ত্বকের যত্ন

সিম্পল ভাইটাল ভিটামিন নাইট ক্রিম এর উপকারিতা।

Benefits of Simple Vital Vitamin Night Cream

জীবিকার প্রয়োজনে সারাদিন, ঘর কিংবা বাহিরের কাজে ব্যস্ত থাকতে হয়। সারাদিনের কর্মব্যস্ততার প্রভাব শরীরের পাশাপাশি ত্বকের ওপর ও মারাত্মকভাবে পড়ে, যা রিপেয়ার করার সঠিক ও কার্যকর সময় হচ্ছে রাত। কারণ রাতে ত্বক দিনের তুলনায় বেশি এক্টিভ থাকে। তাই রাতে ত্বকের বিশেষ যত্ন নিতে ব্যবহার করূন সিম্পল ভাইটাল ভিটামিন নাইট ক্রিম। এই ক্রিম আপনার ত্বককে রিপেয়ার করতে সাহায্য করবে এবং ত্বককে সতেজ করে তুলবে।

মেইন ইনগ্রেডিয়েন্ট

  • প্রো-ভিটামিন বি৫
  • ভিটামিন ই
  • ভিটামিন F
  • গ্লিসারিন
  • স্কুয়ালেন
  • বোরেজ বীজের তেল
  • বিসাবোলল

সিম্পল ভাইটাল ভিটামিন নাইট ক্রিম এর উপকারিতা

Simple Vital Vitamin Night Cream
  • এতে রয়েছে প্রো-ভিটামিন বি৫ , যা ত্বকের গভীরে গিয়ে পুষ্টি সরবরাহ করে ও ড্যামেজড ত্বককে রিপেয়ার করতে সাহায্য করে।
  • এটি রেগুলার ব্যবহারে ত্বক থাকবে হাইড্রেটেড ,সফট ও মসৃণ।
  • এটি নন কোমোডোজেনিক তাই একনে প্রন স্কিনেও নিঃসন্দেহে ব্যবহার করা যাবে।
  • এতে রয়েছে আ্যন্টিঅক্সিডেন্ট গুণাবলী যা, ত্বককে বাইরের দূষণ থেকে প্রোটেক্ট করে ।
  • অ্যান্টি এজিং সাইনস- বলিরেখা ও রিঙ্কেলস রিমুভ করে।
  • এটি অ্যালকোহল ও‌ কৃত্রিম রঙ ও‌ ক্ষতিকর রাসায়নিক মুক্ত। তাই সংবেদনশীল ত্বকে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে।
  • ত্বকের ইরিটেশন ও লাল ভাব দূর করে।
  • এটি ত্বকের টেক্সচার উন্নত করে ও ত্বককে রাখে সতেজ।

ব্যবহারের নিয়ম

  • প্রথমেই ত্বকের ময়লা, তেল ও মেকআপ পরিষ্কার করতে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
  • এরপর যারা টোনার ব্যবহার করেন , তারা ত্বকে টোনার এপ্লাই করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • ত্বকের টোনার শোষিত হয়ে গেলে, আঙ্গুলের ডগায় অল্প পরিমাণে সিম্পল ভাইটাল ভিটামিন নাইট ক্রিম নিয়ে মুখ ও গলায় আলতো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন।
  • এটি নিয়মিত রাতে ব্যবহার করবেন।

সিম্পল ভাইটাল ভিটামিন নাইট ক্রিম যুক্তরাজ্যের (UK) একটি জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড। এই ব্র্যান্ডের পণ্যগুলো ত্বকের যত্নে খুবই কার্যকর। আশা করি ,আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। অরিজিনাল Simple Vital Vitamin Night Cream সহ আরো অন্যান্য সব দেশি-বিদেশি ব্র্যান্ডের অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেজ করতে অবশ্যই ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *