তৈলাক্ত ত্বকের জন্য ৫টি সেরা ফেসওয়াশ।
আমাদের একেক জনের স্কিন টাইপ একজন অন্যজন হতে ভিন্ন ।তাই স্কিনের সমস্যাগুলোও একজন অন্যজন হতে আলাদা।কারো স্কিন ড্রাই, কারো বা নরমাল, আবার অনেকের স্কিন অয়েলি,কম্বিনেশন এবং সেনসিটিভ। তাই ত্বকের যত্ন নিতে হবে,স্কিনের কনসার্ন অনুযায়ী।আমাদের মধ্যে সবচেয়ে বেশী দেখা যায় অয়েলি স্কিন। অয়েলি স্কিন মানেই তেল চিটচিটে ফেইস আর ব্রণের প্রবলেম। এই ধরনের ফেইস যতই ক্লিন করা হোক না কেন, ততই যেন সেবাম প্রোডাকশন বাড়তে থাকে। ত্বক তৈলাক্ত হওয়ার অনেক কারণ থাকে।
ত্বক তৈলাক্ত হয় কেন?
আমাদের ত্বকের উপরের অংশে সেবাম নামক প্রাকৃতিক তেল উৎপন্ন হয়, যা ত্বককে আর্দ্র রাখে এবং প্রাকৃতিকভাবে সুরক্ষা প্রদান করে। তবে কখনো কখনো এই সেবাম অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হয়, যা ত্বককে অধিক পরিমাণে তেলতেলে করে তোলে। এই অতিরিক্ত তেল ত্বকের পোরস ক্লগ করে ফেলে, ফলে ব্রণ, ব্ল্যাকহেডস, এবং অন্যান্য ত্বকের সমস্যার সৃষ্টি হয়।
ত্বক তৈলাক্ত হওয়ার কিছু কারণ:
১. হরমোনাল ইম-ব্যালেন্স – বয়ঃসন্ধিকাল,গর্ভাবস্থা, মাসিক চক্র, বা মেনোপজের সময় হরমোনাল পরিবর্তনের কারণে ত্বক তৈলাক্ত হয়ে যেতে পারে।
২. জেনেটিক্স – এক্ষেত্রে আপনার পরিবারে কেউ যদি তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগে থাকে, তবে জেনেটিক্যালি আপনারও তৈলাক্ত ত্বক হওয়ার সম্ভাবনা আছে।
৩. ওয়েলি ফুড – তেলযুক্ত, ভাজা ও প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়ার ফলে ত্বকে সেবাম উৎপাদন বৃদ্ধি পেতে পারে।
৪. মেন্টাল স্ট্রেস – আমরা যখন অধিক পরিমাণে টেনশন করি তখন আমাদের সেবাসিয়াস গ্রন্থিগুলি তার কার্যকলাপ বাড়িয়ে দেয় ফলে ত্বকে অতিরিক্ত তেল উৎপন্ন হয়।
৫. আবহাওয়া – আর্দ্র বা গরম আবহাওয়ায় ত্বক বেশি তৈলাক্ত হয়।
৬. ত্বকে ভুল কসমেটিক্স ব্যবহার – স্কিনের যত্নে ত্বকের কনসার্ন অনুযায়ী সঠিক পণ্য ব্যবহার না করার ফলে ত্বক আরও তৈলাক্ত হতে পারে। তাই স্কিনের কনসার্ন অনুযায়ী সঠিক পন্য ব্যবহার করলেই সঠিক ফলাফল পাওয়া যায়।
তৈলাক্ত ত্বক প্রতিদিনের সমস্যার একটি অংশ। অয়েলি স্কিনে অতিরিক্ত তেল, ব্রণ, বা ব্ল্যাকহেডসের সমস্যা প্রায় সব সময় লেগেই থাকে।তৈলাক্ত ত্বকের সঠিক যত্ন নিলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে,অয়েলি স্কিনে কোন ফেইস ওয়াশ ইউজ করা যাবে সেটা নিয়েও অনেকের মধ্যেই ক্রিয়েট হয় কনফিউশন। তাই এই কনফিউশন দূর করতে ওয়েলি স্কিনের যত্নে ৫টি ফেসওয়াশ সম্পর্কে আপনাদের জানাবো। যা ত্বকের কনসার্ন অনুযায়ী আপনি আপনারটি বেছে নিতে পারবেন খুব সহজেই। চলুন তাহলে জেনে নেই ফেসওয়াশগুলো সম্পর্কে।
COSRX Salicylic Acid Daily Gentle Cleanser
বিশেষ করে গরমকালে স্কিন অনেক বেশি অয়েলি, আবার শীতকালে ড্রাই থাকে। স্কিন অনেক বেশি অয়েলি থাকলেও যেমন ব্রণের সমস্যা হয় ঠিক তেমনি স্কিন অনেক বেশি ড্রাই থাকলেও কিন্তু ব্রণের সমস্যা হয়।এমন সমস্যা যারা ফেইস করছেন তারা Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser টি ইউজ করতে পারেন। এতে থাকা ০.৫% স্যালিসাইলিক অ্যাসিড স্কিনকে ক্লিন করার পাশাপাশি স্কিনে একটি ফ্রেশ ও গ্লোয়িং ভাব আনে।
- এটি স্কিনের ব্রেকআউটস কমায়।
- স্কিনকে প্রোপারলি ক্লিন করে।
- ত্বককে হাইড্রেটেড রাখে।
- স্কিনের পোরস আনক্লগ করে এবং স্কিনে জমে থাকা ইমপিওরিটিস রিমুভ করে।
- ত্বকের সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে এবং পোরস থেকে ডার্ট ক্লিন করে।
- ত্বককে এক্সফোলিয়েট করে ফলে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের প্রবলেম অনেকটাই প্রিভেন্ট হয়।
- স্কিনকে সফট ও স্মুথ করে তোলে।
Neutrogena Oil Free Acne Wash
এই ফেসওয়াশটির সবচেয়ে ভালো দিক হলো এটি ত্বকের অতিরিক্ত সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে। এছাড়াও এতে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড 2%, সোডিয়াম সি 14-16 ওলেফিন সালফোনেট এর মত দারুণ সব ইনগ্রিডিয়েন্টস, যা ব্রণের সমস্যা সমাধান করে।
- স্কিনকে ডিপলি ক্লিন করে।
- এটি অ্যালকোহল ফ্রি ফলে সেনসিটিভ ত্বকেও ব্যবহার করা যায় এবং স্কিনের ব্রেকআউট প্রিভেন্ট করে।
- এটি ব্যবহার করার পর আপনার স্কিন একদমই অয়েল ফ্রি মনে হবে।
- ত্বকের পোরসে জমে থাকা ময়লা রিমুভ করে ও একনে ব্যাকটেরিয়া ধ্বংস করে।
- ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস রিমুভ করতে সাহায্য করে।
অনেক স্কিন স্পেশালিষ্ট ব্রণের সমস্যা রোধে এবং স্কিনের অতিরিক্ত অয়েল নিয়ন্ত্রণে রাখতে এই ফেইস ওয়াশটি সাজেস্ট করে।
Boots BHA & Tea Tree Whip Foam Acne Care Face Wash
- এটি একনে প্রণ ত্বকের জন্য তৈরি। এতে রয়েছে BHA (বেটা হাইড্রোক্সি অ্যাসিড) এবং টি ট্রি অয়েলের মতো ইনগ্ৰেডিয়েন্ট যা ত্বকের ব্রণ রিমুভ করে এবং ত্বককে ক্লিন রাখে।
- এতে রয়েছে BHA (স্যালিসাইলিক অ্যাসিড) যা ত্বকের গভীরে প্রবেশ করে ওয়েল ,ময়লা ও অন্যান্য ডার্ট রিমুভ করে।
- এই ফেসওয়াশটিতে আরও রয়েছে টি ট্রি অয়েল যা ত্বকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে ।এর অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রোপার্টিজ ব্রণের লালচেভাব ও ইরিটেশন কমায়।
- এই ফেসওয়াশটি ফোম ফর্মুলায় তৈরি যা , ত্বককে কোমলভাবে পরিষ্কার করে। তাই সেনসিটিভ স্কিনের জন্যও এটি উপযোগী।
- এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে।
- ওয়েল কন্ট্রোল করে।
- রেগুলার ব্যবহারে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস রিমুভ হয় ।
The Body Shop Tea Tree Skin Clearing Facial Wash
এই ফেসওয়াসটিতে রয়েছে স্যালিসাইলিক এসিড ও টি ট্রি ওয়েল যা ব্রণ-প্রবণ ত্বকের জন্য উপযোগী।
- এটি ত্বককে ডিপলি ক্লিন করে।
- ত্বকের পোরস ওপেন করে ও পোরসে থাকা ডার্ট রিমুভ করে।
- এতে রয়েছে টি ট্রি অয়েল।যা ত্বকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে ও ব্রণের ব্যাকটেরিয়া রিমুভ করতে সাহায্য করে।
- এতে রয়েছে শীতল ও সতেজ ফর্মুলা যা প্রতি ওয়াশে আপনাকে দেবে শীতল অনুভূতি।
- ওয়েল কন্ট্রোল করে।
Neutrogena Deep Clean Facial Cleanser
এই ফেসওয়াসটি ত্বককে ডিপলি ক্লিন করে। রেগুলার ব্যবহারে আপনি পাবেন উজ্জ্বল ,সুন্দর ও স্বাস্থ্যকর ত্বক।
- ত্বককে গভীর থেকে ক্লিন করে ।
- ত্বকের ডেড সেলস রিমুভ করতে সাহায্য করে।
- পোরস ক্লগ করে না ফলে ব্রণ কম হয়।
- অয়েল কন্ট্রোল করে।
- এতে অ্যালকোহল ফ্রী যা ত্বককে শুষ্ক হতে দেয় না।
- এটি তৈলাক্ত, শুষ্ক ও কম্বিনেশন ত্বকের জন্য কার্যকর।
আমরা গরমের দিনে যে ফেসওয়াশগুলো ব্যবহার করি সেই একই ফেইসওয়াশ শীতকালে ব্যবহার করতে পারিনা। কারণ ঐ ফেসওয়াশগুলো শীতকালে আমাদের স্কিনকে অতিরিক্ত পরিমাণে ড্রাই করে ফেলতে পারে। আশা করছি, আজকে আমি যে ৫টি ফেইস ওয়াশ নিয়ে কথা বলেছি, এগুলো ব্যবহার করে এমন কোন সমস্যা হবেনা। যাদের অয়েলি স্কিন তারা গরম কালের পাশাপাশি শীতকালেও এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ।