ত্বকের যত্ন

সেরা ৫টি মেকআপ সেটিং স্প্রে।

makeup settings spray

আমাদের দেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ‌। এই গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় যত সুন্দর করে‌ ,সময় নিয়ে মেকআপ করি না কেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিছু সময় পর মেকআপ স্মাজ করছে ও ফেইড হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে মেকআপ সেটিং স্প্রে হচ্ছে মেকআপ টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। সেটিং স্প্রে মুখে একটি পাতলা লেয়ার তৈরি করে, যা মেকআপকে গলে যাওয়া, ফেইড হওয়া বা কেকি দেখানো থেকে রক্ষা করে।

সেটিং স্প্রে ব্যবহারে মেকআপ দীর্ঘস্থায়ী হয় ও বারবার টাচ আপের দুশ্চিন্তায় পড়তে হয় না। চেহারার কেকি অথবা পাউডারি ভাব টা দূর হয় এবং দীর্ঘ সময় আপনার মেকআপ লুককে ফ্রেশ এবং প্রাণবন্ত রাখে। মেকআপ লুককে লং লাস্টিং রাখতে এটি একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। অন্যান্য প্রোডাক্ট এর মতই সেটিং স্প্রে ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হয়। তাই আজকের ফিচারে আমি আপনাদের পাঁচটি সেরা সেটিং স্প্রে সম্পর্কে জানাবো , এখান থেকে আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রডাক্ট সিলেক্ট করতে পারবেন খুব সহজেই। তাই দেরি না করে চলুন জেনে নেই।

Maybelline Fit Me Matte Poreless Setting Spray

Maybelline - Fit Me Matte Poreless Setting Spray - 60ml, SKU: 6902395821069
  • এটি একটি লং-লাস্টিং‌‌ ম্যাটিফাইং সেটিং স্প্রে, যা মেকআপকে দীর্ঘ সময় ধরে ঠিক রাখে ও ত্বকের অয়েলি ভাব দূর করে।
  • এটি ত্বকের অয়েলি ভাব কমিয়ে মেকআপ লুকে ম্যাট ফিনিশ দেয়।
    তাপ, আর্দ্রতা ও ঘামের কারণে মেকআপকে নষ্ট হতে দেয় না ও মেকআপ লুককে ১৬ ঘণ্টা পর্যন্ত ঠিক রাখে।
  • ত্বকের পোরস ছোট করে মেকআপ লুককে পোরসলেস ইফেক্ট দিয়ে ত্বককে স্মুথ ও ন্যাচারাল করে।
  • মেকআপকে কেকি হওয়া থেকে রক্ষা করে ।
  • এটি অ্যালকোহল ও হার্শ কেমিক্যাল-মুক্ত তাই সংবেদনশীল ত্বকের জন্যও নিরাপদ।
  • এটি তৈলাক্ত ও কম্বিনেশন স্কিনের জন্য উপযোগী।

W7 The Dewy Fixer Makeup Setting Spray

W7 The Dewy Fixer Makeup Setting Spray
  • এটি হলো একটি হাইড্রেটিং সেটিং স্প্রে। যা ত্বকে ডিউই , গ্লোয়িং ফিনিশ দেয় ও মেকআপকে লং-লাস্টিং রাখে।
  • এটি ত্বকে সতেজ , গ্লোয়িং ও হাইড্রেটেড লুক ক্রিয়েট করে।
  • মেকআপকে দীর্ঘসময় ধরে ঠিক রাখে ।
  • ত্বককে ময়েশ্চারাইজড রাখে ফলে মেকআপ কেকি হয় না।
  • এটি লাইট ওয়েট ফর্মুলায় তৈরি , তাই এটি ত্বকে সহজেই শোষিত হয়।
  • এটি শুষ্ক ও নরমাল স্কিন টাইপে ভালো কাজ করে ।

Absolute New York 48 Hr Probiotic Setting Spray Dewy

Absolute New York 48 Hr Probiotic Setting Spray - Dewy - 50ml, SKU: 888432981971
  • এটি একটি হাইড্রেটিং‌ সেটিং স্প্রে। যা মেকআপ লুককে ৪৮ ঘণ্টা পর্যন্ত লং-লাস্টিং, ডিউই ফিনিশ দেয়।
  • এটি মেকআপকে ৪৮ ঘণ্টা পর্যন্ত কেকি বা ক্রিজ হওয়া থেকে রক্ষা করে।
  • এটি ত্বককে হাইড্রেটেড, ডিউই ও ন্যাচারাল গ্লোয়িং লুক দেয়।
  • এতে রয়েছে প্রোবায়োটিক ফর্মূলা যা ত্বকের মাইক্রোবায়োমের ভারসাম্য ঠিক রাখে ও ত্বককে স্বাস্থ্যকর রাখে।
  • এতে রয়েছে হাইড্রেটিং ও ময়েশ্চারাইজিং উপাদান যা শুষ্ক ত্বককে হাইড্রেটেড ‌রাখে।
  • এটি অয়েল ফ্রী ও লাইটওয়েট ফর্মুলায় তৈরি।
  • এটি হার্শ কেমিক্যাল-মুক্ত তাই সংবেদনশীল ত্বকেও‌ উপযোগী।

Technic Magic Mist Illuminating Setting Spray Rose Gold

Technic Magic Mist Illuminating Setting Spray - Rose Gold - 80ml, SKU:5021769297109
  • এটি একটি শিমারি সেটিং স্প্রে। যা মেকআপকে দীর্ঘস্থায়ী রাখার পাশাপাশি ত্বকে রোজ গোল্ডের শিমারি ইফেক্ট দেয়। এটি পার্টি, ফেস্টিভ ও ইভেন্টে গ্ল্যামারাস লুক ক্রিয়েট করতে সাহায্য করে।
  • এটি ত্বকে দীর্ঘসময় ধরে মেকআপ ঠিক রাখে।
  • এটি মেকআপ লুকে গোল্ডেন-রেডিয়েন্স যোগ করে। যা পার্টি, ফেস্টিভ ও ইভেন্টের মেকআপ লুককে উজ্জ্বল ও নজরকাড়া করে।
  • এটি মেকআপকে কেকি বা ক্রিজ হওয়া থেকে রক্ষা করে।
  • এটি লাইটওয়েট ফর্মুলায় তৈরি যা ত্বককে সতেজ রাখে ও ন্যাচারাল গ্লো দেয়।
  • এটি নরমাল টু ড্রাই স্কিনে ভালো কাজ করে।

Sheglam Matte Fresh Setting Spray

Sheglam Matte Fresh Setting Spray - 55ml, SKU: 6971870596921
  • এটি একটি লং লাস্টিং ম্যাটিফাইং সেটিং স্প্রে। যা ত্বকে ম্যাট ফিনিশ লুক ক্রিয়েট করে ও মেকআপকে দীর্ঘ সময় স্থায়ী রাখে।
  • এটি ত্বকর অয়েলি বা চকচকে ভাব দূর ত্বকে- ম্যাট ‌ফিনিশ লুক আনে।
  • এটি মেকআপকে দীর্ঘ সময় ধরে ফ্রেশ,মসৃণ ও ন্যাচারাল রাখে ।
  • এটি ত্বকের ঘাম ও তেল নিয়ন্ত্রণ করে‌ ও মেকআপকে‌ কেকি হতে দেয় না।
  • এটি রিফ্রেসিং ফর্মুলায় তৈরি ।
  • এটি তৈলাক্ত ও কম্বিনেশন ত্বকের জন্য উপযোগী।

এই তো জানিয়ে দিলাম, ত্বকের যত্নে ৫টি সেরা সেটিং স্প্রে সম্পর্কে। আশা করি,এখান থেকে আপনার ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী সঠিক সেটিং স্প্রে বেছে নিতে অসুবিধা হবে না। বিভিন্ন ব্র্যান্ডের অথেনটিক সেটিং স্প্রে সহ অন্যান্য স্কিন কেয়ার প্রডাক্ট পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *