আপনার ত্বকের প্রয়োজন অনুসারে সিরাম বেছে নিতে হবে। এক্ষেত্রে, প্রথমেই আইডেন্টিফাই করতে হবে ত্বকের ধরন ও সমস্যা সম্পর্কে । কারন, ত্বকের ধরন ও সমস্যা বুঝে সিরাম নির্বাচন করে ব্যবহার করলে খুব দ্রুত এর কার্যকারিতা পাওয়া যায়।
শুষ্ক ও সেনসেটিভ ত্বকের যত্নে সিরাম
ঋতু পরিবর্তনের সময় বা যাদের ত্বক প্রায় সব মৌসুমেই বেশি শুষ্ক থাকে তাদের ত্বকে চাই বাড়তি যত্ন। ত্বক সুস্থ ও স্বাস্থ্যজ্জল রাখতে সিরামের জুরি নেই। আমরা জানি,পর্যাপ্ত আর্দ্রতার অভাবে মূলত ত্বক শুষ্ক ও রুক্ষ হয় । তাই শুষ্ক ত্বকের যত্নে সাধারণত এমন সিরাম ব্যবহার করা উচিত যা ত্বককে গভীর থেকে আর্দ্র রাখবে এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
এক্ষেত্রে আমি সাজেস্ট করব,
- Simple 10% Vitamins C+E+F Booster Serum
- Simple 3% Hyaluronic Acid + B5 Booster Serum
- Cerave Skin Renewing Vitamin C Serum
এবার এই সিরাম সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব।
Simple 10% Vitamins C+E+F Booster Serum
- সিরামের মলিকিউল স্ট্রাকচার হালকা প্রকৃতির তাই এটি ত্বকে খুব দ্রুত শোষিত হয় ।
- এই সিরামে রয়েছে ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, মেলানিনের উৎপাদন কমায়, এবং কালো দাগ রিমুভ করে।
- ভিটামিন ‘ই’ ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজড করে এবং ত্বককে সুরক্ষিত রাখে। ফলে ত্বক নরম ও কোমল থাকে।
- এতে রয়েছে ভিটামিন F যা ত্বকের প্রাকৃতিক লিপিড স্তরকে পুনর্গঠন করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
এই সিরামটি শুষ্ক ও সেনসেটিভ ত্বকে ব্যবহার করা যায়। এই সিরামে কোন ক্ষতিকর উপাদান নেই। তাই যাদের ত্বক সেনসেটিভ তারা এই সিরাম টি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।
Simple 3% Hyaluronic Acid + B5 Booster Serum
- এটি হলো হাইড্রেটিং সিরাম যা ত্বকের গভীরে গিয়ে ত্বককে হাইড্রেট করে।
- এতে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid) যা ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। ফলে শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বক হাইড্রেটেড ও মসৃণ থাকে।
- সিরামে রয়েছে,ভিটামিন B5 যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে , ত্বককে মসৃণ ও নরম করে এবং ত্বকের স্ট্রাকচার উন্নত করে ।
এই সিরামটি শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বকের জন্য উপযুক্ত। এটি ত্বকের আর্দ্রতা বাড়ায় এবং ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে।
Cerave Skin Renewing Vitamin C Serum
- সিরামটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বককে বাইরের দূষণ থেকে রক্ষা করে এর অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা। এটি ত্বকের টেক্সচার উন্নত করে এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।
- এতে রয়েছে ১০% ভিটামিন C যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, দাগ-ছোপ কমায় , অ্যান্টি এজিং সাইন রিমুভ করে এবং ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
- এতে রয়েছে সেরামাইডস যা CeraVe এর স্বাক্ষর উপাদান। সেরামাইডস ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা স্তরকে পুনর্গঠন করে এবং আর্দ্রতা ধরে রাখে ফলে ত্বক হাইড্রেটেট থাকে।
- এই সিরামে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বককে গভীর থেকে হাইড্রেটেট করে এবং ত্বককে নরম ও মসৃণ রাখে।
- ভিটামিন B5 ত্বকের বাইরের স্তরকে উন্নত করে এবং আর্দ্রতা ধরে রাখে।
- সিরাম টিতে কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ নেই তাই এটি সেনসিটিভ ত্বকে ব্যবহার করা যায়।
- এতে রয়েছে ত্বকে সহনশীল pH ব্যালেন্সড।
এই সিরাম টি শুষ্ক, সেনসিটিভ ও তৈলাক্ত ইত্যাদি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। এই সিরামটি মূলত ত্বকের টেক্সচার উন্নত করে, ত্বককে হাইড্রেটেড রাখে ও পিগমেন্টেশন, রিংকেল , এন্টি এজিং সাইন্স প্রিভেন্ট করে ।