ত্বকের যত্নে সেরা ৫টি সেরাভি (Cerave) ক্লিনজার।
সবাই নিজেকে পরিপাটি ও সুন্দর রাখতে ভালবাসে। সুন্দরের অর্থ শুধু গায়ের রং ফর্সা হওয়াকে বোঝায় না। নিজের স্কিনকে হেলদি ও গেটাপ পরিপাটি থাকলেই নিজেকে সুন্দর ভাবে প্রেজেন্ট করা যায়। তাই অবশ্যই নিজেকে গ্রুম আপ করতে হবে। নিজেকে গ্রুম আপ করতে সঠিকভাবে ত্বকের যত্ন নেওয়াটা বাধ্যতামূলক। ত্বকের যত্নে হেরফের হলেই -ত্বকে ট্যান পড়তে পারে, বলিরেখা দেখা দিতে পারে,অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যেতে পারে ও ত্বকের উজ্জ্বলতা ও কমে যেতে পারে। নিজেকে সুন্দর রাখতে প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে Cerave-এর ক্লিনজার ব্যবহার করতে পারেন।
কারন, Cerave ব্রান্ডের স্কিনকেয়ার প্রোডাক্ট গুলো ত্বকের ন্যাচারাল ব্যারিয়ার বজায় রাখে এবং এর প্রতিটি প্রোডাক্ট নির্দিষ্ট স্কিন টাইপের উপর ভিত্তি করে তৈরি করা।এর গুণগত মান অনেক ভালো।তাই আপনার স্কিন টাইপ অনুযায়ী Cerave ব্যান্ড থেকে সঠিক ফেসওয়াশ নিশ্চিত করূন ও নির্দ্বিধায় ব্যবহার করুন। আজকের ফিচারে Cerave ব্র্যান্ডের পাঁচটি ফেসওয়াশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো।
সেরাভি (Cerave) ব্র্যান্ড কেন ভালো?
Cerave একটি জনপ্রিয় স্কিনকেয়ার ব্রান্ড। এটি যুক্তরাষ্ট্রের (USA) ল’রিয়াল গ্রুপের আওতাধীন ব্র্যান্ড। Cerave ব্র্যান্ডের সবচেয়ে ভালো দিক হলো, এটি একনে প্রন, ড্রাই, ওয়েলি ও সোরিয়াসিসযুক্ত ত্বকের জন্য আলাদাভাবে পণ্য তৈরি করে। ফলে স্কিন টাইপ ও স্কিনের কনসার্ন অনুযায়ী সঠিক ফেসওয়াশ বাছাই করতে পারবেন খুব সহজেই। এতে রয়েছে MVE টেকনোলজি যা একটি মাল্টি লেয়ার সিস্টেম। এই সিস্টেমে ত্বকের গভীরে ধীরে ধীরে সিরামাইডস ও অন্যান্য মশ্চারাইজিং ইংগ্রেডিয়েন্ট ত্বকের ভেতর রিলিজ হয় ফলে ত্বক দীর্ঘসময় হাইড্রেট ও ময়েশ্চারাইজড থাকে।
এছাড়াও Cerave ব্র্যান্ডের প্রতিটি ক্লিনজারেই Glycerin, Hyaluronic Acid, সহ তিনটি এসেনসিয়াল সিরামাইডস ও Cholesterol, Phytosphingosine এই পাঁচটি উপাদান থাকেই।যা স্কিনের ব্যারিয়ার কে সাপোর্ট করে ও স্কিনকে ময়েশ্চারাইজড ও হাইড্রেট রাখে।
CeraVe Hydrating Cleanser For Normal To Dry Skin
CeraVe হাইড্রেটিং ক্লিঞ্জারটি ত্বককে অতিরিক্ত স্ট্রিপিং না করে বা ত্বককে টানটান এবং শুষ্কতা বোধ না করেই পরিষ্কার করার জন্য ডিজাইন করা হয়েছে।শুষ্ক ত্বকের জন্য সব থেকে বেশী দরকারী হলো -হাইড্রেশন প্রোভাইড করা যা এই ফেসওয়াশে আছে।এই ফেইস ওয়াশটি নরমাল থেকে শুষ্ক ত্বকের জন্য উপযোগী।
- শুষ্ক বা ব্রণযুক্ত ত্বকের জন্য এই ফেইস ওয়াশটি উপযুক্ত।
- এটি নন কোমোডোজেনিক তাই এটি ব্যবহারে কোন ধরনের জ্বালা-পোড়া হয় না।
- এতে রয়েছে হায়ালুরনিক অ্যাসিড, যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
- এটি ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার বা আর্দ্রতা ধরে রেখে ত্বককে পরিষ্কার করে।
Cerave Foaming Cleanser For Normal To Oily Skin
এই ফেসওয়াসটি তৈলাক্ত ত্বকের জন্য একটি পরিপূর্ণ ক্লিনজিং সমাধান। যাদের ত্বক ডিহাইড্রেট বা ব্রণ প্রবন তাদের জন্য এটি ভালো কার্যকর হবে।
- এটি নরমাল – অয়েলি বা বন প্রবণ ত্বকের জন্য উপযুক্ত।
- ত্বকের প্রাকৃতিক বেরিয়ার বজায় রেখে ত্বকের জমে থাকা অতিরিক্ত ময়লা ও তেল পরিষ্কার করে।
- এটি ডার্মাটোলজিস্ট-টেস্টেড এবং নন-কমেডোজেনিক তাই এটি ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া হয় না।
- এর হালকা ফোমিং টেক্সচার মেকআপ, ডার্ট এবং অন্যান্য ময়লা রিমুভ করতে কার্যকর।
CeraVe Renewing SA Cleanser For Normal Skin
এই ফেসওয়াশটি ত্বককে এক্সফোলিয়েট করে ত্বককে আরো মসৃণ ও স্মুথ করে। যাদের ত্বকে ব্ল্যাক-হেডস, পিম্পল ও কপালে ছোট ছোট বাম্পস আছে তাদের জন্য এই ফেইসওয়াশটি ভালো কার্যকর হবে।
- এতে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড (SA) যা ত্বকের ডেড সেলস রিমুভ করে।
- ত্বককে হাইড্রেটেড ও নরম রাখে।
- এটি নন কমোডোজেনিক ফলে ত্বকে কোন প্রকার জ্বালাপোড়া হয় না ও ব্রণ হওয়ার আশঙ্কা কম থাকে।
- ত্বকের ন্যাচারাল বেরিয়ার প্রোটেক্ট করে ।
- ব্রণের দাগ ও স্কিনের কালচে-ভাব রিমুভ করে ।
Cerave Acne Control Cleanser
এই ফেসওয়াসটি ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড ক্লিনজার যা ত্বকের ব্রণ ,ব্ল্যাকহেডস ও ছোট ছোট বাম্পস রিমুভ করে।এতে রয়েছে 2% স্যালিসিলিক অ্যাসিড সহ আরো তিনটি এসেনসিয়াল সিরামাইডস, যা ত্বককে মসৃণ ও স্বাস্থ্যকর রাখে।
- এটি ত্বকের অতিরিক্ত ওয়েল কন্ট্রোল করে।
- এটি ফ্রেগরেন্স ফ্রী ও নন-কোমোডোজেনিক ফলে ত্বকের পোরস ক্লগ হয় না ও ইরিটেশন হয় না।
- ত্বকের পোরস মিনিমাইজ করে।
- ত্বককে হাইড্রেটেড, নরম ও কোমল রাখে।
Cerave Hydrating Facial Cleanser
এই ফেসওয়াসটি ত্বককে অতিরিক্ত স্ট্রিপ বা টানটান ও শুষ্ক বোধ না করেই ত্বককে ক্লিন করে। এটি একটি ময়শ্চারাইজিং ক্লিনজার যা ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বককে কোমল ও স্বাস্থ্যকর রাখে।
- এটি নরমাল,ড্রাই ও সেনসিটিভ স্কিনের জন্য উপযুক্ত।
- ত্বকের প্রাকৃতিক বেরিয়ার বজায় রেখে,ত্বকের ময়লা, তেল এবং মেকআপ রিমুভ করে।
- ত্বককে হাইড্রেটেড রাখে।
- এটি নন-কমেডোজেনিক ও ফ্রেগরেন্স ফ্রি।
- এটি ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে না।