মেকআপ

অয়েল ফ্রি ও লং-লাস্টিং ম্যাট মেকআপ এর জন্য সেরা প্রাইমার।

The best primer for oil-free and long-lasting matte makeup

মেকআপ লুককে মসৃণ ও নিখুঁত করতে নানা ধরনের মেকআপ সামগ্রী ব্যবহার করা হয়। নিখুঁত মেকাপ লুক ক্রিয়েট করার ,এমনই এক গুরুত্বপূর্ণ মেকআপ পণ্য হচ্ছে প্রাইমার। ত্বকের ধরন যেমনই হোক না কেন, মেকআপের নিখুঁত বেস ও লং লাস্টিং এফেক্ট পেতে প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট এর মতো প্রাইমারও ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয়। গরমের দিন তো চলেই এসেছে। গরমের কথা মনে পড়লেই মাথায় আসে, তেল চিটচিটে, ঘর্মাক্ত‌ কেকি মেকাআপ।

গরমে মেকআপ গলবে, স্মাজ করবে এটাই স্বাভাবিক। তাই গরমের কথা মাথায় রেখে, ব্যবহার করতে হবে অয়েল ফ্রি ,ম্যাট ফর্মুলার প্রাইমার। আজকের ফিচারে আমি অয়েল ফ্রি ,ম্যাট ফর্মুলার প্রাইমার সম্পর্কে আলোচনা করব, যা‌ আপনার মেকআপ লুককে দেবে অয়েল ফ্রি ও লং-লাস্টিং ম্যাট ফিনিশ।

মেকআপ রেভোলিউশন ম্যাটিফাই ম্যাট অ্যান্ড ফিক্স প্রাইমার

Makeup Revolution Mattify Matte & Fix Primer - 28ml, SKU:5057566076609

মেকআপ রেভুলেশন হলো যুক্তরাজ্যের (UK) Revolution Beauty London কোম্পানির অধীনে পরিচালিত একটি বিউটি ব্র্যান্ড। তাদের Makeup Revolution Mattify Matte & Fix Primer টি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। এটি তৈলাক্ত ও কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট চয়েস। এতে রয়েছে অয়েল-কন্ট্রোল ফর্মুলা যা ত্বককে রাখে অয়েল ফ্রি ও দেয় লং-লাস্টিং ম্যাট ফিনিশ এফেক্ট ।

প্রাইমারটির বেনিফিটস

  • ফাউন্ডেশন এপ্লাইয়ের পূর্বে এই প্রাইমারটি ব্যবহার করলে এটি ফাউন্ডেশন বা আপনার ফুল মেকআপ লুকে দেবে ৬-৮ ঘণ্টা পর্যন্ত লং লাস্টিং এফেক্ট।
  • এতে রয়েছে ম্যাটিফাইং ফর্মুলা যা ত্বকের টি-জোন ও অন্যান্য অংশের অতিরিক্ত তেল এবজর্ব করে, আপনাকে দেবে অয়েল ফ্রি,ম্যাট লুক।
  • এর টেক্সচার লাইটওয়েট & নন-গ্রেসি প্রকৃতির যা ত্বককে দেয় হালকা ও শুষ্ক অনুভূতি।
  • এটি ত্বকের পোরস মিনিমাইজ করে ত্বককে মসৃণ করে ও ফেইসে থাকা ফাইন লাইনসে ব্লারিং ইফেক্ট দেয়।
  • এটি ফাউন্ডেশনের অক্সিডাইজেশন কমায়।

অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ম্যাটিফাই মি ফেস প্রাইমার

ব্রনের সমস্যার কারণে অনেকেই মেকআপ করতে ভয় পায়। বিশেষ করে গরমকালে অয়েলি স্কিনে ব্রণের প্রকোপ বেশি হয়। যারা ব্রনের ভয়ে মেকআপ করতে চান না তাদের জন্য Absolute New York Mattify Me Face Primer টি ভালো কাজে দেবে। কারণ এতে রয়েছে একনে ব্রেকআউট প্রিভেন্ট করার ফর্মূলা।এই প্রাইমারটি যুক্তরাষ্ট্রের (USA) একটি পপুলার মেকআপ ব্র্যান্ড এবং তাদের পন্য গুলো দাম অনুযায়ী খুবই মানসম্মত।

প্রাইমারটির বেনিফিটস

  • এটি ত্বকের টি-জোন ও অন্যান্য অংশে জমে থাকা অতিরিক্ত তেল এবজর্ব করে ত্বকে দীর্ঘসময় ধরে ম্যাট লুক বজায় রাখে।
  • এটি সিলিকন-বেসড ফর্মুলায় তৈরি হওয়ায় ত্বকের ছোট বড় পোরস ও ভিজিবল ফাইন লাইনস ব্লার করে, আপনাকে দেবে ফ্ললেস মেকআপ ফিনিশ।
  • এটি নন-গ্রিসি ও লাইটওয়েট প্রকৃতির যা ত্বকে দেয় ওয়েল ফ্রি , হালকা অনুভূতি।
  • এটি নন-কমেডোজেনিক ফর্মুলায় তৈরি, যা ত্বকের পোরস ক্লগ করে না ফলে একনে ব্রেকআউটের সমস্যা কম হয়।
  • এটি অয়েলি ও কম্বিনেশন ত্বকের জন্য উপযুক্ত

গরমে স্কিনকে মেকাপের জন্য প্রিপেয়ার করতে ম্যাট প্রাইমার কেন দরকার?

আমাদের স্কিন থেকে প্রতিনিয়ত অয়েল সিক্রেশন হয়,যার ইফেক্টে মেকাপ গলে যায় ও স্মাজ‌ করে। গরমের দিনে এই সমস্যা বেশি হয়। তবে মেকআপের আগে যদি ত্বককে প্রিপেয়ার করতে ম্যাটিফাই প্রাইমার ব্যবহার করা হয় তাহলে,সেটা ত্বকের মেকআপে ইফেক্ট করতে দেয় না। কারন ম্যাটিফাই প্রাইমার আমাদের স্কিনের উপর একটি পাতলা লেয়ার তৈরি করে। এতে ত্বকের আনইভেন সারফেইস ইভেন হয় , ত্বকের অতিরিক্ত তেল এবজর্ব করে ও স্কিনকে মসৃণ করে ফলে মেকআপ অ্যাপ্লিকেশন করাও ইজি হয়। যার কারণে পাওয়া যায় অয়েল ফ্রি, ম্যাট মেকআপ লুক।

মেকআপের পারফেক্ট বেইজ ক্রিয়েট করতে প্রাইমারের বিকল্প নেই। মেকআপের পারফেক্ট বেইজ ক্রিয়েট করতে প্রাইমার মাস্ট অ্যাপ্লাই করতে হবে। কারণ মেকআপের এই স্টেপটি, আপনার মেকআপ লুককে করবে নিখুঁত ও লং লাস্টিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *