শুকিয়ে যাওয়া মেকআপ পুনরায় কিভাবে ব্যবহার করবেন।
আমরা মেয়েরা স্বভাবতই মেকআপের অনেক আইটেম নিজের কালেকশনে সংগ্ৰহ করতে পছন্দ করি। যখন যেটা পছন্দ হয় সেটাই নিয়ে চলে আসি। তবে কালেকশনে থাকা সব মেকাআপ আইটেম সবসময় ব্যবহার করার সময় হয়ে ওঠে না। তাই তো কালেকশনে থাকা অতিরিক্ত মেকআপ প্রডাক্ট অনেক সময় (হার্ড) শুকিয়ে যায়।
শুকিয়ে যাওয়া মেকআপ প্রডাক্ট ত্বকে ভালোভাবে পিগমেন্টেড হয় না পাশাপাশি ব্লেন্ডও হয় না। শখ করে কেনা জিনিস যখন ব্যবহার করা যায় না, তখন খুবই খারাপ লাগে এটাই স্বাভাবিক। তবে এইরকম অবস্থা হলে,আর চিন্তা করতে হবে না; আমি দিব এর সমাধান। মেকআপ প্রোডাক্ট শুষ্ক বা শুকিয়ে গেলে ট্রাই করবেন (Inglot Duraline Makeup Mixing Liquid) এই প্রডাক্টটি। এই প্রডাক্টটি খুবই কাজের। তাই দেরি না করে চলুন জেনে নেই ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড এর বিভিন্ন ব্যবহার ও এটা দিয়ে শুকিয়ে যাওয়া মেকাআপ প্রডাক্ট কিভাবে পুনরায় ব্যবহারযোগ্য করা যায় সে সম্পর্কে।
ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড (Inglot Duraline Makeup Mixing Liquid)
এটি পোল্যান্ডের একটি বিশ্বখ্যাত কসমেটিকস ব্র্যান্ডের পন্য। এটি মেকআপ আর্টিস্টদের কাছে বেশ জনপ্রিয় একটি মাল্টিফাংশনাল ওয়াটারপ্রুফ মেকআপ মিক্সিং লিকুইড। যা শুকিয়ে যাওয়া আইশ্যাডো,আইলাইনার,গ্লিটার, ফাউন্ডেশন ও কনসিলারের টেক্সচার বা কনসিস্টেন্সি ইমপ্রুভ করে, মেকআপ প্রোডাক্টকে ওয়াটারপ্রুফ করে ও দেয় লং-লাস্টিং ইফেক্ট । এটি পাউডার আইশ্যাডো থেকে শুরু করে জেল জাতীয় প্রোডাক্টকে ক্রিমি ও লিকুইডে রূপান্তর করে, পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলতে পারে।
ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড এর বিভিন্ন ব্যবহার –
১.শুকিয়ে যাওয়া জেল আইলাইনার ব্যবহারযোগ্য করা
যেকোনো হালকা লুককে গর্জিয়াস করে তুলতে, চোখের সাজে আইলাইনার ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। টানা টানা দুটি চোখ যেন মন কেড়ে নেয় সবার। তবে আইলাইনার দিয়ে চোখ সাজাতে কিন্তু বেশ সময় লাগে।অনেক সময় নিয়ে চোখের সাজ ক্রিয়েট করার কারণে মাঝে মাঝে জেল আইলাইনার হার্ড হয়ে যায় বা শুকিয়ে যায়। এমন অবস্থায় জেল আইলাইনার সফট করতে ব্যবহার করূন ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড। এক্ষেত্রে জেল আইলাইনারের কৌটায় ১-২ ড্রপ ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড মিশিয়ে নিলেই আইলাইনারটি আগের মতো ব্যবহারযোগ্য হয়ে যাবে।
২.আইশ্যাডোকে আইলাইনারে রূপান্তর করা
আইলাইনারের কালার বলতে -ব্ল্যাক, ব্রাউন এন্ড ব্লু কালারই সবাই জানি। কিন্তু বর্তমান বাজারে আইলাইনারের অনেক কালার ও ভ্যারাইটি আছে। তবে সবগুলো কালারের আইলাইনার কেনা কিন্তু খুবই ব্যায়বহুল। তাই যারা বেশি অর্থ খরচ করতে চান না তারা কিন্তু ইনগ্লট ডিউরেলিন এর এই একটি প্রোডাক্ট দিয়েই তৈরি করতে পারবেন বিভিন্ন কালারের আইলাইনার। এক্ষেত্রে আপনার যে কালারের আইলাইনার দরকার সেই কালারের পাউডার আইশ্যাডো নিতে হবে এরপর এতে কয়েক ফোটা ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড মিশিয়ে এটাকে ক্রিমি কনসিস্টেন্সিতে রূপান্তর করতে হবে। এবার এই মিশ্রণটি আইলাইনার হিসেবে ব্যাবহার করতে পারবেন।
৩.মেকআপের কাস্টম শেইড তৈরি
মেকআপ আর্টিস্টদের কাছে মেকআপ মিক্সিং লিকুইড খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। কারণ এটা দিয়ে মেকআপের কাস্টম শেড তৈরি করা যায়। অনেক সময় ফাউন্ডেশনের সব শেইড তাদের কাছে এভেইলেবল থাকে না।এক্ষেত্রে ইমার্জেন্সিভাবে ফাউন্ডেশনের কাস্টম শেইড তৈরি করতে ব্যবহার করা হয় মেকআপ মিক্সিং লিকুইড। এক্ষেত্রে একটি প্যালেটে ফাউন্ডেশন নিয়ে এর শেইডে ভিন্নতা আনতে ২-৩ ফোটা ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড নিয়ে একটু একটু করে অন্য শেইড বা পিগমেন্ট ব্রাশ দিয়ে মিশিয়ে এর টেক্সচার স্মুথ করে নিতে হবে।
৪.চোখের উপর গ্লিটার বা লুজ আইশ্যাডো সেট করা
চোখের সাজকে লং লাস্টিং, চকচকে ও গ্লিটারি করতে আইশ্যাডোর সাথে ১ ফোটা ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড মিশিয়ে চোখের উপর লাগিয়ে নিন। এছাড়াও চোখের উপর লুজ আইশ্যাডো সেট করতে হালকা মেকআপ মিক্সিং লিকুইড লাগিয়ে এতে আইশ্যাডো লাগিয়ে নিলেই এটি সেট হয়ে যাবে।
৫.শুকনো বা ক্রিমি পণ্য- লিকুইডে রূপান্তর
আপনার কাছে যদি কমপ্যাক্ট পাউডার ,স্টিক কনসিলার অথবা ক্রিম বেসডের অন্যান্য মেকআপ প্রোডাক্ট থাকে তাহলে সেটা দিয়েই কিন্তু ফাউন্ডেশন বা কনসিলারের সঠিক শেইড কাস্টমাইজ করতে পারবেন।এক্ষেত্রে প্রয়োজন মত কমপ্যাক্ট পাউডার ও স্টিক কনসিলারের সাথে ১-২ ড্রপ ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড মিশিয়ে ,লিকুইড ফাউন্ডেশনে রূপান্তর করতে পারবেন। এছাড়াও কনসিলারে ইনগ্লট ডিউরেলিন মেকআপ মিক্সিং লিকুইড মেশালে এর কভারেজ বাড়বে, ওয়াটার প্রুফ হবে এবং আরও বেশি লং-লাস্টিং হবে।
মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, মেকআপ প্রেমীদের কাছে এটি খুবই পছন্দের একটি প্রোডাক্ট। যারা মেকআপ স্কিলে ভিন্নতা আনতে চান, তাদের জন্য এটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। তাই দেরি না করে এই সুন্দর প্রডাক্টটি পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।