ত্বকের যত্ন

ত্বকের যত্নে বরফের উপকারিতা ও ব্যবহার।

Benefits and uses of ice in skin care

গরমের তীব্রতা ,রেগুলার কাজের চাপ ও সময়ের স্বল্পতায় সময় করে ত্বকের যত্ন নেওয়া যখন চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তখন ঝটপট ও সহজ উপায়ে ত্বকের যত্ন নিতে পারাটাই স্বস্তিজনক হয়ে ওঠে। গরমের দিনে ত্বকের যত্ন নেওয়ার সহজ ও ঝটপট উপায় হলো বরফ স্ক্রাবিং করা। নিষ্প্রাণ ও মলিন ত্বককে ইনস্ট্যান্টলি সতেজ ও প্রাণবন্ত করতে বরফ খুবই কার্যকর।

ত্বকের যত্নে বরফের উপকারিতা

প্রাচীনকাল থেকেই সৌন্দর্য সচেতন ব্যক্তিরা রূপচর্চায় শীতল পানি বা বরফ পানির ব্যবহার করতেন। ত্বকের যত্নে বরফ ব্যবহার করলে অনেক গুনাগুন পাওয়া যায়। চলুন জেনে নেই ত্বকের যত্নে বরফের উপকারিতা ও সঠিক ব্যবহার সম্পর্কে।

১. পোরস মিনিমাইজ করে-

আমাদের সবার ত্বকেই ছোট ও বড় আকারের ছিদ্র বা পোরস থাকে। তবে এই পোরসগুলো অনেকেরই স্বাভাবিকের তুলনায় বড় আকারের হয় যা মিনিমাইজ করতে নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে হয়। তবে আপনি কি জানেন? বরফ ঘষলে ত্বকের এই পোরসগুলো ইন্সট্যান্ট সঙ্কুচিত হয়, ফলে ত্বক আরও মসৃণ এবং টানটান দেখায়।

২. লালচে র‍্যাশ বা জ্বালাভাব কমায়-

ত্বকে অ্যালার্জি, র‍্যাশ বা চুলকানি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বরফ ঘষুন। কারণ বরফের ঠাণ্ডা প্রভাব ত্বকের লালচে ভাব ও চুলকানি দূর করতে সাহায্য করে।

৩. আই পাফিনেস দূর করে –

ঘুম থেকে উঠেই দেখা যায় চোখের চারপাশে ফুলে আছে, এই অবস্থায় এক টুকরো বরফ পাতলা সুতির কাপড়ে পেঁচিয়ে হালকা হাতে চোখের চারপাশে ঘষলে ফোলাভাব কমে যাবে। কারণ বরফের শীতল স্পর্শ রক্তনালীকে সঙ্কুচিত করে দ্রুত আরাম দেয়।

৪. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়-

বরফের শীতলতা ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে , এতে ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল ও প্রাণবন্ত হয়। ত্বকের যত্নে নিয়মিত বরফ ব্যবহার করলে উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

৫. ডার্ক সার্কেল দূর করে-

চোখের নিচে ডার্ক সার্কেলের সমস্যা থাকলে নিয়মিত বরফ ব্যবহার করলে অনেকটা উপকার পাওয়া যায়।

৬. মেকআপ সেট করতে সাহায্য করে-

মেকআপের আগে মুখে বরফ ঘষলে ত্বকে মেকআপ ভালোভাবে বসে এবং দীর্ঘক্ষণ থাকে। এটি মেকাপের ক্ষেত্রে প্রাইমারের মতো কাজ করে।

৭. ত্বক টানটান ও সতেজ রাখে-

বরফ ব্যবহারে ত্বক তাৎক্ষণিকভাবে টানটান ও সতেজ হয়ে ওঠে। বরফের ব্যবহারে বার্ধক্যের ছাপ হ্রাস পায়।

বরফের সঠিক ব্যবহার ও সর্তকতা

  • ঠান্ডা মৌসুমে ত্বকের যত্ন নিতে বরফ ব্যবহার না করাই ভালো, এতে ঠান্ডা লেগে যেতে পারে।
  • গরমের দিনে ত্বকের যত্ন নিতে বরফ ব্যবহার করুন, কারণ গরমের তীব্রতায় বরফ ব্যবহার করলে ত্বকে অনেকটা শীতল ও সতেজ অনুভূতি আসে।
  • ত্বকে সরাসরি বরফ ব্যবহার করবেন না। বরফ ব্যবহারের সময় নরম সুতি কাপড় পেঁচিয়ে ব্যবহার করূন।
  • এক স্থানে দীর্ঘ সময় ধরে বরফ ঘষবেন না, রাউন্ড আকারে পুরো ফেইসে বরফ ঘষুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *