ত্বকের যত্নে সেরা ৬টি টোনার।
সুন্দর, মসৃণ ও স্বাস্থ্যজ্জল ত্বক পেতে ক্লিনজিং (Cleansing), টোনিং (Toning) ও ময়েশ্চারাইজিং (Moisturizing) CTM এই তিনটি ধাপ স্কিন কেয়ার রুটিনে ফলো করে চলতে হবে।এই তিনটি ধাপ নিয়মিত মেনে চললে ত্বকের টেক্সচার উন্নত হয় , ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় থাকে এবং ত্বকের সমস্যা যেমন ব্রণ, শুষ্কতা বা সেবাম নিঃসরণ নিয়ন্ত্রণ করা যায়।
ত্বক পরিষ্কার করার জন্য ক্লিনজার অনেক গুরুত্বপূর্ণ এবং ক্লিনজিং এর পর টোনার ব্যবহার আরো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা , অনেকেই এই কথা একদমই ভুলে যাই। বিশেষ করে যাদের ত্বকের ধরন শুষ্ক, তারা মনে করে, টোনার বুঝি শুধুমাত্র তৈলাক্ত ত্বকের সেবাম নিঃসরণ বন্ধ করার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু ত্বকের ধরণ যেমনই হোক না কেন ক্লিনজিং এর পর টোনার ব্যবহার করা অত্যন্ত আবশ্যক।
কেন না, ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কারের পরেও অনেক ময়লা ত্বকে থেকে যায় , এছাড়াও মেকআপ তোলার পরেও অবশিষ্ট কিছু অংশ ত্বকে থেকে যেতে পারে যা ক্লিনজার একা পরিষ্কার করতে পারে না। তাই ত্বক পরিষ্কারের জন্য টোনিং একটি অবিচ্ছেদ্য অংশ।
তবে অবশ্যই ত্বকের ধরণ বুঝে ত্বকে টোনার ব্যবহার করা উচিত।
Simple Soothing Facial Toner
- এটি অ্যালকোহল-মুক্ত এবং হাইপোঅ্যালার্জেনিক, ফলে এটি ব্যবহারে ত্বকে ইরিটেশন হয় না ।
- এতে ভিটামিন বি৫ ফর্মুলা রয়েছে যা ত্বককে সতেজ,নরম এবং মসৃণ করে ।
- ত্বককে হাইড্রেট রাখে।
- ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার বজায় রেখে ত্বক ক্লিন করে।
- ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে।
এই টোনার টি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। বিশেষ করে সেনসেটিভ এবং শুষ্ক ত্বকের জন্য এটি আদর্শ ।
Boots Cucumber Facial Toner
- এতে রয়েছে শসার নির্যাস , যা ত্বকে শীতল ও সতেজ অনুভূতি দেয়।
- এটি ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা এবং মেকআপের অবশিষ্ট অংশ মুছে ত্বককে পরিষ্কার ও সতেজ রাখে।
- ত্বকের পিএইচ ব্যালেন্স ধরে রাখে।
- এটি ত্বকের পোরস পরিষ্কার করে এবং পোরস সংকুচিত করে ত্বককে মসৃণ ও টানটান রাখে ।
- এটি হাইপোঅ্যালার্জেনিক ফলে ত্বকে ইরিটেশন হয় না।
- ত্বককে হাইড্রেটেড ও সতেজ রাখে ।
এই টোনারটি নরমাল ও তৈলাক্ত ত্বকের জন্য বেশি কার্যকর। তবে শুষ্ক ত্বকে ও ব্যবহার করা যায়।
The Body Shop Tea Tree Skin Clearing Mattifying Toner
- এতে রয়েছে টি ট্রি অয়েল এবং এটি হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা ব্রণ এবং অন্যান্য সংক্রমণ রিমুভ করে।
- এই টোনারটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং তৈলাক্ত ভাব কমায়।
- ত্বকের পোরস পরিষ্কার করে এবং পোরস সংকুচিত করে ।
- ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস রিমুভ করে।
- ত্বকের টেক্সচার মসৃণ করে ও ত্বক টানটান রাখে।
এই টোনারটি তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকের যত্নে কার্যকর। তবে অন্যান্য ত্বকের জন্যও এটি ভালো পছন্দ হতে পারে।
COSRX Centella Water Alcohol Free Toner
- এই টোনার টি অ্যালকোহল মুক্ত, যা সেনসেটিভ ত্বকের যত্নে সেইভ ।
- ত্বকে ইরিটেশন বা জ্বালা ভাব হয় না।
- এটি ত্বককে হাইড্রেটেট রাখে ।
- ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজার এর বেরিয়ার বজায় রাখে ফলে ত্বক স্বাস্থ্যকর দেখায়।
- ত্বকের পিগমেন্টেশন এবং ডেড সেলস রিমুভ করে।
- ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে।
- ত্বকের পিএইচ ব্যালেন্সড বজায় রাখে।
- ত্বকের টেক্সচার উন্নত করে।
- ত্বকের পোরস মিনিমাইজিং করে।
এই টোনারটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায় । তবে, সেনসিটিভ ত্বকের যত্নে এই টোনার টি পারফেক্ট চয়েস।
Pond’s White Beauty Lightening Toner with Hyaluronic Acid and Rose Water
- এই টোনার টি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ।
- ত্বককে হাইড্রেটেট রাখে।
- এটি ব্যবহারের ত্বকে সতেজ অনুভূতি আসে।
- ত্বকের পোরস মিনিমাইজিং করে এবং ত্বককে মসৃণ ও কোমল রাখে।
- ত্বকের পিগমেন্টেশন ও সান ডেমেজ এর দাগ রিমুভ করে।
- এটি অ্যালকোহল-মুক্ত , তাই ত্বকে ইরিটেশন বা জ্বালা ভাব হয় না।
এই টোনার টি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়।
The Ordinary Glycolic Acid 7% Toning Solution
- ত্বকের ডেড সেলস রিমুভ করে ,ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে।
- নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়।
- ত্বকের পোরস মিনিমাইজ করে , ব্রণ এবং পিগমেন্টেশন কমায়।
- ত্বকের টেক্সচার উন্নত করে।
- পিগমেন্টেশন, ফাইন লাইনস, অ্যান্টি রিংকেল, সান ডেমেজের দাগ রিমুভ করে।
এই টোনার টি তৈলাক্ত এবং কম্বিনেশন ত্বকের জন্য বিশেষভাবে কার্যকর।
সর্তকতা
ত্বকের যত্নে যে কোন পণ্য ব্যবহারের পূর্বে অবশ্যই ত্বকের ধরন সম্পর্কে অবগত হতে হবে।
ত্বকের ধরন অনুযায়ী পণ্য বাছাই করতে হবে।
কোন কিছু নিউলি ব্যবহারের পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করবেন এবং আপনার ত্বকের উপর, এর প্রভাব সম্পর্কে অবগত হয়ে ব্যবহার কন্টিনিউ করতে হবে।
Ami corx er centella ta use kori. Amazing akta toner 🙂
Yes. Available on Hretus World.