ত্বকের যত্ন

শীতে ত্বকের যত্নে ৫টি ঘরোয়া ফেসপ্যাক।

5 homemade face packs for winter skin care.

শীতকাল তো চলেই এলো। শীতকালে বাতাসের আর্দ্রতা গরমকালের তুলনায় কম‌ থাকে। শীতের বাতাস বেশি শুষ্ক এবং শীতের বাতাসে জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও অনেক বেশি।

যেমন-আমরা দেখি বারান্দার আঙ্গিনায় রোদ নেই তবুও ভেজা জামা কাপড় সহজেই শুকিয়ে যাচ্ছে, কারণ শীতকালে ভেজা বস্তু থেকে শীতের বাতাস খুব সহজেই পানি শোষণ করে নেয়। এর প্রভাব আমাদের ত্বকের উপরও পড়ে আর তাইতো,বাতাস শুষ্ক হতে শুরু করলেই চামড়ায় টান টান ভাব হয়,ত্বক খসখসে হয়ে যায়, ত্বকে কুচকানো ভাব, কালো হয়ে যাওয়া, ব্ল্যাকহেডস ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা যায়। তাই শীতকালে ত্বকে প্রয়োজন বাড়তি যত্নের।

শুধু ক্রিম বা লোশন ব্যবহার করে ত্বকের কোমলতা ধরে রাখা সহজ নয়। শীতে ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়ে, আজকে আমরা জেনে নেব ত্বকের যত্নে ৫টি ঘরোয়া প্যাক ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে ।

বেসন ও টকদই এর ফেসপ্যাক:

প্রথমেই একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন,১ টেবিল চামচ টক দই ও ১ চা চামচ মধু একত্রে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে নিন । এবার এটি ত্বকে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এবার ভেজা অবস্থায় ত্বকে ভালো মানের মশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। এটি ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ত্বকে ব্রণের সমস্যা দূর হয় ,ত্বকের আদ্রতা বজায় থাকে, রিংকেল ও বলিরেখা দূর করে এবং ত্বকের যেকোনো প্রকারের কালো দাগ , পিগমেন্টেশন ও সান ডেমেজ রিমুভ করে। এই ফেসপ্যাক টি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।

অ্যাভোকাডো ও মধুর ফেসপ্যাক:

একটি পাত্রে অর্ধেক পরিমাণ অ্যাভোকাডো পেস্ট এবং এক চা চামচ মধু ভাল করে নেরে মিক্স করে নিন। এবার এই মিশ্রণটি ত্বকে ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে ফলে ত্বক নরম ও মসৃণ হয়। এছাড়াও এটি ত্বককে উজ্জ্বল করে ও বয়সের ছাপ কমিয়ে আপনাকে দেবে হেলদি লুক। এই ফেসপ্যাকটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন।

অলিভ অয়েল ও কলার ফেসপ্যাক:

প্রথমেই একটি পাত্রে ১টি পাকা কলা ভালোভাবে চটকে পেস্ট করে নিন এবার চটকানো কলার সাথে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিন । মিশ্রণটি গলায় ও মুখে ভালোভাবে লাগিয়ে ২০-৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

কলা ত্বকের রুক্ষ ও শুষ্কভাব প্রাকৃতিকভাবে দূর করতে অনেক কার্যকরী এবং অলিভ অয়েল ত্বককে নরম ও কোমল রাখতে বেশ কার্যকর। এই ফেসপ্যাক সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমবে, বলি রেখা ও এন্টি এজিং সাইন্স প্রিভেন্ট হবে এবং আপনার ত্বক নরম ও উজ্জ্বল হবে।

দুধ ও কাজুবাদামের ফেসপ্যাক:

প্রথমে একটি বাটিতে ৮/১০টি কাজু বাদাম পানিতে ভিজিয়ে রাখুন । এবার ১০ মিনিট পর ভেজানো বাদামের খোসা ছাড়িয়ে ব্লেন্ডার মিক্সারে বাদাম ও ২ টেবিল চামচ কাঁচা দুধ একসাথে ব্লেন্ড করে নিন । এবার এই মিশ্রণটি হাতের সাহায্যে ত্বকে আলতো ভাবে ম্যাসাজ করুন ।

কাজুবাদাম ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং দুধ ত্বকে মশ্চারাইজারের কাজ করে। এটি ত্বককে হাইড্রেটেট রাখে, বলিরেখা কমায়, ব্রণ দূর করে, ত্বকের টেক্সচার উন্নত করে এবং ত্বককে মসৃণ ও কোমল রাখে। এই ফেসপ্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে আপনি পাবেন স্বাস্থ্যকর ও সতেজ ত্বক।

মধু ও পেঁপের ফেসপ্যাক:

একটি পাত্রে একটি পাকা পেঁপের অর্ধেক পরিমাণ পেঁপে চটকে পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্টটির সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণটি ত্বকে এবং পুরো বডিতে লাগিয়ে নিন। এবার ৩০ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

এটি ত্বকের শুষ্ক ভাব কমিয়ে ত্বককে হাইড্রেটেড রাখে, ত্বকের যেকোন প্রকারের কালো দাগ , পিগমেন্টেশন ও সান ড্যামেজ রিপেয়ার করে ত্বককে মসৃণ, নরম ও সতেজ রাখে। এই প্যাকটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করলে দেখবেন ত্বকে এক্সট্রা গ্লো দেখা দিচ্ছে ।

উপরের পাঁচটি প্যাক থেকে আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী প্যাকগুলো সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করার চেষ্টা করুন। নিয়মিত ফেসপ্যাক ব্যবহারে শীতকালের এই শুষ্ক আবহাওয়াতেও আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক নরম , মসৃণ এবং স্বাস্থ্যজ্জল হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *