চুলের যত্ন

চুলের যত্নে অ্যালোভেরা জেলের উপকারিতা।

aloe vera gel

আ্যলোভেরা একটি ভেষজ উদ্ভিদ যার রয়েছে অসংখ্য ঔষধি গুন। এই ভেষজটি প্রাচীনকাল থেকেই নানাভাবে ব্যবহৃত হয়ে আসছে। ত্বক এবং চুলের যত্নে এটি খুবই কার্যকর।প্রায় সারা বছরই চুল পড়ার সমস্যায় কমবেশি আমরা সবাই ভুগি।

ব্যস্ত জীবনে কাজের তাগিতে বাইরে তো যেতেই হয়, তবে আমরা কি জানি যে বাইরের ধুলোবালি ,ময়লা ও দূষণ থেকেই চুলের সবচেয়ে বেশি ক্ষতি হয়। নারীর সৌন্দর্য তার চুলে প্রকাশ পায়। তাই চুলের প্রতি আমাদের আরও যত্নবান হতে হবে।

চুলের যত্নে খুবই কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ হচ্ছে অ্যালোভেরা। ত্বক, চুল এবং শরীরের নানা সমস্যার সমাধান হয় নিয়মিত ও সঠিক নিয়মে আ্যলোভেরা ব্যবহার করলে।

চলুন জেনে নেওয়া যাক অ্যালোভেরা জেল ও ভেষজ‌ উদ্ভিদ আ্যলোভেরা ব্যবহারে কি কি বেনিফিট পাওয়া যায় চুলে।

আ্যলোভেরা জেল ব্যবহারে চুলে কি কি উপকার হয় :-

hair Care aloe vera

১. চুলে পুষ্টির যোগান দেয়: আ্যলোভেরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং মিনারেলস। যা চুলে পুষ্টির যোগান দেয় ফলে চুল হয় হেলদি, মজবুত ,ঘন ও আরো বেশি শাইনি।

২. স্কেল্পের ড্যামেজ রিপেয়ার করে: আ্যলোভেরায় রয়েছে প্রোটিয়োলাইটিক এনজাইম এবং রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা , যা স্কেল্পের কোন সমস্যা থাকলে বা স্কেল্পে প্রদাহজনিত ড্যামেজ থাকলে , খুশকির সমস্যা থাকলে তা সারিয়ে তোলে। এতে রয়েছে এন্টি ইনফ্লামেশন প্রপার্টিজ । ফলে চুলের ফলিকলের পুষ্টি বৃদ্ধি পায় এবং চুল খুব দ্রুত লম্বা ও স্বাস্থ্যজ্জ্বল হয়।

৩. চুলকে ঘন ও স্বাস্থ্যজ্জ্বল করে: আ্যলোভেরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ ,ভিটামিন সি এবং ভিটামিন ই ফর্মুলা যা চুলে পুষ্টির যোগান দেয় এবং চুলকে করে আরো ঘন স্বাস্থ্যজল ও হেলদি।

৪. চুল সিল্কি করে: অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহারে চুল হবে সিল্কি ও শাইনি। এক্ষেত্রে আ্যলোভেরা জেল এর সঙ্গে লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে চুলে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

চুলে আ্যলোভেরা জেল কিভাবে ব্যবহার করব?

চুল নিয়ে কমবেশি আমরা সবাই চিন্তিত। কারণ চুলের সমস্যা যেন একটার পর একটা লেগেই থাকে। ইতিমধ্যেই আমরা জেনেছি ,অ্যালোভেরা জেল ব্যবহারে চুলে কি কি উপকার পাওয়া যায়। এখন আমরা জেনে নেব অ্যালোভেরা জেল চুলে কিভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায় সেই সম্পর্কে।

অ্যালোভেরা জেল বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট এর সাথে মিক্স করে প্যাক তৈরি করে চুলে ব্যবহার করলে চুলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। চলুন কিছু অ্যালোভেরার প্যাক সম্পর্কে জেনে নেই।

১.সিল্কি চুলের জন্য অ্যালোভেরা ও লেবুর হেয়ার প্যাক:

কয়েক ফোটা লেবুর রসের সাথে, তিন ফোটা টি ট্রি ওয়েল ও তিন চামচ আ্যলোভেরা জেল মিক্স করে প্যাক তৈরি করে নিন। এবার আলতো ভাবে মাথার ত্বকে এপ্লাই করুন। এই প্যাকটি চুলে ২০ মিনিট রাখুন এবং তারপর যথারীতি শ্যাম্পু করে নিন। এ প্যাক ব্যবহারে আপনার চুল হবে সিল্কি শাইনি এবং স্কেল্পের সমস্যা দূর হবে।

২. চুল লম্বা করতে অ্যালোভেরা ও মেথির হেয়ার প্যাক:

তিন চামচ আ্যলোভেরা জেলের সাথে ,দুই চামচ মেথির পাউডার মিক্স করে প্যাক বানিয়ে নিন। এবার আলতোভাবে চুলে এই প্যাকটি লাগিয়ে নিন। প্রায় ৩০ মিনিট এই প্যাকটি চুলে রাখবেন। এরপর যথারীতি চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। এটি ব্যবহারে চুল লম্বা হবে এবং চুল পড়া কমে যাবে।

৩. ঘন চুলের জন্য আ্যলোভেরা ও ক্যাস্টর অয়েল এর হেয়ার প্যাক:

এক চামচ ক্যাস্টর অয়েল এর সাথে, তিন চামচ নারকেল তেল , কয়েক ফোটা রোজ মেরী এসেন্সিয়াল ওয়েল ও তিন চামচ আ্যলোভেরা জেল মিক্স করে প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাকটি আলতোভাবে চুলে লাগিয়ে রাখুন। এই প্যাকটি চুলে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক ব্যবহারে চুল হবে ঘন ও মজবুত।

৪. চুলের হাইড্রেশন ও ময়েশ্চারাইজ ঠিক রাখতে ডিম ও অ্যালোভেরার প্যাক:

একটি ডিম ও তিন চামচ আ্যলোভেরা জেল একটি বাটিতে নিয়ে বিট করে একটি স্মুথ পেস্ট তৈরি করুন। এবার একটি ব্রাশ বা অ্যাপ্লিকেটর দিয়ে চুলে ভালোভাবে এই প্যাকটি লাগিয়ে একটি শাওয়ার কেপ মাথায় পড়ে নিন।

এই প্যাকটি চুলে ৩০ মিনিট রাখবেন। এরপর চুল পরিষ্কার করার জন্য প্রথমে কুসুম গরম পানি দিয়ে চুল পরিষ্কার করে তারপর শ্যাম্পু করূন। এই হেয়ার প্যাক ব্যবহারে আপনার চুলের হাইড্রেশন ও ময়েশ্চারাইজ লেভেল ঠিক থাকবে।

৫. রুক্ষ ও নিষ্প্রাণ চুলকে বাউন্সি ফ্লাফি করতে নারিকেল তেল ও অ্যালোভেরার হেয়ার প্যাক:

চুলের জন্য পর্যাপ্ত পরিমাণ নারিকেল তেল ও তিন চামচ এলোভেরা জেল মিক্স করে আলতোভাবে তেলের মত করে মাথায় লাগিয়ে নিন। এবার এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। এই হেয়ার প্যাক চুলকে ডিপ কন্ডিশনিং করবে। সপ্তাহে‌ দুইবার এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে চুল হবে প্রাণবন্ত , বাউন্সি ও ফ্লাফি।

এবার আমরা জানবো আ্যলোভেরা জেল ও ভেষজ আ্যলোভেরা উদ্ভিদ কোনটা বেশি উপকারী-

আ্যলোভেরা জেল ও ভেষজ আ্যলোভেরা উদ্ভিদ

ভেষজ আ্যলোভেরা উদ্ভিদের তুলনায় প্রক্রিয়াজাতকরণ অ্যালোভেরা জেল ত্বক ও চুলের জন্য বেশি কার্যকর। কারণ আ্যলোভেরার জেল হচ্ছে ভেষজ আ্যলোভেরার উদ্ভিদ এর প্রক্রিয়াজাত ফর্ম।

aloe vera Tree

কিন্তু অবশ্যই ভেষজ আ্যলোভেরা উদ্ভিদ ১০০% অথেন্টিক ,সেই তুলনায় প্রক্রিয়াজাতকরণ আ্যলোভেরা জেলে ১০০% অ্যালোভেরা থাকে না। প্রক্রিয়াজাতকরণ আ্যলোভেরা জেলে রয়েছে পানি ,আ্যলোভেরা পাল্প ও কিছু উপাদান যা পণ্যের সেলফ লাইফ বাড়াতে সাহায্য করে। তাই এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় এবং সব ধরনের ত্বকে মানানসই হয় কোন রকমের ইনফ্লামেশন ছাড়া।

কিন্তু ভেষজ আ্যলোভেরা উদ্ভিদ এর জেল বা রস ডাইরেক্ট ব্যবহারে ত্বকে ইনফ্লামেশন দেখা দেয়। তাই ত্বকের যত্নে বা চুলের যত্নে প্রক্রিয়াজাতকরণ আ্যলোভেরা জেল ব্যবহার উপকারী।

বর্তমানে বিভিন্ন ধরনের আ্যলোভেরা জেল আছে যা ১০০% অ্যালোভেরা না থাকলেও ৯৮% আ্যলোভেরা থাকে। যেমন- Skin Cafe Pure and natural 98% aloe Vera gel , Pax Moly real aloe Vera mask ইত্যাদি।

এক্ষেত্রে অথেন্টিক আ্যলোভেরা জেল এবং বিউটি প্রোডাক্ট ব্যবহার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *