মানুষের পারফেকশন তার কাজে , চরিত্রে এবং লুকের উপর নির্ভর করে। জীবনে যে যত পারফেক্ট ,সে নিজেকে ততই আকর্ষণীয় ও পরিপাটি রাখতে চেষ্টা করে। কাজ এবং চরিত্র ব্যক্তির ব্যক্তিত্ব ও পরিশ্রমের উপর নির্ভর করে কিন্তু পরিপাটি লুক ক্রিয়েট করতে প্রয়োজন পড়ে ভালো মানের মেকআপ প্রডাক্টের।
রাত জেগে কাজ করা কিংবা যেকোনো কারণে চোখের নিচে ডার্ক সার্কেল , এজিং সাইন্স, ছোপ ছোপ দাগ দেখা যায়। এগুলো আপনার সৌন্দর্যকে অনেকাংশে কমিয়ে দেয়। মেকআপের ক্ষেত্রে দাগ ছোপহীন মসৃণ ও ফ্লোলেস মেকআপ লুক পেতে কনসিলারের জুরি নেই।
কনসিলার মূলত ফাউন্ডেশন এর মতই ন্যাচারাল স্কিন কভার করতে ব্যবহার করা হয় । কিন্তু এটি ফাউন্ডেশন এর চেয়ে একটু ঘন এবং মোটা আবরন সৃষ্টি করে। কনসিলার ব্যবহার করে ত্বকের দাগ, অসমান রং, চোখের নিচে কালো দাগ, বলিরেখা, এছাড়াও ত্বকের যে কোন অসামঞ্জস্যতা ঢেকে দিয়ে মসৃণ এবং ন্যাচারাল ক্লিয়ার লুক পেতে সাহায্য করে।
আমরা অনেকেই কনসিলার কালেক্ট করতে গিয়ে কনফিউজড হয়ে পড়ি, কারণ স্কিন টাইপ ও বাজেট অনুযায়ী কোন ব্র্যান্ডের কনসিলার কিনব? অনেকেই কনসিলার ব্যবহারের সঠিক নিয়ম জানি না।
এখন আমি আপনাদের আমার পছন্দের সেরা ৫টি কনসিলার সর্ম্পকে বিস্তারিত আলোচনা করবো।
L.A. Girl HD Pro Concealer
- এই কনসিলারটি আপনার ত্বকে দেবে ফুল কভারেজ,যা ত্বকের যেকোনো দাগ, কালো ছাপ, এবং অসমান অংশ ঢেকে দেয়।
- এটি ত্বকে লং টাইম স্টেই করে এবং মেকআপ লুককে রিফ্রেশ রাখে।
- এটি মসৃণ এবং ক্রিমি প্রকৃতির তাই সহজেই ত্বকে মিক্সড হয়ে যায় এবং মুখে কেকি ফিল হয় না।
- এই কনসিলারের বিভিন্ন শেড রয়েছে তাই ত্বকের রং অনুযায়ী সঠিক শেড কালেক্ট করতে পারবেন।
- এই কনসিলারটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।
- এই কনসিলারের ডেফিনেশন ফর্মুলা অনুযায়ী এটি বাজেট ফ্রেন্ডলি মূল্যে পাওয়া যায়।
- এই কনসিলারটি হাইলাইটস এবং কন্টুরিং করার ক্ষেত্রেও ব্যবহার করা যায়।
- কনসিলারটি হালকা প্রকৃতির হওয়ায়, এটি ত্বকের পোরস ক্লগ করেনা, তাই ব্রণ হওয়ার সম্ভাবনা কম থাকে।
- এটি ব্যবহারে আপনি পাবেন ন্যাচারাল ও স্মুথ ফিনিশ লুক ।
Milani Conceal + Perfect 2-IN-1 Foundation + Concealer
- এটাতে রয়েছে , 2-IN-1 ফর্মুলা যা, ফাউন্ডেশন ও কনসিলারের কাজ করে।
- এটাতে রয়েছে ফুল-কভারেজ ফর্মুলা , যা ত্বকের যেকোনো দাগ ও ডার্ক সার্কেল হাইড করে।
- এটি ত্বকে লং টাইম লাস্টিং করে,তাই সারাদিন আপনার মেকআপ থাকবে ফ্রেশ ও স্মুথ।
- এই ফাউন্ডেশনটিতে রয়েছে ওয়াটার রেসিস্ট্যান্ট ফর্মুলা যা গরমের ঘাম সিক্ত অবস্থা বা আর্দ্র আবহাওয়াতেও ত্বকে লাস্টিং করে দীর্ঘ সময়।
- এই 2-in-1 ফাউন্ডেশন- কনসিলারটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ম্যাট ফিনিশ লুক দেয়।
- একই সাথে ফাউন্ডেশন এবং কনসিলার উভয়ের কাজ করে, তাই এটি অ্যাপ্লাই করতে বেশি সময় লাগে না।
- এই কনসিলারের টেক্সচার ক্রিমি প্রকৃতির তাই এটি ব্যবহারে ত্বকে কেকি ফিল হয় না এবং আপনাকে স্মুথ ও ম্যাট ফিনিশ দেয়।
Maybelline – Instant Anti Age Eraser Eye Concealer
- এটি ত্বকের ডার্ক সার্কেল , কালো দাগ, ফাইন লাইনস, এবং অন্যান্য অসমান অংশ হাইড করে ।
- এই কনসিলারের টেক্সচার হালকা ও ক্রিমি প্রকৃতির তাই এটি ত্বকে ভালোভাবে ব্লেন্ড হয়।
- এটি ব্যবহারে ত্বকে কেকি ফিল হয় না।
- ত্বকে দীর্ঘ সময় ধরে লাস্টিং করে এবং ফ্লোলেস লুক দেয়।
- এই কনসিলার ব্যবহারে চোখের নিচে বা মুখের ভাঁজযুক্ত অংশ ,যেখানে ফাইন লাইনস আছে, সেখানে ক্রিজ তৈরি করে না এবং ফ্লোলেস ও মসৃণ লুক ক্রিয়েট করে।
Makeup Revolution Conceal & Define Concealer
- এতে রয়েছে হাই ডেফিনেশন ফর্মুলা যা ত্বকের দাগ, ডার্ক সার্কেল, ব্রণ ও ত্বকের অসমান অংশগুলো সহজেই হাইড করে ।
- এটি ত্বকে ম্যাট ফিনিশ লুক দেয়,যা তৈলাক্ত ত্বকে লং লাস্টিং প্রভাব ফেলে।
- ত্বকের ভাজযুক্ত অংশে ক্রিজ তৈরি করে না।
- এতে রয়েছে ওয়াটার রেসিস্ট্যান্ট ফর্মুলা যা গরমের ঘাম সিক্ত বা আর্দ্র উভয় আবহাওয়ায় ত্বকে দীর্ঘ সময় ধরে লাস্টিং করে।
- কনট্যুরিং ও হাইলাইটিং করার জন্য ও ব্যবহার করা যায়।
- ত্বকে প্রাকৃতিক ও মসৃণ ফিনিশ দেয়।
- আপনাকে হালকা ও ওয়েটলেস অনুভূতি দিবে।
Absolute New York Click Cover Concealer
- এই কনসিলারের ক্লিক পেন ডিজাইন এর সাহায্যে সহজেই কাঙ্খিত অংশে কনসিলার অ্যাপ্লাই করা যায় ।
- এতে রয়েছে হাই কভারেজ ফর্মুলা যা সহজেই ত্বকের যেকোনো কালো দাগ ,ফাইন লাইনস ও ব্রণের দাগ হাইড করে ফেলে।
- এতে রয়েছে ক্রিজ-প্রুফ ও লং লাস্টিং ফর্মুলা যা দীর্ঘক্ষণ ত্বকে স্টেই করে।
- এর হালকা এবং মসৃণ টেক্সচার ত্বকে কেকি ফিল দেয় না এবং সহজেই ব্লেন্ড হয় ।
- ত্বকে ফ্লোলেস এবং মসৃণ ফিনিশ দেয়।