কি :কোলাজেন হলো এক প্রকারের প্রোটিন, যা ত্বকের ইলাস্টিসিটি, দৃঢ়তা এবং তারুণ্যতা বজায় রাখে। এই প্রোটিন আমাদের শরীরেই উৎপন্ন হয়। কিন্তু বয়সের সাথে সাথে এবং বিভিন্ন পারিপার্শ্বিক কিছু কারণে এটি সময়ের সাথে সাথে কমতে থাকে ফলে ত্বকের উজ্জ্বলতা, তারুণ্যতা কমে যায়। অসুফি কোলাজেন ময়শ্চেরাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স টোনার এর মেইন ইনগ্রেডিয়েন্ট হলো কোলাজেন।এটি নিয়মিত ব্যবহারে ত্বকে কোলাজেনের মাত্রা বুস্ট আপ হয় এবং ত্বক হয় মসৃণ উজ্জ্বল ও সতেজ।

ময়েশ্চারাইজিং

এই এসেন্স টোনারটির মলিকিউল হালকা ও স্ট্রাকচার ঘন সূত্রের তাই এটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজড করে এবং ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। এটি ত্বকের ন্যাচারাল ওয়েল ব্যালেন্স করে এবং আর্দ্রতা ধরে রেখে ত্বককে কোমল ও মসৃণ করে তোলে।

ব্রাইটেনিং

এতে রয়েছে কোলাজেন যা,ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও এটি ত্বকের শেডকে সমান করে এবং ত্বকের নিস্তেজ ভাব দূর করতে সাহায্য করে।

ফার্মিং

এই এসেন্স টোনারটিতে রয়েছে কোলাজেন যা আপনার স্কিনের সেভেন লেয়ার এর গভীরে গিয়ে স্কিন কে ভেতর থেকে সুন্দর ও গ্লাস স্কিন করে। এছাড়াও এটি ত্বকের প্রাকৃতিক কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে, যা ত্বকের ইলাস্টিসিটি টাইট করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বককে আরো তরুন এবং সতেজ রাখে।

বার্ধক্য প্রতিরোধ করে

এই টোনারটির মেইন ইনগ্ৰেডিয়েন্ট হলো কোলাজেন যা ত্বকের ইলাস্টিসিটি টাইট করে এবং বয়সজনিত সমস্যার উপস্থিতি কমিয়ে বার্ধক্যের প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে।

রিঙ্কেলস ও সূক্ষ্ম রেখা কমানো

ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এটি ত্বকের বলিরেখা এবং সূক্ষ্ম রেখা ফেইড করতে সাহায্য করে, ফলে ত্বক ইয়ং এবং স্কিন টানটান দেখায়।

ত্বকের আর্দ্রতা বজায় রাখে

এই টোনারটি প্রাকৃতিক উপাদানের মিশ্রণে তৈরি,যা ত্বকের জন্য প্রয়োজনীয় আদ্রতা ব্যালান্স করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে, ফলে ত্বক কোমল ও মসৃণ হয়।

ক্ষতিকর উপাদান নেই

এই এসেন্স টোনারটিতে কোনো প্রকার হার্মফুল ইনগ্রেডিয়েন্ট নেই যা ত্বকের ক্ষতি করে এবং এটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।

ব্যবহার পদ্ধতি

১.রাতে ঘুমানোর আগে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
২.একটি কটন প্যাডে কিংবা হাতের তালুতে ২-৩ ফোঁটা অসুফি কোলাজেন ময়শ্চেরাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স টোনার হাতে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিবেন।
৩.সকালে উঠে ধুয়ে ফেলবেন।
৪.পরবর্তীতে ব্যবহারের জন্য সকালে মুখ পরিষ্কার করে এভাবেই ব্যবহার করবেন।
৫.দিনের বেলায় ব্যবহারের ক্ষেত্রে অসুফি কোলাজেন ময়শ্চেরাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স টোনার ব্যবহারের পর তা শুকিয়ে গেলে সানস্ক্রিন এপ্লাই করুন।

আশা করি, রেগুলার সঠিক নিয়মে ওসুফি কোলাজেন ময়েশ্চারাইজিং ব্রাইটেনিং ফার্মিং এসেন্স টোনার ব্যবহার করলে উপরে উল্লেখিত উপকারিতা পাবেন।তবে যে কোন প্রোডাক্ট প্রথম ব্যবহারের ক্ষেত্রে, অবশ্যই প্যাচ টেস্ট করে ব্যবহার শুরু করবেন এবং কোনও স্বাস্থ্য সমস্যা তৈরি হলে ডার্মাটোলজিস্ট এর পরামর্শ গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *