ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৫টি সেরা নাইট ক্রিম।

Best night cream

স্কিন এক্সপার্টরা , ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে রেগুলার রাতে নাইট ক্রিম ব্যবহার করতে বলেন। কারন আমরা সারাদিন অফিসিয়াল কিংবা অন্য কোন প্রয়োজনে বড্ড বেশি ব্যস্ত থাকি। সারাদিনের এই ঝড়ের প্রভাব কিন্তু শরীরের পাশাপাশি ত্বকের ওপর দিয়েও যায়। সূর্যের অতিবেগুনি রশ্মি ও বাইরের পলিউশন ত্বককে নিষ্প্রাণ করে তোলে এছাড়াও ত্বকে ব্রণ , সান বার্ন ও সান ট্যান পরে । যা সারিয়ে তোলার জন্য প্রয়োজন প্রোপার ট্রিটমেন্ট ও প্রোপার টাইম।

কিন্তু যারা কর্মজীবী আছেন তাদের জন্য প্রোপার টাইম ম্যানেজ করা পসিবল হয়ে ওঠে না। তাই ত্বকের এই ড্যামেজ রিপায়েরিং এর জন্য দরকার নাইট টাইমে স্কিন কেয়ার করা। কারন রাতে স্কিন রিপেয়ার হওয়ার জন্য প্রোপার টাইম পায় এবং রাতে ত্বক অনেক বেশি রিলাক্স থাকে তাই রাতে নাইট ক্রিম খুব ভালো কার্যকর হয়। এছাড়াও আমাদের ত্বকের যে রিপেয়ারিং ক্ষমতা আছে, তা সবচেয়ে বেশি এক্টিভ থাকে রাতে। তাই রাতের স্কিন কেয়ার রুটিনে ভালো একটি নাইট ক্রিম ব্যবহার করা খুবই জরুরি।

ত্বকের যত্নে ৫টি সেরা নাইট ক্রিম

তাই আজকের ফিচারে আমরা জানব ৫টি নাইট ক্রিম সম্পর্কে, যা আমাদের ত্বককে কোমল ও উজ্জ্বল রাখতে সাহায্য করবে।

Simple Vital Vitamin Night Cream

Simple Vital Vitamin Night Cream

আমরা সবাই কমবেশি সিম্পল এর স্কিন কেয়ার প্রোডাক্ট পছন্দ করি কারণ এটি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পারচেজ করা যায় এবং এর প্রোডাক্ট প্রায় সব ধরনের ত্বকে উপযোগী ।

উপাদান

  • ভিটামিন বি -৫
  • ভিটামিন ই
  • ল্যাকটিক এসিড
  • সোডিয়াম ল্যাকটেড
  • হাইড্রোঅক্সাইড গ্লিসারিন।

উপকারিতা

  • এতে রয়েছে ভিটামিন বি-৫ , ভিটামিন ই যা ত্বককে রাখে নরম ও কোমল।
  • এটি ত্বকের হাইপারপিগমেন্টেশন ও অ্যান্টি এজিং সাইনস রিমুভ করে।
  • এটি ত্বকের আনইভেন টোন ঠিক করতে সাহায্য করে।
  • এটি ত্বককে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখে।
  • এটি লাইট ওয়েট ফর্মুলার হওয়ায় স্কিনকে ময়েশ্চারাইজড রাখে কোনো তেলতেলে ভাব ছাড়াই।
  • এটি অ্যালকোহল ও প্যারাবেন ফ্রি যা সব ধরনের ত্বকে সুইটেবল।
  • নন কমোডোজেনিক, ত্বকের পোরস ক্লগ করে না।

POND’S Flawless Radiance Moisturizing Night Cream

POND’S Flawless Radiance Moisturizing Night Cream

এটি অনেক পাওয়ারফুল ব্রাইটেনিং ক্রিম। যা একই সাথে আপনার স্কিনের ব্রণ দূর করবে , আপনার মেছতা হালকা করবে এবং আপনার ত্বককে করবে ফর্সা ও উজ্জ্বল । স্কিনের টোন ফ্লোলেস ব্রাইটেনিং করতে পন্ডস ফ্লোলেস রেডিয়েন্স ময়েশ্চারাইজিং নাইট ক্রিমটি খুবই ভালো কাজ করে।

উপাদান

  • নিয়াসিনামাইড
  • ভিটামিন বি৩
  • ভিটামিন সি
  • ভিটামিন ই
  • গ্লিসারিন

উপকারিতা

  • এতে রয়েছে ভিটামিন বি৩ যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  • এটি ত্বকের পিগমেন্টেশন, ব্রনের দাগ, বলিরেখা, রিঙ্কেলস রিমুভ করে।
  • এটি ত্বককে হাইড্রেটেড ও ময়শ্চারাইজড রাখে।
  • এতে রয়েছে আ্যন্টি-অক্সিডেন্ট ফর্মূলা যা ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে সুরক্ষিত রাখে।
  • এটি ত্বকের আনইভেন টোন সমান করে, ত্বককে আরো ব্রাইট করে।

The Body Shop Vitamin E Nourishing Night Cream Enriched with Hyaluronic Acid

The Body Shop Vitamin E Nourishing Night Cream Enriched with Hyaluronic Acid

দ্যা বডি শপ -ভিটামিন ই নারশিং নাইট ক্রিম ইনরিচড উইথ হায়ালুরনিক অ্যাসিড এ রয়েছে ভিটামিন ই ও হায়ালুরনিক অ্যাসিড যা ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা প্রোভাইড করে এবং ত্বককে রাখে কোমল ও সতেজ। বিশেষ করে ডিহাইড্রেটেড ও সেনসিটিভ ত্বকের যত্নে এটি খুবই ভালো একটি নাইট ক্রিম।

উপাদান

  • ভিটামিন ই
  • হায়ালুরনিক অ্যাসিড
  • হোয়েট জার্ম অয়েল
  • শেয়া বাটার
  • গ্লিসারিন
  • আ্যলোভেরা এক্সট্রাক্ট
  • প্রো ভিটামিন বি৫

উপকারিতা

  • এতে রয়েছে ভিটামিন ই যা ত্বককে ফ্রি রেডিক্যাল ও প্রাকৃতিক দূষণ থেকে প্রটেক্ট করে।
  • এটি ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায় ও হাইড্রেটেড রাখে।
  • বলি রেখা, রিংকেলস রিমুভ করে এবং ত্বককে রাখে টানটান।
  • ত্বককে কোমল ও মসৃণ করে।
  • রেগুলার ব্যবহারে ত্বক সতেজ ও উজ্জ্বল হবে।
  • এটি নন কমোডোজেনিক।
  • এটি সব ধরনের ত্বকের যত্নে উপযোগী।

Bioderma Pigmentbio Brightening Night Renewer Cream

Bioderma Pigmentbio Brightening Night Renewer Cream - 50ml, SKU: 3701129800089

বায়োডার্মা পিগমেন্টবায়ো ব্রাইটেনিং নাইট রিনিউয়ার ক্রিমটি খুবই ভালো‌ ও মানসম্মত । এটি ত্বকের পিগমেন্টেশন , মেলাসমা রিমুভ করে ত্বকে টানা আট ঘন্টা হাইড্রেশন প্রোভাইড করে ও ত্বককে ভেতর থেকে রিপেয়ার করে।

উপাদান

  • লুমিরিভিল
  • ভিটামিন সি
  • ভিটামিন ই
  • নিয়াসিনামাইড
  • গ্লিসারিন
  • স্কুয়ালেন

উপকারিতা

  • এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বককে ভেতর থেকে রিপেয়ার করে।
  • কালচে দাগ, ব্রনের দাগ, আন্টি এজিং সাইনস -বলি রেখা, রিংকেলস ও মেলাসমা রিমুভ করে।
  • রেগুলার ব্যবহারে ত্বক হয় হেলদি ও ব্রাইট।
  • সান ড্যামেজ রিপেয়ার করে ।
  • এটি প্যারাবেন ফ্রি।
  • এটি সব ধরনের ত্বকের যত্নে সুইটেবল।
  • এটি ত্বককে কোমল ও মসৃণ করে।

Chane Arbutin Whitening and Anti Melasma Night Cream

Chane Arbutin Whitening Night Cream - 20gm, SKU: 8859727400073

ত্বকের পিগমেন্টেশন ও মেলাসমা রিমুভের পার্মানেন্ট সমাধান পাবেন ,এই নাইট ক্রিম ব্যবহার করে। এছাড়াও এটি নিয়মিত ব্যবহারে ত্বক ব্রাইট হবে ৫-৬ শেইড পর্যন্ত। ফর্সা ও দাগ হীন ত্বক পেতে আরবুটিন হোয়াইটেনিং নাইট ক্রিম ব্যবহার শুরু করে ফেলুন।

উপাদান

  • আলফা আরবুটিন
  • ভিটামিন সি
  • ভিটামিন ই
  • হায়ালুরনিক অ্যাসিড
  • কোলাজেন

উপকারিতা

  • এটি ত্বকের মেলানিন উৎপাদন হ্রাস করে ।
  • মেছতা, ব্রনের দাগ, রোদে পোড়া দাগ, কালো দাগ , লালচে দাগ,ফ্রেকলস রিমুভ করে।
  • ত্বককে হাইড্রেটেড ও নরম রাখে।
  • এটি ত্বকে কোলাজেন প্রোভাইড করে ফলে ত্বকের ইলাস্টিসিটি টাইট হয় ও অ্যান্টি এজিং সাইনস-বলিরেখা, রিংকেলস ও সূক্ষ্মরেখা কমে যায়।
  • এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ যা ত্বককে ফ্রি রেডিকেলের ড্যামেজ থেকে রক্ষা করে।
  • এটি ত্বকের পোরস মিনিমাইজ করে ত্বককে মসৃণ করে।
  • এটি রেগুলার ব্যবহারে পাবেন দাগহীন , ফর্সা ত্বক।

এই তো জানিয়ে দিলাম, ত্বকের যত্নে ৫টি সেরা নাইট ক্রিম সম্পর্কে। আশা করি, এখান থেকে আপনার স্কিনের কনসার্ন ও প্রয়োজন অনুযায়ী সঠিক নাইট ক্রিম বেছে নিতে অসুবিধা হবে না। বিভিন্ন ব্র্যান্ডের অথেনটিক নাইট ক্রিম পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *