কারসেল কোলাজেন হেয়ার মাস্ক ব্যবহারের নিয়ম ও উপকারিতা।
চুল নিয়ে চিন্তার শেষ নেই। বিশেষ করে যারা চুল কালার করেছেন তারা, যদি রেগুলার চুলের সঠিক যত্ন না নেন তাহলে চুল হয়ে যাবে ড্রাই ও ড্যামেজড। এছাড়াও যারা রেগুলার হেয়ার ব্লোয়ার , কার্লিং ও বিভিন্ন হেয়ার হিট টুলস ব্যবহার করেন তাদের চুলে নিতে হবে আলাদা যত্ন।কি দিয়ে ড্রাই, ড্যামেজড, রঙ করা ও হিট-ড্যামেজড চুলের যত্ন নিবেন তা নিয়েই আজকের ফিচারে জানাবো, চলুন জেনে নেই –
কারসেল কোলাজেন হেয়ার মাস্ক ফর ড্রাই ড্যামেজড হেয়ার
শুষ্ক ও ড্যামেজড চুলের যত্নে কারসেল কোলাজেন হেয়ার মাস্ক খুবই কার্যকর। এতে রয়েছে কোলাজেন প্রোটিন, ন্যাচারাল অয়েল ও পুষ্টিকর উপাদান, যা চুলের গভীরে গিয়ে চুলে পুষ্টি সরবরাহ করে ও চুল রিপেয়ার করে। কারসেল কোলাজেন হেয়ার মাস্ক চুলের জন্য নিরাপদ। কারন এতে ক্ষতিকর সালফেট ও প্যারাবেন নেই। তাই এটি ড্রাই, ড্যামেজড, রঙ করা ও হিট-ড্যামেজড চুলে নিয়মিত ব্যবহার করা যায়। Karseell Collagen Hair Mask হলো একটি চায়না ব্র্যান্ডের পণ্য। এই ব্র্যান্ডের প্রতিটি পন্য সেলুন-গ্রেডের উপাদান দিয়ে তৈরি। প্রফেশনাল হেয়ার কেয়ারের জন্য এটি বেশ জনপ্রিয়।
ইনগ্রেডিয়েন্টস
- হাইড্রোলাইজড কোলাজেন
- আর্গন অয়েল
- কেরাটিন প্রোটিন
- শিয়া বাটার
- ভিটামিন বি৫
- অ্যামিনো এসিড
এই উপাদানগুলো চুলের গঠন মজবুত করে, ক্ষতিগ্রস্ত চুল রিপেয়ার করে , চুলের ইলাস্টিসিটি বৃদ্ধি করে এবং শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলে গভীর থেকে পুষ্টি জোগায় ফলে চুল হয় শক্তিশালী ও সিল্কি ।
কারসেল কোলাজেন হেয়ার মাস্কের উপকারিতা:
- এটি চুলের গভীরে গিয়ে চুলে পুষ্টির জোগান দেয় যা, চুলের রুক্ষ ,শুষ্ক ও ভঙ্গুর অংশ রিপেয়ার করে ।
- চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে এনে চুলকে করে সিল্কি ও স্মুথ।
- এতে রয়েছে আর্গন অয়েল যা চুলকে ডিপ কন্ডিশনিং করে। এতে চুল হয় মোলায়েম ও উজ্জ্বল।
- কালারড হেয়ার, রিবন্ডিং, স্ট্রেইটনিং ও অতিরিক্ত হিটিং টুলস ব্যবহারে চুলের যা ক্ষতি হয় ,সেটা রিপেয়ার করতে সাহায্য করে।
- চুলকে বানায় সফট ও স্মুথ ফলে চুলে জোট লাগে কম ও সহজেই চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যায়।
- চুলের গোড়া শক্তিশালী করে। তাই হেয়ারফল কম হয় ও নতুন চুল গজাতে সাহায্য করে।
ব্যবহারের নিয়ম:
- প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে।
- এবার হালকা ভেজা চুলে কারসেল কোলাজেন হেয়ার মাস্কটি মাথার স্কেল্প এরিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করে লাগিয়ে নিন। পুরোপুরি ভেজা চুলে লাগাবেন না, হালকা শুকনো অবস্থায় ব্যবহার করবেন।
- এটি চুলে ৫-১০ মিনিট রেখে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
- এই হেয়ার মাস্কটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
সতর্কতা:
- এটি সরাসরি স্ক্যাল্পে লাগাবেন না , স্ক্যাল্পের সংস্পর্শে আসলে চুল পড়ার সমস্যা হতে পারে।
- সপ্তাহে ২-৩ বার ব্যবহার করাই যথেষ্ট। রেগুলার ব্যবহার করবেন না।
- প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে বুঝে নিবেন, এটি আপনার ত্বকে সহনশীল কিনা।
- চুল খুব বেশি গরম পানি দিয়ে ধুবেন না। এতে চুলের আর্দ্রতা হারিয়ে যাবে ও চুল শুষ্ক হয়ে যাবে।
- চোখে লাগাবেন না। তবে যদি ভুলবশত চোখে চলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ড্রাই, ড্যামেজড, রঙ করা ও হিট-ড্যামেজড চুলের যত্নে সঠিক ভাবে কারসেল কোলাজেন হেয়ার মাস্ক ফর ড্রাই ড্যামেজড হেয়ার ব্যবহার করলে ভালো ফল পাবেন ।আশা করি ,আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। অরিজিনাল Karseell Collagen Hair Mask For Dry Damaged Hair সহ আরো অন্যান্য সব দেশি-বিদেশি ব্র্যান্ডের অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।