Uncategorized

ব্রণের সমস্যায় গার্নিয়ার মেন অ্যাকনো ফেসওয়াশ কেন সেরা ?

ব্রণের সমস্যায় গার্নিয়ার মেন অ্যাকনো ফেসওয়াশ কেন সেরা ?

মেয়েদের তুলনায় ছেলেদের ত্বক অনেকটা মোটা ও বেশি পরিমাণে সেবাম উৎপন্ন করে। তাই ছেলেদের ত্বককে পরিষ্কার রাখতে এমন ফেশওয়াস ব্যবহার করতে হবে যা ত্বককে ডিপলি ক্লিন করবে। গার্নিয়ার মেন একনো ফাইট আ্যন্টি পিম্পল ফেইসওয়াশে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, চার্কোলের ফর্মুলা ও প্রাকৃতিক উপাদান যা আপনাকে একটি স্বাস্থ্যকর আভা প্রদান করবে এছাড়াও এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, পোরস ব্লকেজ হওয়া রোধ করে ও ব্যাকটেরিয়া দূর করে ত্বককে ডিপলি ক্লিন করে। এই ফেইশওয়াসটি পুরুষদের ত্বকের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়াও গুনগত মান অনুযায়ী এটি খুবই সাশ্রয়ী মূল্যে পারচেজ করা যায়।

গার্নিয়ার মেন অ্যাকনো ফেসওয়াশ

বিশেষ করে বন প্রবণ ত্বকের জন্য এটি খুবই পপুলার। চলুন আজকের ফিচারে‌ Garnier Men Acno Fight Face Wash সম্পর্কে জেনে নেই।

তেল নিয়ন্ত্রণ করে ও ত্বককে গভীর থেকে পরিষ্কার করে –

মেয়েদের তুলনায় ছেলেদের ত্বকে অনেক বেশি তেল জমে,যা ব্রণের প্রধান কারণ। গার্নিয়ার মেন একনো ফাইট আ্যন্টি পিম্পল ফেইসওয়াশে রয়েছে চার্কোল ও স্যালিসাইলিক অ্যাসিড যা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ও পোরসের গভীরে জমে থাকা ময়লা দূর করে ত্বককে পরিষ্কার রেখে ব্রনের ঝুঁকি কমায়।

ত্বকের জ্বালা-লালভাব কমায়-

এতে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, যা ব্রণের প্রদাহ ও লালচেভাব হ্রাস করে ত্বককে শান্ত করে।

ব্রণ প্রতিরোধ করে –

এতে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ও চারর্কোল ফর্মুলা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে ও ব্রনের ব্যাকটেরিয়া ধ্বংস করে ও পোরস ব্লক হওয়া এতে নতুন করে ব্রণ উঠার সম্ভাবনা কমে যায়।

ত্বকে ফ্রেশ ও ম্যাট ফিনিশ লুক দেয় –

এটা দিয়ে ত্বক পরিষ্কার করার পর ত্বক অনেক বেশি শুষ্ক হয় না। এছাড়াও এতে রয়েছে মেন্থলের সতেজতা যা ত্বককে রাখে সারাদিন ফ্রেশ ও ম্যাট।

প্রতিদিন সকাল-রাতে দুইবার বা একবার করে ব্যবহার করলে ব্রণ ও ব্ল্যাকহেডস নিয়ন্ত্রণে আসে এবং ত্বক মসৃণ ও পরিষ্কার দেখায়।

ব্যবহারের নিয়ম

  • পরিষ্কার পানিতে আপনার মুখ ভালোভাবে ভিজিয়ে নিন। গরম পানির পরিবর্তে স্বাভাবিক বা হালকা ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে ত্বকের ন্যাচারাল অয়েলের ভারসাম্য বজায় থাকবে।
  • হাতের তালুতে অল্প পরিমাণে ফেসওয়াশ নিয়ে ভেজা মুখে আলতো করে রাউন্ড আকারে ম্যাসাজ করুন। মুখের T-জোন ও ব্রণপ্রবণ এরিয়ায় বেশি ফোকাস করে ভালোমতো ম্যাসাজ করূন।
  • এবার পরিষ্কার পানি দিয়ে পুরো মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।
  • নরম তোয়ালে দিয়ে মুখ আলতোভাবে ট্যাপ ট্যাপ করে শুকান।
  • ত্বকে ব্রণ ও ব্ল্যাকহেডস এর সমস্যা দূর করতে দিনে ২ বার করে ব্যবহার করুন। তবে ত্বকে যদি বেশি শুষ্কতা অনুভব করেন তবে এর ব্যবহার কমিয়ে, দিনে ১ বার ব্যবহার করুন।

সতর্কতা

  • এই ফেসওয়াশে যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড আছে তাই এটি ব্যবহারে অনেকের ত্বক শুষ্ক হতে পারে। তাই ফেসওয়াশ ব্যবহারের পর অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার লাগান ।
  • দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করুন, কারণ স্যালিসাইলিক অ্যাসিড ত্বককে সূর্যের প্রতি সংবেদনশীল করে।
  • চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন।
  • সর্বোচ্চ ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করুন। এই ফেসওয়াশটি ২-৪ সপ্তাহ টানা ব্যবহার করলে পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন।

গার্নিয়ার মেন একনো ফাইট ফেসওয়াশ ব্রণ ও তৈলাক্ত ত্বকের জন্য একটি কার্যকর সমাধান। এই ফেসওয়াশটি পুরুষদের ত্বকের অবস্থার কথা মাথায় রেখে ডিজাইন করা। ছেলেদের ত্বকের ব্রণ নিয়ন্ত্রণে এটা খুবই কার্যকর একটি ফেসওয়াশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *