শুষ্ক ত্বকের যত্নে সেরা ৬ টি ফেসওয়াশ।
ত্বকের যত্ন নেওয়ার প্রথম ধাপ হলো ত্বক ক্লিনজিং করা, তাই ত্বকের যত্নে নির্দিষ্ট ফলাফল পেতে প্রথমে ফেসওয়াশের দিকে নজর দিতে হবে। কারন ত্বকের ধরন অনুযায়ী সঠিক ফেইসওয়াশ ব্যবহার করলে, আপনার ত্বক সঠিক ভাবে পরিষ্কার হবে এবং আপনি পাবেন ত্বকের যত্নে ভালো বেনিফিট।
শুষ্ক ত্বকের যত্নে এমন উপাদানসমৃদ্ধ ফেসওয়াশ ব্যবহার করতে হবে, যা ত্বককে হাইড্রেটেট ,নরম ও কোমল রাখবে। এক্ষেত্রে নো-পারফিউম ও হাইপোঅ্যালারজেনিক ধরনের প্রোডাক্ট চয়েস করতে হবে।
ভিটামিন ই, ল্যাকটিক অ্যাসিড, হায়ালুরনিক অ্যাসিড, সেরামাইড, ল্যানোলিন ও ন্যাচারাল অয়েল সমৃদ্ধ ফেসওয়াশ শুষ্ক ত্বকের জন্য বেস্ট। এছাড়াও অ্যালোভেরা, দুধ, মধু, জোজোবা অয়েল, ওয়াটার মেলন,রোজ, জুঁই কিংবা স্ট্রবেরিও দারুণ ইনগ্রেডিয়েন্ট যা ত্বককে হাইড্রেটেট, নরম ও কোমল রাখবে।
CeraVe Hydrating Cleanser For Normal To Dry Skin
যাদের ত্বক কম বেশি সারাবছরই বেশি পরিমাণে শুষ্ক থাকে তাদের জন্য এই ফেইসওয়াশটি পারফেক্ট চয়েস। কারণ এই ফেইসওয়াশটি ডিহাইড্রেটেড , ব্রণযুক্ত ও নরমাল থেকে শুষ্ক ত্বকের জন্য উপযোগী।
- ফেইসওয়াশে রয়েছে গুরুত্বপূর্ণ সিরামাইড, যা ত্বককে সুরক্ষিত রাখে।
- এই ফেইসওয়াশে কোনো পারফিউম বা ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই, ফলে ত্বকে অতিরিক্ত শুষ্কতা বা জ্বালা করে না।
- এটি ত্বকের পোরস ক্লগ করে না,তাই ত্বক পরিষ্কার থাকে এবং ব্রণের সমস্যা হয় না।
- এর মৃদু ফর্মুলা ত্বক পরিষ্কার করার সময় অতিরিক্ত তেল সম্পূর্ণ ভাবে রিমুভ না করে , ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বকের ময়লা পরিষ্কার করে।
- এই ফেইসওয়াশে রয়েছে হায়ালুরনিক অ্যাসিড , যা ত্বককে হাইড্রেটেট রাখে এবং শুষ্কতা দূর করে।
Cetaphil Gentle Skin Cleanser For Normal To Dry, Sensitive Skin
এই ক্লিনজারটি শুষ্ক এবং সেনসেটিভ ত্বকের যত্নে উপযোগী। এই ক্লিনজারের টেক্সচার ফোম টাইপের তাই যারা এই ধরনের ক্লিনজার পছন্দ করেন তারা এই ক্লিনজারটি ত্বকের যত্নে পারচেজ করতে পারেন।
- এটি সোপলেস ফর্মুলায় তৈরি , যা ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি নরম ও কোমল করবে।
- পোরস ক্লগ করে না তাই ত্বক পরিষ্কার থাকে এবং ব্রণ কমে যায়।
- ত্বককে হাইড্রেট রাখে ফলে ত্বক ড্রাই হয় না।
- এতে কোন ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই, তাই এটি ব্যবহারে লালভাব বা জ্বালাপোড়া হয় না।
- এটি প্যারাবেন মুক্ত ক্লিনজার তাই,সেনসেটিভ ত্বকের জন্য এটি সেইভ ।
- এতে রয়েছে গ্লিসারিন যা ত্বকের ময়েশ্চার ধরে রাখে।
- এতে রয়েছে সুষম pH ব্যালেন্সড,যা ত্বককে কোমল রাখে।
The Body Shop Vitamin E Gentle Facial Wash
এই ফেইসওয়াশে ভিটামিন E সহ বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা ত্বকের যত্নে যথেষ্ট বেনিফিট প্রদান করে। এছাড়াও এই ফেইসওয়াশটি ত্বককে ডিপলি পরিষ্কার করে এবং ত্বককে নরম ও সতেজ রাখে।
- এটি ত্বককে ডিপলি পরিষ্কার করে পাশাপাশি ত্বককে মসৃণ এবং কোমল রাখে।
- ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে।
- এটি মৃদু ফর্মুলায় তৈরি, ত্বকে জ্বালাপোড়া হয় না তাই সেনসেটিভ ত্বকে ব্যবহার করা যায়
- ফেইস ওয়াশটি লাইট এবং ক্রিমি টেক্সচারের।
- ত্বককে ময়েশ্চারাইজড,হাইড্রেটেড ,নরম ও সতেজ রাখে।
- এই ফেইসওয়াশ ত্বককে ডিপলি পরিষ্কার করে তাই মেকআপ রিমুভ করতে খুব ভালো কাজে আসে।
Boots Rose Facial Wash
এই ফেইসওয়াশে রয়েছে গোলাপের নির্যাস, যা ত্বককে হাইড্রেটেট ও সতেজ রাখে। এটি শুষ্ক,সেনসেটিভ ও নরমাল ত্বকের যত্নে পারফেক্ট চয়েস।
- এটি জেন্টল ফর্মুলায় তৈরি, যা ত্বককে জেন্টলি ক্লিন করে পাশাপাশি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে।
- এর রোজ ফর্মুলা-ত্বককে হাইড্রেটেড রাখে ।
- এতে কোন ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই তাই এটি ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া ও লালভাব হয় না।
- রেগুলার ব্যবহারে ত্বক উজ্জ্বল, নরম ও কোমল দেখায়।
- সেনসেটিভ ত্বকের জন্য সেইভ । এটি ত্বককে ময়েশ্চারাইজড রাখে, সেইসাথে ত্বককে সতেজ অনুভূতি দেয়।
Neutrogena Hydro Boost Cleanser Water Gel
এই ক্লিনজারটি শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য উপযোগী, কারণ এটি ত্বককে ময়েশ্চারাইজড, হাইড্রেটেড ও সফট রাখে।
- ক্লিনজারে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বককে হাইড্রেটেট রাখে।
- ত্বককে হেলদি,সফট ও ময়েশ্চারাইজড করে ।
- লাইট ও জেল টেক্সচারের ।
- এটি ডার্মাটোলজিস্ট টেস্টেড,এতে কোন ক্ষতিকর উপাদান নেই,তাই সেনসেটিভ ত্বকে ব্যবহার করা যায়।
L’Oreal Fine Flowers Gel Cream Wash
এই ফেইসওয়াশ বছরের প্রায় সব মৌসুমে ব্যবহার করা যায়, কারন এটি গরম ও ঠান্ডা উভয় আবহাওয়ায় ত্বককে হাইড্রেটেড রাখে। যারা সারাবছর হাইড্রেটেট ও হেলদি গ্লোয়িং স্কিন চান তাদের জন্য এটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট।
- ত্বককে জেন্টলি ক্লিন করে পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
- এতে রয়েছে গোলাপ এবং জুঁই ফুলের নির্যাস , যা ত্বককে হাইড্রেটেট ও সফট রাখে।
- ত্বকের ম্লানভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে ।
- এটি ব্যবহারে ত্বকে ইরিটেশন হয় না।
- ত্বকের ন্যাচারাল ওয়েল বজায় রাখে ফলে ত্বক স্বাস্থ্যকর ও কোমল থাকে।
- পোরস ক্লগ করে না, ত্বক পরিষ্কার থাকে তাই ব্রণ কম হয়।
- গোলাপ ও জুঁই ফুলের স্মেল সতেজ ও স্নিগ্ধ অনুভূতি দেয়।
অথেনটিক ও অরিজিনাল ফেস ওয়াস কিনুন Hretus World থেকে।