ত্বকের যত্ন

বডি শপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার ব্যবহারের নিয়ম।

The Body Shop Vitamin E Hydrating Toner

শুষ্ক ত্বকের যত্নে পারফেক্ট টোনার বডি শপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার সুন্দর, স্বাস্থ্যজ্জল ,মসৃণ ও দাগহীন ঊজ্জ্বল ত্বক পেতে (ক্লেনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং) এই তিনটি ধাপ নিয়মিত ফলো করতে হবে। বেসিক্যালি ক্লেনজিং ও ময়েশ্চারাইজিং এই দুইটি ধাপেই আমাদের স্কিন কেয়ার সীমাবদ্ধ থাকে।

টোনিং এর ধাপটি কমবেশি সবাই স্কিপ করে । কিন্তু সুন্দর ,মসৃণ ও দাগহীন ত্বক পেতে টোনিং খুবই গুরুত্বপূর্ণ ধাপ। ত্বকে জমে থাকা ময়লা নিয়মিত পরিষ্কার করতে সাহায্য করে ক্লিনজার ।কিন্তু অনেক সময় দেখা যায়, ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করার পরেও ত্বকের গভীরের ময়লা ভালোমতো ক্লিন হয় না।

কারন, ক্লিনজার সচরাচর ক্রীম বেজের হয়ে থাকে ,যা মুছে ফেলার পরও অনেক সময় কিছুটা ময়লা ত্বকে লেগে থাকতে পারে। এছাড়াও মেকআপ রিমুভ করার পরেও মেকআপের অবশিষ্ট অংশ মাঝে মাঝে ত্বকে থেকে যায়, যা ক্লিনজার পরিষ্কার করতে পারে না। তাই ত্বক পরিষ্কারের ক্ষেত্রে ক্লিনজার ব্যবহারের পর টোনিং ব্যবহার করা প্রয়োজন।

ত্বকে কেন টোনার ব্যবহার করা প্রয়োজন?

টোনার‌ মূলত ওয়াটার ও জেল বেসড ফর্মুলায় তৈরি এবং এর মলিকিউল স্ট্রাকচার ছোট ও হালকা প্রকৃতির হওয়ায় এটি খুব দ্রুত ত্বকের গভীরে প্রবেশ করতে পারে ও এটি খুব দ্রুত ত্বকে শোষিত হয়। এছাড়াও এটি ব্যবহারে ত্বকে- পিএইচ ভারসাম্য বজায় থাকে এবং এটি ত্বককে পরবর্তী স্কিনকেয়ার প্রোডাক্টের কার্যকারিতার জন্য ত্বককে প্রিপেয়ার করে, ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে,পোরস মিনিমাইজ করে ও ত্বককে হাইড্রেটেড রাখে। সুন্দর ও মসৃণ ত্বকের জন্য টোনার খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ।

কিন্তু অনেক সময় দেখা যায় টোনার কেনার সময় ত্বকের ধরন অনুযায়ী টোনার সিলেক্ট করা খুবই কঠিন হয়ে যায়।তাই আজ আমরা জানবো শুষ্ক ত্বকের যত্নে পারফেক্ট টোনার -দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার সম্পর্কে।

বডি শপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার

The Body Shop Vitamin E Hydrating Toner 250ml, SKU: 5028197868529
The Body Shop Vitamin E Hydrating Toner 250ml (5028197868529)

দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার বিশেষ করে শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য ডিজাইন করা হয়েছে।এতে কোন প্রকার ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ও প্রিজারেটিভ নেই এবং এটি সম্পূর্ণরুপে অ্যালকোহল ফ্রি প্রোডাক্ট।ফলে এটি ত্বককে অতিরিক্ত শুষ্ক না করে ত্বকের প্রাকৃতিক আদ্রতা বজায় রাখে।

স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। টোনারটি হালকা ঘন জেল বেসড ফর্মুলায় তৈরি যা ত্বককে অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং ত্বককে করে তোলে কোমল ও দীপ্তিময়। এটি ছোট কনটেইনার বোতলে পাওয়া যায় যা খুব সহজেই সব জায়গায় ক্যারি করা যায়।দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনারের একটি বোতল কিনলে অনেকদিন ব্যবহার করা যায় এবং এটি ব্যবহার করা ও খুব সহজ।

বডি শপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার ব্যবহারের নিয়ম

প্রথমেই একটি জেন্টল ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন তারপর, দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার একটি কটন প্যাডে ২-৩ ফোঁটা নিয়ে সম্পূর্ণ ফেইসে আলতো ভাবে লাগিয়ে নিন। এবার টোনার ত্বকে শোষিত হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করুন । এবার আপনার পছন্দের ময়েশ্চারাইজার ত্বকে এপ্লাই করূন। এটি নিয়মিত সকালে এবং রাতে ত্বক পরিষ্কার করার পর ব্যবহার করবেন।

সর্তকতা

  • এটি ব্যবহারের পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবেন।
  • যদি ত্বকে কোনো প্রকার জ্বালাপোড়া ও লাল ভাব হয়, তাহলে ব্যবহার বন্ধ রাখুন।
  • ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটি চোখের মধ্যে না যায়।

আপনার ত্বক যদি শুষ্ক প্রকৃতির হয় তাহলে, আজই আপনার ত্বকের যত্নে দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার ব্যবহার শুরু করুন এবং উপভোগ করুন নরম, মসৃণ‌ ও স্বাস্থ্যজ্জল ত্বক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *